![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল বিপর্যয়ের জন্যে বিরোধী দলকে দায়ী করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার সকাল ১০টায় গণভবনে শিক্ষামন্ত্রীর কাছ থেকে ফলাফল গ্রহণ করে ফল বিপর্যয়ের জন্য বিএনপি-জামায়াতের রাজনৈতিক কর্মসূচিকে দায়ী করেন প্রধানমন্ত্রী।
গত ১ এপ্রিল এইচএসসি পরীক্ষা শুরু হয়। পরীক্ষার সময়সূচিতে বিরোধী দলের একের পর এক হরতালে কারণে পরীক্ষাসূচি বারবার পেছাতে হয়। ৪১টি বিষয়ের পরীক্ষা পিছিয়ে শেষ করতে সময় লাগে দুই মাস।
পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমে যাওয়ার জন্য বিরোধী দলের রাজনৈতিক কর্মসূচিকে দায়ী করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমি জানতে চাই, তারা এতে কি লাভ পেল?’
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘এই দায় তাদের নয়, এই দায় বিএনপি-জামায়াত-শিবিরের।’
গত বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ছিল ৭৮ দশমিক ৬৭ শতাংশ, যা এবার কমে এসেছে ৭৪ দশমিক ০৩ শতাংশ।
এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা তিন হাজার কমেছে। গত বছর এই সংখ্যা ছিল ৬১ হাজার ১৬২, তা কমে এ বছর দাঁড়িয়েছে ৫৮ হাজার ১৯৭।
প্রধানমন্ত্রীর কাছে ফলাফল হস্তান্তরের সময় হরতালের এই বিষয়টি শিক্ষামন্ত্রীও তুলে ধরেন।
পরীক্ষা শুরুর আগে শিক্ষামন্ত্রী হরতালের মতো ক্ষতিকর কর্মসূচি না দিতে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছিলেন। তবে সে আহ্বানে কান দেয়নি বিএনপি-জামায়াত। ref--বাংলানিউজটোয়েন্টিফোর.কম
২| ০৩ রা আগস্ট, ২০১৩ বিকাল ৪:৫৫
আমারও বলার ছিল বলেছেন: Click This Link
৩| ০৩ রা আগস্ট, ২০১৩ বিকাল ৪:৫৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: আ.... কমেডির আর শেষ নাই
এই সরকার উন্নয়ন করতে না পারুক কমেডি দিয়া পুরা জাতিরে মাতায় রাখছে
৪| ০৩ রা আগস্ট, ২০১৩ বিকাল ৫:০৯
রাতজাগাপাখি বলেছেন: ফল বিপর্যয়ের জন্য দেশের অবাধ্য শিক্ষক শ্রেনী দায়ী। ওরা যদি শিক্ষামন্ত্রীর কথা বাধ্য বালকের/বালিকার মত মেনে নিত, তাহলেই এই ফলাফল হত না। শিক্ষকগুলোই অবাধ্য, শিক্ষার্থীরা শিখবে কোথা থেকে? মাননীয় শিক্ষামন্ত্রী বলেছেন, ১২% যারা পায়, তাদেরও ৩৩% নম্বর দিয়ে পাশ করিয়ে দিতে। ১২% তো খাতায় না লিখলেও বোধ হয় পাওয়া যায়। এখনও সময় আছে, এরা যদি আন্দোলন করে, তবে হয়ত এমন নিয়ম আসতে পারে, যারা ৫ বিষয়ে উত্তীর্ন হয়েছে, তাদের ইউনিভার্সিটিতে ভর্তির সুযোগ দিতে হবে। প্রয়োজনে আগামী বছর এরা আবার এইচএসসি দেবে। কি যে হবে এই দেশের!!!
Click This Link
৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৩৫
বাংলারগান বলেছেন: জে এস সি পরীক্ষায় যে ভাবে বার বার ইংলিশ প্রথম পত্র র চারু কলা নিয়ে খেলাছে......শিক্ষার মানটাকে ই নষ্ট করে দিল।......ফলাফল বিপর্যয় এবার দেখা যাবে।
©somewhere in net ltd.
১|
০৩ রা আগস্ট, ২০১৩ বিকাল ৪:৫৪
সদালাপী। বলেছেন: হরতাল কি ঘরেও ছিল?? মাননীয় শিক্ষামন্ত্রীও কি পাগলের প্রলাপ বলা শুরু করছেন?? রেজাল্ট নিয়েও রাজনীতি!! আমরা কোন দেশেও আছি???