নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বীরেরা সত্য বলতে কখনোই কুন্ঠিত নন

আমি উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলতে চাই

যাকরিয়া ইবনে ইউসুফ

আমি ছোটবেলা থেকেই ভাল কিছু করে দেখাতে চাইতাম। স্পেশালি আমার দেশের জন্য... আমি ধান-শালিক আর মেঠোপথের এই বাংলাদেশকে খুব ভালবাসি। দেশের জন্য কিছু করার চেষ্টায় আমার নিরন্তর পথচলা। আমি বিশ্বাস করি চিরসবুজ বন্ধুত্বে। তাইতো আমি সবসময় বন্ধুসলভ, নির্মল বন্ধুত্বে না নেই। অতি কম সময়ের এ পৃথিবীতে আশেপাশে যারা আছেন যাদের সাঙ্গ করেই আমাদের পথচলা সেইসব প্রতিটি মানুষের সঙ্গে ভাতৃত্বের সম্পর্ক নষ্ট করতে খুবই অপছন্দ করি। প্রতিটি মানুষের ভেতরে লুকিয়ে থাকা ভালমানুষটিকে আমি সম্মান করি। প্রিয় রঙ সবুজ, নীল এবং এর বিভিন্ন শেড।

যাকরিয়া ইবনে ইউসুফ › বিস্তারিত পোস্টঃ

দেশপ্রেম বিক্রি করছে ওয়ালটন !!!!!

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৫

বাংলাদেশের শিল্প প্রতিষ্ঠান ওয়ালটন বিদেশি যন্ত্রাংশ দেশে এনে সংযোজন করে নিজস্ব পণ্য দাবি করে বিক্রি করছে। সাধারণত দেশী পণ্য বিদেশী বলে বিক্রি করার প্রবণতা এ দেশে। সেই 'অস্ত্র' ভোতা হয়ে গেছে অনেক আগেই। দেশের পণ্য এখন বিদেশী বাজারে দাপটের সাথে প্রতিযোগিতা করছে। আমাদের দেশের জার্সি পড়ে খেলতে নামেন বিদেশী অনেক নামিদামি খেলোয়াড়। এই সুনামটা কাজে লাগাতেই ওয়ালটন নতুন কৌশল নিয়ে দেশপ্রেমকে অস্ত্র বানিয়ে পণ্য বাজারে ছাড়ছে। অথচ এসব পণ্যের বেশিরভাগই মানহীন যা চীন থেকে আনা।



সরেজমিনে গিয়ে বিভিন্ন সূত্র থেকে জানা যায়, বিদেশ থেকে মূলত চায়না, তাইওয়ান এবং থাইল্যান্ড থেকে তৈরি দ্রব্য সামগ্রী (ফিনিশড গুড) এনে বাংলাদেশে সংযোজন (অ্যাসেম্বল) করে দেশীয় পণ্য বলে বিক্রি করছে। যেটা কিনা এক ধরণের প্রতারণা। আর এটা করতে গিয়ে তারা দেশীয় গণমাধ্যমে উচ্চমূল্যের বিজ্ঞাপণ দিয়ে থাকে যাতে কেউ তাদের বিরুদ্ধে মুখ না খোলে।



ওয়ালটন সম্পর্কে অনুসন্ধান করতে গিয়ে বেড়িয়ে এসেছে আরো ভয়ঙ্কর সব তথ্য। বিস্তারিত --

Click This Link

মন্তব্য ২৩ টি রেটিং +০/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৭

একমত না বলেছেন: .

২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৯

দর্পন বলেছেন: তারপরও আমাদানী ব্যয় কিছু হলেও কমবে ।

কোরিয়ান স্যামসাং সেটের র‍্যাম,চিপ গুলো কোন জায়গায় তৈরী হয় বলতো খোকাবাবু?

চীন থেকে সরাসরি যদি আমদানি করতো, তাহলে মাঝখানে তোমার আমার কিছু ভাইয়ের কি ওয়াল্টনের ফ্যাক্টোরিতে জব হইতও ।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৭

যাকরিয়া ইবনে ইউসুফ বলেছেন: তা ঠিক। কিন্তু আপনি কি ওয়ালটনের মিথ্যাচারকে মেনে নেবেন ?

৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৬

জাওয়াদ তাহমিদ বলেছেন: দর্পন এর কথায় সহমত।

৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২০

গ্রামের মানুষ বলেছেন: ওয়ালটন সম্পর্কে অনুসন্ধান করতে গিয়ে বেড়িয়ে এসেছে আরো ভয়ঙ্কর সব তথ্য। শিল্পসংশ্লিষ্টরা বলেছেন, বাংলাদেশে মূলত কোন পণ্য তৈরি করার প্রযুক্তি এখনো উদ্ভাবিত হয়নি। ওয়ালটনেরও কোন যন্ত্রাংশ তৈরি (ম্যানুফ্যাকচারিং) করে না বা করার প্রযুক্তি নেই..........

ভাই এই ভয়ঙ্কর তথ্য পড়ে ভয়ে আমার হাত-পা ঠান্ডা হয়ে পেটের ভেতরে সেঁধিয়ে যাচ্ছে। কি ভয়ঙ্কর! কি ভয়ঙ্কর!! কি ভয়ঙ্কর!!!

ওয়ালটন ম্যানেজমেন্টকে ধিক্কার। কুত্তা পিছনে লাগলে একটু হাড্ডি ছুড়ে দাও - ম্যানেজমেন্টের এই ক্ল্যাসিক নীতিটা অনুসরণ না করার জন্য!

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫০

যাকরিয়া ইবনে ইউসুফ বলেছেন: ভাই নিউজটা কি পুরোটা পরেছেন ? কোন তথ্যটা ভুল ?

যথার্থ খোঁজখবর নিয়ে করা হয়েছে। আপনি ভিন্ন খাতে প্রবাহিত করবেন।

ধন্যবাদ

৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২২

স্পাইসিস্পাই001 বলেছেন: ভাইজান না জেনে শুনে এসব বলা ঠিক না ....।

তবে আমি বলছি না ওয়ালটন সব জিনিস দেশে বানায় .... কারন আমাদের দেশে ইন্জিন এবং কমপ্রেসর এর মত সুক্ষ পার্টস বানাবার মতো ক্ষমতা কারও এখনো হয়ে ওঠে নি .... তবে ভাই ওয়ালটন ম্যাক্সিমাম জিনিস নিজেরা বানাচ্ছে ... কাচামাল আমদানি তো করতেই হবে যদি দেশে না পাওয়া যায় ...

আমাদের সমস্যা কোথায় জানেন .... আমরা বাঙ্গালীরা নিজেদের ভাল দেখতে বা সহ্য করতে পারি না ......

আরে একটা কোম্পানী বাংলাদেশ থেকে একটু একটু করে উপরে উঠছে আপনারা তাও হতে দেবেন না.....

আশা করি বুঝেছেন ..... ধন্যবাদ .... ভাল থাকবেন....

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫০

যাকরিয়া ইবনে ইউসুফ বলেছেন: ধন্যবাদ।

৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৭

এস.কে.ফয়সাল আলম বলেছেন: গ্রামের মানুষ @ :D :D :D
যথার্থ বলিয়াছেন।

৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩০

নােয়ফ চৌধুরী বলেছেন: আর কিছু পাইনাই বেকুবরা, সব সময় আরেক জনের চুল (বাল) ছিডতে ব্যস্ত ।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫১

যাকরিয়া ইবনে ইউসুফ বলেছেন: মাফ করবেন ভাই
ওয়ালটনের প্রতারণা তুলে ধরাটা কি অন্যায় ?

৮| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৫

রাসেল ভাই বলেছেন: সব দেশেই একি কাজ করে নিজের ব্রান্ড লাগাই । আমাদের ওয়ালটনের মত আরো অনেক কোম্পানি গড়ে তোলা উচিত যে গুলো বিভিন্ন দেশ থেকে কাঁচামাল সংগ্রহ করে পন্য তৈরি করবে আর পণ্যের গায়ে লেখা থাকবে মেড ইন বাংলাদেশ ।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫২

যাকরিয়া ইবনে ইউসুফ বলেছেন: রাসেল ভাই সহমত।

৯| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৫

নষ্ট ছেলে বলেছেন: কনচেন দেহি আইফুন কই তৈরি হয়?

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫২

যাকরিয়া ইবনে ইউসুফ বলেছেন: ওয়ালটন কইবো বাংলাদেশ

১০| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৯

করাত বলেছেন: তাতে আপনের সমস্যা কি? তাও তো দেশের কথা বলতেছে। :| :| :| :| :| :| :| :|

১১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৬

কাছের মানুষ বলেছেন: আমার ঘনিস্ট বন্ধু পুরনো মালের বাবসা করে । মাসে ১ বার হলেও সে ওয়ালটনের ফাক্তরিতে যায়। তার ভাষ্য মতে বাইকের ইঞ্জিন আর ফ্রিজের কুম্প্রেসার ছাড়া সবই তাদের এখানে বানানো। তাই বা কম কিসের।

১২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৭

পথহারা সৈকত বলেছেন: ভাইজান না জেনে শুনে এসব বলা ঠিক না ....।

তবে আমি বলছি না ওয়ালটন সব জিনিস দেশে বানায় .... কারন আমাদের দেশে ইন্জিন এবং কমপ্রেসর এর মত সুক্ষ পার্টস বানাবার মতো ক্ষমতা কারও এখনো হয়ে ওঠে নি .... তবে ভাই ওয়ালটন ম্যাক্সিমাম জিনিস নিজেরা বানাচ্ছে ... কাচামাল আমদানি তো করতেই হবে যদি দেশে না পাওয়া যায় ...

আমাদের সমস্যা কোথায় জানেন .... আমরা বাঙ্গালীরা নিজেদের ভাল দেখতে বা সহ্য করতে পারি না ......

আরে একটা কোম্পানী বাংলাদেশ থেকে একটু একটু করে উপরে উঠছে আপনারা তাও হতে দেবেন না.....

আশা করি বুঝেছেন ..... ধন্যবাদ .... ভাল থাকবেন....

১৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৯

পথহারা সৈকত বলেছেন: প্রিয় ভাই আপনি বলেছেন:


আমি ছোটবেলা থেকেই ভাল কিছু করে দেখাতে চাইতাম। স্পেশালি আমার দেশের জন্য... আমি ধান-শালিক আর মেঠোপথের এই বাংলাদেশকে খুব ভালবাসি।.


কিন্তু আপনার পোষ্ট বলছে ভিন্ন্ কথা। আপনি কি ......গু?

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৮

যাকরিয়া ইবনে ইউসুফ বলেছেন: ভাই
আপনি যে ইঙ্গিত করেছেন সেটা ঠিক নয়।

১৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০৮

মদন বলেছেন: রিপোর্টের উপস্থাপনের কারনে সব লেজেগোবরে করে দিয়েছে-

ওয়াল্টন সব থেকে বড় ধাপ্পাবাজি বা দেশপ্রেম বিক্রি করে যে শব্দ দিয়ে, তা হলো-
"মেইড ইন বাংলাদেশ"

অথচ তাদের বড় বড় প্রোডাক্টগুলো কিছু পার্টস বাইরে থেকে আমদানী আর কিছু দেশে তৈরী হয় কিন্তু সুক্ষতর জিনিস যেমন মোবাইল এলইডি টিভি, এই জাতীয় জিনিস সরাসরি বাইরে থেকে আমাদনি করা হয়।

ওয়াল্টন যে কাজ করতে পারে, তারা "প্রোডাক্ট অফ বাংলাদেশ" অথবা "বাংলাদেশী ব্র্যান্ড" হিসেবে নিজেদের বলতে পারে।

নকিয়া ফিনল্যান্ডের প্রোডাক্ট হলেও চায়নাতে তৈরী নকিয়া পন্যের গায়ে লেখা থাকে-
"মেইড ইন চায়না"

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০০

যাকরিয়া ইবনে ইউসুফ বলেছেন: সহমত। ধন্যবাদ আপনার মতামতের জন্য।

১৫| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ১:৫৫

অতল গহবর বলেছেন: রাসেল ভাই বলেছেন: সব দেশেই একি কাজ করে নিজের ব্রান্ড লাগাই । আমাদের ওয়ালটনের মত আরো অনেক কোম্পানি গড়ে তোলা উচিত যে গুলো বিভিন্ন দেশ থেকে কাঁচামাল সংগ্রহ করে পন্য তৈরি করবে আর পণ্যের গায়ে লেখা থাকবে মেড ইন বাংলাদেশ।

সহমত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.