![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ছোটবেলা থেকেই ভাল কিছু করে দেখাতে চাইতাম। স্পেশালি আমার দেশের জন্য... আমি ধান-শালিক আর মেঠোপথের এই বাংলাদেশকে খুব ভালবাসি। দেশের জন্য কিছু করার চেষ্টায় আমার নিরন্তর পথচলা। আমি বিশ্বাস করি চিরসবুজ বন্ধুত্বে। তাইতো আমি সবসময় বন্ধুসলভ, নির্মল বন্ধুত্বে না নেই। অতি কম সময়ের এ পৃথিবীতে আশেপাশে যারা আছেন যাদের সাঙ্গ করেই আমাদের পথচলা সেইসব প্রতিটি মানুষের সঙ্গে ভাতৃত্বের সম্পর্ক নষ্ট করতে খুবই অপছন্দ করি। প্রতিটি মানুষের ভেতরে লুকিয়ে থাকা ভালমানুষটিকে আমি সম্মান করি। প্রিয় রঙ সবুজ, নীল এবং এর বিভিন্ন শেড।
বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া সংবাদ সম্মেলনে যা বললেন তার চুম্বক অংশগুলো.....
*দেশে বর্বর গণহত্যা চলছে উল্লেখ করে সরকার পতনের ডাক
*চাপ সৃষ্টি করে ইবুন্যালের প্রতিটি রায় প্রশ্নবিদ্ধ
*মানবতাবিরোধী অপরাধের বিচার চাই, তবে তা স্বচ্ছ হতে হবে
*সরকারবিরোধী গণমাধ্যম বন্ধের অপচেষ্টা চলছে
*ধর্মপ্রাণ মুসলমানদের যুদ্ধাপরাধীদের দোসর বানিয়েছে সরকার
*সুকৌশলে ইসলাম ও স্বাধীনতাকে প্রতিপক্ষ বানানো হয়েছে
*জনগণের সংগ্রামের প্রতি একাত্মতার ঘোষণা করেছেন
*খালেদা জিয়ার সংবাদ সম্মেলন, গণহত্যা বন্ধের দাবি
*পাঁচ মার্চ মঙ্গলবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল
২| ০১ লা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৮
তাসজিদ বলেছেন: এক কাজ করুক, বুধ আর বৃহস্পতিবার হরতাল দেয়া হোক। ১৬ আনা পূর্ণ হোক।
©somewhere in net ltd.
১|
০১ লা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৩
সাদা-কালো বলেছেন: শালা ইতরের বাচ্চা, দেশে আইসাই শুরু কইরা দিসে (ওইটা গিরি)
মেশিনম্যানের মেশিনতো আর এখন পাওয়া যাবে না। এই দুঃখে একদিন হরতাল দিয়া আরো কিছু লাশ না ফেলাইলে কেমনে হয়।