![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রশ্নঃ শয়তান কয় প্রকার ও কি কি এবং তাদের কাজ কি? এ সম্পর্কে জানতে চাই।
উত্তরঃ হযরত ওমর (রাঃ) বলেন, শয়তানের বংশধর নয়টি শ্রণীতে বিভক্ত যথাঃ
(১) যালীতুনঃ এদের কাজ হাট-বাজারে অবস্থান করা এবং শয়তানের ঝান্ডা উঁচু করে মানুষদেরকে বিভ্রান্ত করা।
(২) ওয়াসীনঃ এরা মানুষকে বালা-মুসিবতে লিপ্ত করতে সর্বদা চেষ্টা করে।
(৩) আওয়ানঃ এরা সবসময় রাজা-বাদশাহ ও শাসনবর্গের সাথে থেকে তাদের পথভ্রষ্ট করার প্রয়াসে লিপ্ত থাকে।
(৪) হাফ্ফাফঃ এরা মানুষকে নেশাজাতীয় দ্রব্য গ্রহণে প্রলুব্ধ করে।
(৫) লাকুসঃ এরা মানুষকে অগ্নি ও মূর্তিপূজায় লিপ্ত করে।
(৬) মুররাঃ এরা মানুষকে বাদ্যযন্ত্র ও গান-বাজনার মাধ্যমে বিভ্রান্ত করে।
(৭) মুসাওয়াতঃ এরা মিথ্যা সংবাদ প্রচার করে মানুষের মধ্যে গোলযোগ সৃষ্টি করে বিভ্রান্ত করে।
(৮) দাসিমঃ এরা সবসময় মানুষের ঘর বাড়ীতে অবস্থান করে। কোনো মানুষ যখন সালাম ও বিসমিল্লাহ্ ব্যতীত ঘরে প্রবেশ করে তখন এরা পরিবারের সদস্যদের মধ্যে ঝগড়া-বিবাদ সৃষ্টি করে দেয়। এমনকি মারামারি, তালাক ইত্যাদির ন্যায় অঘটন ঘটিয়ে থাকে।
(৯) ওলহানঃ এরা মানুষের বিভিন্ন ভালো কাজ নষ্ট করতে তৎপর থাকে। যেমন, নামায, রােযা, অযু ও অন্যান্য ইবাদত।
২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:০৬
শোভন কুমার বর্ধন বলেছেন: পোষ্ট ভাল লাগলো
৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:১৯
Syeed Rafiqul Haque বলেছেন: আর এর বাইরে বাকী শয়তানীগুলো কোন শয়তানের দ্বারা হয়?
৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৩২
আহা রুবন বলেছেন: শয়তানের এত ক্ষমতা!!!!!!!!!
৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:০৫
আল হাবসি বলেছেন: ৫ এবং ৬ নাম্বার. ওন্নের.মতামত কে মিনিমাম স্মমান টুকু না দেখিয়ে এবং তার থেকে নিজেকে শুধু দুরেই না ,বিশাক্ত ঘ্রনার বিষ মনের মধ্যে রাখার এই নীচ মান সীক তা স ম্পন্ন্য এই সব উব্ব্রর প্রানিদের যন্ন্যই শান্তি আজ অশান্তির রুপ ধারন করেছে ,সবাই আজ ঘ্ন নার চোখে দেখে, এইওসব আপদ গুলো দুর হবে কবে?
৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:০৩
নতুন নকিব বলেছেন:
এটা যে হযরত উমার রাদিআল্লাহু তাআলা আনহুর বক্তব্য তার প্রমানে সূত্র জানা থাকলে দয়া করে উল্লেখ করুন। আর এ কথাটি আপনি কোথা থেকে সংগ্রহ করেছেন, তাও জানাবেন আশা করি।
ভাল থাকবেন।
৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০৩
চাঁদগাজী বলেছেন:
খলীফা ওমর অনুমান করতে পারেননি যে, আরো একজন আছেন, যিনি বাকী ৯ জনকে চেনেন।
©somewhere in net ltd.
১|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪৪
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: উপরে বর্ণিত শয়তান দ্বারা আপনি প্রভাবিত হয়েছিন কিনা?
আপনার কি অবস্থা?