![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ছোটবেলা থেকেই ভাল কিছু করে দেখাতে চাইতাম। স্পেশালি আমার দেশের জন্য... আমি ধান-শালিক আর মেঠোপথের এই বাংলাদেশকে খুব ভালবাসি। দেশের জন্য কিছু করার চেষ্টায় আমার নিরন্তর পথচলা। আমি বিশ্বাস করি চিরসবুজ বন্ধুত্বে। তাইতো আমি সবসময় বন্ধুসলভ, নির্মল বন্ধুত্বে না নেই। অতি কম সময়ের এ পৃথিবীতে আশেপাশে যারা আছেন যাদের সাঙ্গ করেই আমাদের পথচলা সেইসব প্রতিটি মানুষের সঙ্গে ভাতৃত্বের সম্পর্ক নষ্ট করতে খুবই অপছন্দ করি। প্রতিটি মানুষের ভেতরে লুকিয়ে থাকা ভালমানুষটিকে আমি সম্মান করি। প্রিয় রঙ সবুজ, নীল এবং এর বিভিন্ন শেড।
সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার আলামত পুলিশ ঘটনাস্থলে আসার আগেই নষ্ট হয়ে গেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।
সোমবার বিকেলে জাতীয় সংসদ অধিবেশনে লুৎফর রহমানের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানিয়ে বলেন, “সাগর-রুনি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে রাতের আঁধারে এবং এ হত্যাকাণ্ডের কোন সাক্ষ্য প্রমাণ নেই।”
তিনি বলেন, “সাগর ও রুনি মিডিয়া ব্যক্তিত্ব হওয়ায় ঘটনাস্থলে পুলিশ আসার আগেই সাংবাদিক ও সাধারণ জনগণ পৌঁছে যায়। ফলে মামলার সব গুরুত্বপূর্ণ আলামত নষ্ট হয়ে যায়। থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ (ডিবি) প্রথমে এই মামলার তদন্ত করে। পরে হাইকোর্টের আদেশে মামলাটির তদন্ত করছে র্যাব।”
র্যাবের প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আপরাধীদের চিহ্নিত করা ও তাদেরকে গ্রেপ্তারের মাধ্যমে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে র্যাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আট জনকে গ্রেপ্তার করা হয়েছে।”
হত্যাকাণ্ডের গতানুগতিক তদন্তের বাইরে বৈজ্ঞানিক তথ্যপ্রমাণ পাওয়ার জন্য যুক্তরাষ্ট্রের দুটি অত্যাধুনিক ল্যাবকে তদন্তের সঙ্গে যুক্ত করা হয়েছে এবং ১৩ জানুয়ারি আরো কিছু আলামত আদালতের মাধ্যমে বিদেশে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
উল্লেখ্য, ২০১১ সালের ১১ ফেব্রুয়ারি রাতে পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি।
©somewhere in net ltd.
১|
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫১
সাদা রং- বলেছেন: কালে কালে কত কি যে শুনবো।