নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে খুবই ভালো লাগে , তবে আমি কিন্তু লেখক নই

আনাড়ি পাগল

সত্য বলতে অনেক ভয় পাই , কেন না সত্যির দিন কয়েক দশক আগেই শেষ হয়েছে

আনাড়ি পাগল › বিস্তারিত পোস্টঃ

কিভাবে বলতে হয় ভালোবাসি ? গল্প পর্ব ১

০৮ ই মার্চ, ২০১৫ রাত ২:০৫

ছেলেটির নাম নাফিজ , মাত্র ভার্সিটিতে ভর্তি হয়েছে । বাবা সরকারি চাকুরীজীবী আর মা একটা একটা স্কুলের শিক্ষিকা । এই তিন জনে মিলেই নাফিজের সুখী পরিবার । আজ নাফিজ প্রথম তার ভার্সিটিতে একটু দেরি করে যাচ্ছে কারন রাতে তার ভালো ঘুম হয় নাই । সকালে উঠতে একটু দেরি হওয়াতে আজ এমন হল । অল্প কয়েক দিনের মধ্যে অবশ্যয় নাফিজ এর একজন ভালো বন্ধুও হয়ে গেছে রাকিবের সাথে । রাকিব একটু বোকা আর বাচাল প্রকৃতির । কিন্তু নাফিজ তাকে ধমক দিয়ে কিছু সময় চুপ করিয়ে রাখে । সেই দিন ভার্সিটিতে আসতেই বাসে এক মেয়ের সাথে নাফিজ ধাক্কা খায় যদি সেটা নাফিজের কোন দোষ ছিল না । বাসটি হুট করে থামতেই নাফিজ একদম মেয়েটির উপর এসে পড়ে আর তাতেই মেয়েটি নাফিজকে সজোরে কষিয়ে একটা চড় বসিয়ে দেয় । নাফিজ পুরাই বোকার মত গালে হাত দিয়ে এক নজর মেয়েটাকে দেখে মাথা নিচু করে মাঝ রাস্তাতেই নেমে যায় । কি আর করা , এখন ভার্সিটি যাবে কিভাবে । ক্লাস শুরু হয়ে গেছে । আর সে দাড়িয়ে আছে এখনো অনেক দূরে । রায়হান স্যার এর ক্লাস । ৫ মিনিট পরে গেলেও ক্লাসে ডুকতে দিবে না , কারন ভারসিটির ছাত্র দের ক্লাসে আসতে একটু সময় লাগে তাই তিনি ১০ লেটে ক্লাস শুরু করেন । কিন্তু আজ কি হবে ? অনেক ক্ষন দাঁড়িয়ে থাকার পর হঠাত করেই একটা গাড়ি থেকে নাফিজ বলে ডাকছে শুনতে পেলো , তাকিয়ে দেখে , ওর বাবা । কিরে তোর ক্লাস না শুরু হয়ে গেছে , তুই এই মাঝ পথে কি করিস ? বাবা বললেন , নাফিজ কিছু না বলে একটু থেকে বললো , একটা সিএনজি নিয়েছিলাম তারাতাড়ি যাবার জন্যে কিন্তু মাঝ রাস্তায় এসে , সেটা নষ্ট হয়ে যাওয়ায় , হেটে হেটে যাচ্ছি । বাবা ছেলের এই ধরনের বোকামি কথা শুনে হেসে বললেন , আয় আমি তোকে নামিয়ে দিয়ে বাসায় যাব । নাফিজ সাথে সাথী বলে আমিও বাসায় যাবো , আজ ক্লাস তো আর করতে পারব না , তাই ভারসিটিতেই আর যাব না । তার পর বাবা ছেলে বাসায় চলে আসে ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.