নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বীরেরা সত্য বলতে কখনোই কুন্ঠিত নন

আমি উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলতে চাই

যাকরিয়া ইবনে ইউসুফ

আমি ছোটবেলা থেকেই ভাল কিছু করে দেখাতে চাইতাম। স্পেশালি আমার দেশের জন্য... আমি ধান-শালিক আর মেঠোপথের এই বাংলাদেশকে খুব ভালবাসি। দেশের জন্য কিছু করার চেষ্টায় আমার নিরন্তর পথচলা। আমি বিশ্বাস করি চিরসবুজ বন্ধুত্বে। তাইতো আমি সবসময় বন্ধুসলভ, নির্মল বন্ধুত্বে না নেই। অতি কম সময়ের এ পৃথিবীতে আশেপাশে যারা আছেন যাদের সাঙ্গ করেই আমাদের পথচলা সেইসব প্রতিটি মানুষের সঙ্গে ভাতৃত্বের সম্পর্ক নষ্ট করতে খুবই অপছন্দ করি। প্রতিটি মানুষের ভেতরে লুকিয়ে থাকা ভালমানুষটিকে আমি সম্মান করি। প্রিয় রঙ সবুজ, নীল এবং এর বিভিন্ন শেড।

যাকরিয়া ইবনে ইউসুফ › বিস্তারিত পোস্টঃ

সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার পূর্ণাঙ্গ ভাষণ

০১ লা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭

বিসমিল্লাহির রাহমানির রাহিম



প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা,

আসসালামু আলাইকুম।



আমি স্তম্ভিত। আমি ক্ষুব্ধ। আমি গভীরভাবে মর্মাহত। নিন্দা ও প্রতিবাদ জানাবার কোনো ভাষা আমার নেই। আমাদের এই দেশে আবার চলছে পৈশাচিক গণহত্যা। পাখির মতো গুলি করে মানুষ হত্যা চলছে। গণহত্যার পৈশাচিক তাণ্ডবে মেতে উঠেছে সরকার। ফ্যাসিবাদের নগ্ন থাবায় রক্ত ঝরছে, প্রাণ যাচ্ছে দেশের শান্তিপ্রিয় নিরস্ত্র নাগরিকদের। বৃদ্ধ, শিশু-কিশোর এমনকি কুলবধূরা পর্যন্ত রেহাই পাচ্ছে না এই নির্মম হত্যাকাণ্ড থেকে। মনে হচ্ছে, কোনো ভিনদেশী হানাদারেরা যেন বাংলাদেশের মানুষের উপর পৈশাচিক হত্যাযজ্ঞে মেতে উঠেছে। কোনো একটি সরকার নিজের দেশের নাগরিকদের উপর এমনভাবে গণহত্যা চালাতে পারে তা আমাদের কল্পনারও অতীত। এধরণের গণহত্যার বিরুদ্ধে দাঁড়িয়েই আমরা ১৯৭১ সালে মাতৃভূমিকে স্বাধীন করেছিলাম। সেই স্বাধীন দেশে আবার অন্য কোনো অজুহাতে কখনো কোনো সরকার গণহত্যার পথ বেছে নেবে তা আমরা মেনে নিতে পারি না। আমি এই মুহূর্তে এই গণহত্যা বন্ধের দাবি জানাচ্ছি। আমি সরকারকে হুঁশিয়ার করে বলতে চাই, এর পরিণাম হবে ভয়াবহ। পুলিশ, আধা-সামরিক বাহিনীসহ, আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিটি সদস্যের প্রতি আমার আহ্বান, বাংলাদেশের মানুষের টাকায় যে অস্ত্র কেনা হয়, সেই অস্ত্র নির্বিচারে জনগণের উপর ব্যবহার করবেন না। আপনাদের পবিত্র কর্তব্য হচ্ছে, দেশের জনগণের জীবন রক্ষা করা। নির্বিচারে তাদের জীবন কেড়ে নেয়া নয়। একটি গণবিচ্ছিন্ন ব্যর্থ সরকারের অন্যায় হুকুমে আপনারা গণহত্যাকারীর ভূমিকায় অবতীর্ণ হবেন না। বরং জনগণের মৌলিক মানবিক ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় তাদের পক্ষে দাঁড়ানোর জন্য আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি। গত কয়েক দিনের ভয়াবহ সংঘাতে যারা জীবন দিয়েছে, আমি তাদের রুহের মাগফিরাত কামনা করছি। তাদের স্বজনদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা। এই সব নিষ্ঠুর হত্যাকা-ের সুবিচারের দাবিতে জনগণকে সোচ্চার হবার আহ্বান জানাচ্ছি। ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণের প্রতিরোধ সংগ্রামের প্রতি একাত্মতা ঘোষণা করছি। গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমেই কেবল সরকার সৃষ্ট নৈরাজ্যের হাত থেকে দেশ ও জাতিকে রক্ষা করা সম্ভব বলে আমরা মনে করি।



প্রিয় সাংবাদিক বন্ধুগণ,

দেশ আজ এক ভয়াবহ সংকটে। এমন ভয়ঙ্কর অবস্থা স্বাধীনতার পর আর কখনো সৃষ্টি হয়নি। গোটা জাতিকে আজ বিভক্ত করে ফেলা হয়েছে। দেশের বিপুল সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্ম পবিত্র ইসলাম এবং আমাদের মহান স্বাধীনতাকে আজ পরিকল্পিতভাবে প্রতিপক্ষ বানিয়ে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশের মানুষ যেমন স্বাধীনতা-প্রিয় তেমনি ধর্মপরায়ণ। ধর্ম কিংবা স্বাধীনতা কোনোটির উপর আঘাতই তারা সহ্য করে না। ইসলাম এবং স্বাধীনতায় কোনো বিরোধ নেই। অথচ একটি কুচক্রি মহল মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের নামে পবিত্র ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন এবং মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর বিরুদ্ধে নোংরা কুৎসা রটনায় লিপ্ত হয়েছে। এতে স্বাভাবিকভাবেই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় অনুভূতি দারুণভাবে আহত হয়েছে। দুর্ভাগ্যের বিষয়, ধর্মপ্রাণ মানুষ এর বিরুদ্ধে যখন শান্তিপূর্ণ পন্থায় প্রতিবাদ জানাবার উদ্যোগ নিয়েছে, অপরাধীদের সনাক্ত করে বিচারের দাবি তুলেছে তখন সরকার তাদের উপর চালিয়েছে নির্মম হত্যাযজ্ঞ। শুধু তাই নয়, এইসব ধর্মপ্রাণ সাধারণ মানুষকে স্বাধীনতা বিরোধী, যুদ্ধাপরাধী ও তাদের দোসর হিসাবে চিত্রিত করে সীমাহীন জুলুম-নির্যাতন চালাচ্ছে। সরকারি দলের সন্ত্রাসীরা মসজিদে ঢুকে মুসল্লি, খতিব ও ইমামদেরকে পর্যন্ত হেনস্তা করেছে। প্রতিবাদ মিছিল থেকে কিশোর-তরুণদের ধরে নিয়ে তাদের গায়ে বন্দুক ঠেকিয়ে গুলি করে হত্যার মতো পৈশাচিক ঘটনা ঘটিয়েছে। নিজ গৃহে গৃহবধূকে পর্যন্ত গুলি করে হত্যা করা হয়েছে।





এইসব হত্যাকাণ্ডে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সরকারি দলের সশস্ত্র সন্ত্রাসীরা প্রকাশ্যে অংশ নিচ্ছে। সরকারের শীর্ষ পর্যায় থেকে এইসব হত্যাকাণ্ডে তাদেরকে উৎসাহিত করা হচ্ছে। একটি হত্যার ঘটনারও কোনো তদন্ত, প্রতিকার কিংবা বিচারের উদ্যোগ সরকার নেয়নি। অপর দিকে একটি গোষ্ঠীকে সরকার উস্কানিমূলক ও বেআইনি কর্মকা- সংঘটনে প্রতিনিয়ত আস্কারা ও সমর্থন দিয়ে যাচ্ছে। তারা প্রতিনিয়ত ঘৃণা, বিদ্বেষ ছড়াচ্ছে। জাতীয় জীবনে বিভেদ-বিভাজনকে উস্কে দিচ্ছে। স্বাধীন মত প্রকাশের কারণে সম্মানিত নাগরিকদের নাম ধরে হুমকি দিচ্ছে। সরকার-বিরোধী সংবাদপত্র এবং টিভি চ্যানেলগুলো বন্ধ করার হুমকি দিচ্ছে। নির্যাতিত সাহসী সম্পাদক মাহমুদুর রহমানকে বেআইনীভাবে গ্রেফতারের জন্য চাপ সৃষ্টি করছে। ভিন্ন মতাবলম্বীদের ধরে ধরে জবাই করার আওয়াজ তুলছে। বিভিন্ন ব্যাংক, বীমা, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুরে উৎসাহিত করছে। এসব তৎপরতার মাধ্যমে আমাদের জনজীবনে শান্তি, স্থিতিশীলতা ও জাতীয় অর্থনীতিকে যারা নৈরাজ্যের দিকে ঠেলে দিচ্ছে সরকার তাদেরকে বাধা দেওয়ার পরিবর্তে সার্বিক সহযোগিতা করে যাচ্ছে। সরকারের মন্ত্রীরা তাদের কাছে গিয়ে এসব কর্মকাণ্ডে সমর্থন যোগাচ্ছে।



প্রিয় সাংবাদিকবৃন্দ,

বর্তমানে সরকার ফ্যাসিবাদী কায়দায় বাংলাদেশে ন্যায়বিচারের পরিবেশ সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। এখানে রাষ্ট্রীয় ও সরকারি নিবর্তনে নিগৃহীত কোনো নাগরিকের ন্যায়বিচার পাওয়ার আর কোনো সুযোগ নেই। মানবতার বিরুদ্ধে অপরাধের বিচারের ক্ষেত্রেও এই কথা সমভাবে প্রযোজ্য। আমরা বার বার পরিষ্কারভাবে বলেছি, মানবতার বিরুদ্ধে অপরাধের বিচার আমরা চাই। সেই বিচার হতে হবে স্বচ্ছ এবং দেশী ও আন্তর্জাতিক মান বজায় রেখে। আমরা বিচারের নামে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের পক্ষপাতি নই। আপনারা জানেন, এই বিচার প্রক্রিয়া, ট্র্যাইবুনাল ও আইন নিয়ে শুধু দেশে নয় আন্তর্জাতিক পরিম-লেও ব্যাপক প্রশ্ন উত্থাপিত হয়েছে। সে কারণে আমরা বার বার সরকারকে সতর্ক করে বলেছি যে, প্রশ্নবিদ্ধ কোনো বিচার জাতিকে ঐক্যবদ্ধ করার বদলে বিভক্তির দিকেই ঠেলে দিবে।



কাজেই এব্যাপারে একটি জাতীয় ঐক্যমত গঠন খুবই প্রয়োজন ছিল। কিন্তু সরকার আমাদের কথায় কান দেয়নি। কারও সঙ্গে কোনো আলাপ-আলোচনাও করেনি।



বরং যারা বিচার প্রক্রিয়ার ত্রুটিগুলো দুর করার কথা বলেছে, ন্যায়বিচার নিশ্চিত করার কথা বলেছে, তাদেরকে বিচার-বিরোধী এবং স্বাধীনতা বিরোধী হিসাবে চিত্রিত করার অপচেষ্টা চালিয়েছে।

এই বিচারের ট্র্যাইবুনাল গঠন, বিচারক নিয়োগ, প্রসিকিউশন গঠন, তদন্ত পরিচালনা ও আইনজীবী নিয়োগ সবকিছুই এই সরকার করেছে। অথচ ট্র্যাইবুনালের একটি রায়ের বিরুদ্ধে যে বিক্ষোভের আয়োজন করা হয়, সরকার তার সঙ্গেও একাত্মতা ঘোষণা করে। শাহবাগের বিক্ষোভ সমাবেশ থেকে প্রতিটি অভিযুক্তকে ফাঁসি দেওয়ার যে দাবি জানানো হয় প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে তার প্রতি শুধু সমর্থনই ব্যক্ত করেননি বরং ট্র্যাইবুনালের বিচারকদের প্রতি বিক্ষোভকারীদের দাবি বিবেচনায় রেখে রায় দেওয়ার আহ্বান জানান।



কোনো সভ্য ও গণতান্ত্রিক রাষ্ট্রে এ ধরণের ঘটনা নজিরবিহীন। এইসব ঘটনার মাধ্যমে ন্যায়বিচারের সর্বশেষ আশাটুকুও সম্পূর্ণ তিরোহিত হয়ে যায়। এমন পরিস্থিতিতে ট্র্যাইবুনালের কোনো বিচারকের পক্ষেই স্বাধীন এবং নিরপেক্ষভাবে বিচার কার্য্য পরিচালনা কিংবা রায় দেয়া সম্ভব নয়। তাই এই ট্র্যাইবুনালের যে-কোনো রায়ই এখন প্রশ্নবিদ্ধ হয়ে থাকবে।



আমরা স্পষ্ট করে বলতে চাই যে, সরকার বিচার প্রক্রিয়ার উপর চাপ প্রয়োগের উদ্দেশ্যেই ন্যায়বিচারের পরিবেশ ধ্বংস করে দিয়েছে। শুধু তাই নয় তারা জনগোষ্ঠীকে বিভক্ত করে এক ভয়ংকর সংঘাত ও সহিংসতার পরিবেশ সৃষ্টি করেছে। প্রতিটি নাগরিক আজ উৎকণ্ঠিত। সকলের নিরাপত্তা আজ বিপন্ন। এই অনৈক্য ও সংঘাত আমাদের জাতীয় নিরাপত্তাকেও আজ গুরুতর হুমকির মুখে ঠেলে দিয়েছে।





এই ভয়াবহ পরিস্থিতির সৃষ্টির সমস্ত দায়-দায়িত্ব এই সরকারকেই বহন করতে হবে।



বিচার প্রক্রিয়ার ওপর বিক্ষোভের চাপ প্রয়োগকে সমর্থন করে, জাতিকে বিভক্ত করে সংঘাতের পথে ঠেলে দিয়ে এবং নিজের দেশের নাগরিকদের ওপর বর্বর হত্যাকা-চালিয়ে এই সরকার ক্ষমতায় থাকার সকল নৈতিক অধিকার হারিয়ে ফেলেছে। তারা ক্ষমতায় থাকলে দেশ আরো ভয়ংকর বিপর্যয়ে দিকে ধাবিত হবে। সে কারণে আমরা অনতিবিলম্বে এই রক্তপিপাসু খুনী সরকারের পদত্যাগ দাবি করছি।



জনগণের গণতান্ত্রিক আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করার হীন উদ্দেশ্যে সরকার ইতিমধ্যেই পরিকল্পিতভাবে ধর্মীয় সংখ্যালঘুদের বাড়ি-ঘরে আক্রমণ চালিয়ে দেশে বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি ধ্বংসের অপচেষ্টা চালাচ্ছে।



এরা একই উদ্দেশ্যে শান্তিপ্রিয় বৌদ্ধধর্মাবলম্বীদের উপরও হামলা চালিয়েছিল। আমি সরকারকে এমন আত্মঘাতি ষড়যন্ত্র থেকে বিরত হওয়ার পরামর্শ দিচ্ছি। দেশবাসীকে আমি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের যে কোন অপচেষ্টার বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি।



আমি গণমাধ্যমে কর্মরত সাংবাদিক ভাইবোনদের প্রতি আহ্বান জানাই, অতীতে স্বাধীনতা, গণতন্ত্র ও জনগণের স্বার্থ রক্ষায় আপনারা যেমন সোচ্চার ভূমিকা পালন করেছিলেন আজ দেশ ও জাতির এই দুঃসময়ে ঠিক সেভাবেই জনগণের প্রকৃত আশা-আকাঙ্খা ও সংগ্রামকে প্রচার ও প্রকাশ করে চলমান গণতান্ত্রিক সংগ্রামে অংশ নিন।



আমরা শান্তির পক্ষে। আমরা সংঘাত-সংঘর্ষ-হানাহানির বিপক্ষে। আমরা গণতন্ত্র ও ন্যায়বিচারের পক্ষে। দলমত নির্বিশেষে প্রতিটি নাগরিকের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার পক্ষে আমাদের দৃঢ় অবস্থান। কাজেই সরকার যে ভয়াবহ অবস্থার দিকে দেশকে ঠেলে দিচ্ছে, গণহত্যায় মেতে উঠেছে, তাতে দেশের দায়িত্বশীল সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসাবে আমরা নিশ্চুপ দর্শক হয়ে থাকতে পারি না। আমি সারা দেশের শান্তিপ্রিয় মানুষকে এই সরকারের ঘৃণ্য ও গণবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে সচেতন ও সোচ্চার হবার আহ্বান জানাচ্ছি। উদাত্ত্ব আহ্বান জানাচ্ছি, যে-কোনো মূল্যে জাতীয় ঐক্য ও সংহতি বজায় রাখার জন্য। আমি দেশবাসীকে এই সংকটের মুহূর্তে রাজপথে নেমে আসার ডাক দিচ্ছি। আগামীকাল শনিবার ঢাকার নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিকাল তিনটায় প্রতিবাদ মিছিল হবে। একই সঙ্গে একই সময়ে সারা দেশে মহানগর ও জেলা সদরগুলোতে বের হবে প্রতিবাদ মিছিল। সরকারি সন্ত্রাস ও গণহত্যার প্রতিবাদে আয়োজিত এইসব মিছিলে আমি সকলকে শরীক হবার আহ্বান জানাচ্ছি। সরকারের দুর্নীতি, দুঃশাসন, নির্যাতন, নিপীড়ন ও গণহত্যার প্রতিবাদে আগামী ৫ মার্চ মঙ্গলবার সারাদেশে সকাল-সন্ধ্যা সর্বাত্মক হরতাল পালনের জন্য আমি দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।



আমি সরকার ও প্রশাসনকে বলবো, জনগণের শান্তিপূর্ণ প্রতিবাদ-বিক্ষোভে কোনো বাধা সৃষ্টির চেষ্টা করবেন না। আমি বলবো, আর একটি গুলিও যেন চালানো না হয়। জুলুম-নির্যাতনের পথ বেছে নিলে আমরা জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবো।



প্রিয় সাংবাদিক বন্ধুগণ,

আপনারা জানেন, এই সরকার সম্পূর্ণ ব্যর্থ সরকার। অযোগ্যতা, সন্ত্রাস ও নৃসংশতায় তারা নিজেদের অতীত রেকর্ডও এবার ভঙ্গ করেছে। এরা সম্পূর্ণ গণবিচ্ছিন্ন হয়ে পড়েছে। ছলে-বলে-কলে-কৌশলে প্রচার মাধ্যমকে নিয়ন্ত্রণ করে এরা প্রকৃত জনমতকে আড়াল করতে চাইছে। কিন্তু প্রকৃত অবস্থা তারা নিজেরাও জানে। তাই ক্ষমতায় থেকে নির্বাচনী প্রহসন করে আবার গদিতে বসতে চায়।



নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের গণদাবি, জাতীয় সংকট এবং তাদের সীমাহীন ব্যর্থতা ও দুর্নীতি থেকে জনগণের দৃষ্টিকে ভিন্নখাতে প্রবাহিত করার অসৎ উদ্দেশ্যে তারা দেশকে চরম অনিশ্চয়তা ও অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে।



গুম, খুন, সন্ত্রাস, গণহত্যা, হামলা-মামলা ও মিথ্যাচারের আশ্রয় গ্রহণ করেছে।



আমরা আমাদের প্রিয় মাতৃভূমিকে, রক্তার্জিত গণতন্ত্রকে এভাবে ধ্বংস হতে দিতে পারি না।



তাই সব ধর্মমতের এবং পাহাড় ও সমতলবাসী প্রতিটি গণতন্ত্রকামী দেশপ্রেমিক নাগরিকের প্রতি আমার আহ্বান, দল-মত-শ্রেণী-পেশা নির্বিশেষে সকলে মিলে আসুন দেশ বাঁচাই, মানুষ বাঁচাই।



আসুন, ফ্যাসিবাদকে মোকাবিলা করে মহান মুক্তিযুদ্ধের সুবর্ণ ফসল গণতন্ত্রকে রক্ষা করি।



জনগণের জানমালের হেফাজত করি।



মানুষের ধর্মীয় অনুভূতিকে শ্রদ্ধা জানাই।



জাতীয় ঐক্য, সার্বভৌমত্ব, নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করি।



আপনাদের সকলকে ধন্যবাদ।



আল্লাহ হাফেজ, বাংলাদেশ-জিন্দাবাদ।

মন্তব্য ৬৩ টি রেটিং +১২/-০

মন্তব্য (৬৩) মন্তব্য লিখুন

১| ০১ লা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ল্যাও ঠ্যালা! মাঠ তো বলের বাইরে! B:-) B:-)


ছিঃ খালেদা জিয়া! ধিক্কার!!! ধিক্কার!!! ধিক্কার!!!


R.I.P. BNP দি আলটিমেট ছাগিয়তাবাদি। X( X( X( X(

০২ রা মার্চ, ২০১৩ রাত ২:৩৫

যাকরিয়া ইবনে ইউসুফ বলেছেন: ভাই নিশ্চয়ই জনগণ সকল ক্ষমতার উৎস। আপনার মতামতের জন্য ধন্যবাদ।

২| ০১ লা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪১

অপূর্ণ রায়হান বলেছেন: বিএনপি'র গুলশান কার্যালয়ে বেগম খালেদা জিয়া শুক্রবার বিকেল ৫:৩০ সংবাদ সম্মেলনে বলেন "ঘ্যান ঘ্যান ঘ্যান ঘ্যান, প্যান প্যান প্যান প্যান, ঘ্যান ঘ্যান ঘ্যান ঘ্যান, প্যান প্যান প্যান প্যান, ঘ্যান ঘ্যান ঘ্যান ঘ্যান, প্যান প্যান প্যান প্যান, ঘ্যান ঘ্যান ঘ্যান ঘ্যান, প্যান প্যান প্যান প্যান, ঘ্যান ঘ্যান ঘ্যান ঘ্যান, প্যান প্যান প্যান প্যান, ঘ্যান ঘ্যান ঘ্যান ঘ্যান, প্যান প্যান প্যান প্যান, ঘ্যান ঘ্যান ঘ্যান ঘ্যান, প্যান প্যান প্যান প্যান, ঘ্যান ঘ্যান ঘ্যান ঘ্যান, প্যান প্যান প্যান প্যান, ঘ্যান ঘ্যান ঘ্যান ঘ্যান, প্যান প্যান প্যান প্যান, ঘ্যান ঘ্যান ঘ্যান ঘ্যান, প্যান প্যান প্যান প্যান"

তিনি বক্তব্যে আরো বলেন "আমরা আসলে জামাত! মঙ্গলবার হরতাল।"

courtesy~Triesha Samira

০২ রা মার্চ, ২০১৩ রাত ২:৩৫

যাকরিয়া ইবনে ইউসুফ বলেছেন: ভাই নিশ্চয়ই জনগণ সকল ক্ষমতার উৎস। আপনার মতামতের জন্য ধন্যবাদ।

৩| ০১ লা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪২

মুহম্মদ আতিক হাসান বলেছেন: খালেধা একটা নব্য রজাকারনী।

০২ রা মার্চ, ২০১৩ রাত ২:৩৬

যাকরিয়া ইবনে ইউসুফ বলেছেন: ভাই নিশ্চয়ই জনগণ সকল ক্ষমতার উৎস। আপনার মতামতের জন্য ধন্যবাদ।

৪| ০১ লা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫

মোঃ মোসাদ্দেক হোসেন বলেছেন: what happent?????

৫| ০১ লা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৬

রিমন রনবীর বলেছেন: আজ থেকে খালেদা জিয়াকে ছুপা নয়, ছাগী উপাধীতে ভূষিত করা হল ;)


বক্তব্য সেইরাম হইছে :!> :!> :!> :!>

০২ রা মার্চ, ২০১৩ রাত ২:৩৭

যাকরিয়া ইবনে ইউসুফ বলেছেন: ভাই নিশ্চয়ই জনগণ সকল ক্ষমতার উৎস। আপনার মতামতের জন্য ধন্যবাদ।

৬| ০১ লা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫

হাসান মাহবুব বলেছেন: আমিও স্তম্ভিত!!!

০২ রা মার্চ, ২০১৩ রাত ২:৩৭

যাকরিয়া ইবনে ইউসুফ বলেছেন: ভাই নিশ্চয়ই জনগণ সকল ক্ষমতার উৎস। আপনার মতামতের জন্য ধন্যবাদ।

৭| ০১ লা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮

ফোনেটিক বলেছেন: খালেদা জিয়াকে, ধিক্কার!!!

০২ রা মার্চ, ২০১৩ রাত ২:৩৮

যাকরিয়া ইবনে ইউসুফ বলেছেন: ভাই নিশ্চয়ই জনগণ সকল ক্ষমতার উৎস। আপনার মতামতের জন্য ধন্যবাদ।

৮| ০১ লা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০০

সৈয়দ মোহাম্মদ আলী কিবর বলেছেন: কি বলব ? বলে কি কোন লাভ আছে ?

তবে একটি কথা, রাত যত গভির হয় প্রভাত তত কাছে আসে।

০২ রা মার্চ, ২০১৩ রাত ২:৩৮

যাকরিয়া ইবনে ইউসুফ বলেছেন: ভাই নিশ্চয়ই জনগণ সকল ক্ষমতার উৎস। আপনার মতামতের জন্য ধন্যবাদ।

৯| ০১ লা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০১

মুনতাশীর বলেছেন: খালেদা জিয়াকে অভিনন্দন।

০২ রা মার্চ, ২০১৩ রাত ২:৩৮

যাকরিয়া ইবনে ইউসুফ বলেছেন: ভাই নিশ্চয়ই জনগণ সকল ক্ষমতার উৎস। আপনার মতামতের জন্য ধন্যবাদ।

১০| ০১ লা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১২

পীর বাবা বল িছ বলেছেন: এত দিন নৈতিক সমর্থন ছিল এবার মেডাম শারীরিক সমর্থন দিলো----------- গেম ওভা

০২ রা মার্চ, ২০১৩ রাত ২:৩৮

যাকরিয়া ইবনে ইউসুফ বলেছেন: ভাই নিশ্চয়ই জনগণ সকল ক্ষমতার উৎস। আপনার মতামতের জন্য ধন্যবাদ।

১১| ০১ লা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৪

জীবনকেসি বলেছেন: রাত যত গভির হয় প্রভাত তত কাছে আসে।

০২ রা মার্চ, ২০১৩ রাত ২:৩৮

যাকরিয়া ইবনে ইউসুফ বলেছেন: ভাই নিশ্চয়ই জনগণ সকল ক্ষমতার উৎস। আপনার মতামতের জন্য ধন্যবাদ।

১২| ০১ লা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৫

উলাম বলেছেন: বলেছেন: ব্লা ব্লাব্লা ব্লাব্লা ব্লাব্লা ব্লাব্লা ব্লাব্লা ব্লাব্লা ব্লাব্লা ব্লাব্লা ব্লাব্লা ব্লাব্লা ব্লাব্লা ব্লাব্লা ব্লাব্লা ব্লাব্লা ব্লাব্লা ব্লাব্লা ব্লাব্লা ব্লাব্লা ব্লাব্লা ব্লাব্লা ব্লাব্লা ব্লাব্লা ব্লাব্লা ব্লাব্লা ব্লাব্লা ব্লাব্লা ব্লাব্লা ব্লাব্লা ব্লাব্লা ব্লাব্লা ব্লাব্লা ব্লাব্লা ব্লাব্লা ব্লাব্লা ব্লাব্লা ব্লাব্লা ব্লাব্লা ব্লাব্লা ব্লাব্লা ব্লাব্লা ব্লাব্লা ব্লাব্লা ব্লাব্লা ব্লাব্লা ব্লাব্লা ব্লাব্লা ব্লাব্লা ব্লাব্লা ব্লাব্লা ব্লাব্লা ব্লাব্লা ব্লাব্লা ব্লাব্লা ব্লাব্লা ব্লাব্লা ব্লাব্লা

মেশিনম্যান সাইদীর ফাশির রায়ের বিরুদ্ধে হরতাল।

০২ রা মার্চ, ২০১৩ রাত ২:৩৯

যাকরিয়া ইবনে ইউসুফ বলেছেন: ভাই নিশ্চয়ই জনগণ সকল ক্ষমতার উৎস। আপনার মতামতের জন্য ধন্যবাদ।

১৩| ০১ লা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৭

aniruddho007 বলেছেন: কন্ঠ ছিল কাঁদো কাঁদো (মেশিনের শোকে কাতর)..........যদিও মেকাপে চেহারা চকচকে... ছাগী সংস্থার নেত্রী মনে হচ্ছিল......

০২ রা মার্চ, ২০১৩ রাত ২:৩৯

যাকরিয়া ইবনে ইউসুফ বলেছেন: ভাই নিশ্চয়ই জনগণ সকল ক্ষমতার উৎস। আপনার মতামতের জন্য ধন্যবাদ।

১৪| ০১ লা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪০

মো ঃ আবু সাঈদ বলেছেন: যত বিপর্যই আসুক সত্য কথা বলা উচিত....

একদিন সত্যের জয় হবেই....

০২ রা মার্চ, ২০১৩ রাত ২:৩৯

যাকরিয়া ইবনে ইউসুফ বলেছেন: ভাই নিশ্চয়ই জনগণ সকল ক্ষমতার উৎস। আপনার মতামতের জন্য ধন্যবাদ।

১৫| ০১ লা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯

রামন বলেছেন:
এই বক্তব্যের পর খালেদার বি এন পির অধীনে দেশ পরিচালনা হওয়া আর হানাদার পাকিদের অধীনে নাগরিক হয়ে বেঁচে থাকা সমান কথা।

০২ রা মার্চ, ২০১৩ রাত ২:৩৯

যাকরিয়া ইবনে ইউসুফ বলেছেন: ভাই নিশ্চয়ই জনগণ সকল ক্ষমতার উৎস। আপনার মতামতের জন্য ধন্যবাদ।

১৬| ০১ লা মার্চ, ২০১৩ রাত ৮:২৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন। দেশের আপামর আম জনতার মনের কথাগুলোই বলেছেন তিনি।

আর সেই তিতা সত্যে অনেকেরই গাত্রদাহ শুরু হয়েছে দেখা যায়!!!!!!!!!!!!!!!!!!


আওয়ামী ভন্ডামীর মূখোশ খুলে দিয়েছেন ভদ্রোচিত ভাবে।

ভন্ডরা নিপাত যাক। গণতন্ত্র মুক্তি পাক।

০২ রা মার্চ, ২০১৩ রাত ২:৩৯

যাকরিয়া ইবনে ইউসুফ বলেছেন: ভাই নিশ্চয়ই জনগণ সকল ক্ষমতার উৎস। আপনার মতামতের জন্য ধন্যবাদ।

১৭| ০১ লা মার্চ, ২০১৩ রাত ৯:১৬

হাসান মাহবুব বলেছেন: বিদ্রোহী ভৃগু আইসা ল্যাদায়া গ্যালো। আবে হালা চোখে দেহস না মানুষের প্রতিক্রিয়া? এখানের সবাই ভন্ড আর দালাল? বেকুব কুনহানকার!

০২ রা মার্চ, ২০১৩ রাত ২:৪০

যাকরিয়া ইবনে ইউসুফ বলেছেন: ভাই নিশ্চয়ই জনগণ সকল ক্ষমতার উৎস। আপনার মতামতের জন্য ধন্যবাদ।

১৮| ০১ লা মার্চ, ২০১৩ রাত ১১:২৬

jotejoy বলেছেন: খালেদা জিয়াকে অভিনন্দন।

০২ রা মার্চ, ২০১৩ রাত ২:৪০

যাকরিয়া ইবনে ইউসুফ বলেছেন: ভাই নিশ্চয়ই জনগণ সকল ক্ষমতার উৎস। আপনার মতামতের জন্য ধন্যবাদ।

১৯| ০১ লা মার্চ, ২০১৩ রাত ১১:২৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: আবে হালা একেচোখে দেহস ক্য....

পুলীশ রেব আর সরকারের পাহারায় থাইকা জনতার প্রতিক্রিয়া!!!!!!


আয়না শাহবাগ ছাইড়া..... সরকারের দালালীর পিরহান ছাইড়া

মাঠে ময়দানে আমজনতার মাঝখানে....

কে কতক্ষন টিকে?

আম মুসল্লিদের উপর এইরকম অত্যচার আর তোমাগো জামাই আদরে পাহারা দেয়!! ঘটনাটা কি?

গণতন্ত্রই যদি থাকব- দাও না তাদের সমাবেশ করতে। এত ভয় কেন? কেন এত জুলুম!!!

জামাতিগোরে তো বাদই দিলাম- সমমনা ১২ দলের কি দোষ ছিল?

বিএনপি কেন খাড়াইতে পারে না -!

কইবা হিম্মতের কথা- আরে এই আকামটাইতো চাইতাছে পরাশক্তি- আরেক সিরিয়া বানানোর.....

বিএনপি খালি নামলেই যা বাস্ত হয়ে যায়- তাইতো মাটি কামড় দিয়া চুপ কইরা সইতাছে দেশের দিকে চাইয়া!!!

দিন যাক। দিন শেষে ইতিহাসের কষ্টি পাথরে যখন সত্য বেরুবে- যতখন দেখা যাবে বাঁশের চেয়ে কঞ্চি বড়রা ঠিক না আম জনতার গণরায় ঠিক।

ততক্ষন চালায় যাও। সরকারের তেল মবিলে, তার পাহারায়!! তার আচলে বইসা বিপ্লবি ভাব নেওয়া-- আহা কি মধূ মধূ!!!!!!!!!!!!!!!!!

প্রকৃত শহীদ বিপ্লবীরা দেখলে আবার সুইসাইড খাইব!!!!!!!!!

২০| ০১ লা মার্চ, ২০১৩ রাত ১১:৩২

রুদ্র মানব বলেছেন: বিএনপি'র গুলশান কার্যালয়ে বেগম খালেদা জিয়া শুক্রবার বিকেল ৫:৩০ সংবাদ সম্মেলনে বলেন "ঘ্যান ঘ্যান ঘ্যান ঘ্যান, প্যান প্যান প্যান প্যান, ঘ্যান ঘ্যান ঘ্যান ঘ্যান, প্যান প্যান প্যান প্যান, ঘ্যান ঘ্যান ঘ্যান ঘ্যান, প্যান প্যান প্যান প্যান, ঘ্যান ঘ্যান ঘ্যান ঘ্যান, প্যান প্যান প্যান প্যান, ঘ্যান ঘ্যান ঘ্যান ঘ্যান, প্যান প্যান প্যান প্যান, ঘ্যান ঘ্যান ঘ্যান ঘ্যান, প্যান প্যান প্যান প্যান, ঘ্যান ঘ্যান ঘ্যান ঘ্যান, প্যান প্যান প্যান প্যান, ঘ্যান ঘ্যান ঘ্যান ঘ্যান, প্যান প্যান প্যান প্যান, ঘ্যান ঘ্যান ঘ্যান ঘ্যান, প্যান প্যান প্যান প্যান, ঘ্যান ঘ্যান ঘ্যান ঘ্যান, প্যান প্যান প্যান প্যান"

তিনি বক্তব্যে আরো বলেন "আমরা আসলে জামাত! মঙ্গলবার হরতাল।"
courtesy~Triesha Samira

০২ রা মার্চ, ২০১৩ রাত ২:৪০

যাকরিয়া ইবনে ইউসুফ বলেছেন: ভাই নিশ্চয়ই জনগণ সকল ক্ষমতার উৎস। আপনার মতামতের জন্য ধন্যবাদ।

২১| ০১ লা মার্চ, ২০১৩ রাত ১১:৩২

htusar বলেছেন: আসলে হইসে কি, উনার প্রিয় ম্যাশিনম্যানের ম্যাশিন লটকাই গেসে; এই শোকে উনার মাথা নষ্ট হয়ে গেসে।

০২ রা মার্চ, ২০১৩ রাত ২:৪০

যাকরিয়া ইবনে ইউসুফ বলেছেন: ভাই নিশ্চয়ই জনগণ সকল ক্ষমতার উৎস। আপনার মতামতের জন্য ধন্যবাদ।

২২| ০১ লা মার্চ, ২০১৩ রাত ১১:৩৬

আবু শরীফ মাহমুদ খান বলেছেন: জ্বলে ভাইরে জ্বলে

০২ রা মার্চ, ২০১৩ রাত ২:৪০

যাকরিয়া ইবনে ইউসুফ বলেছেন: ভাই নিশ্চয়ই জনগণ সকল ক্ষমতার উৎস। আপনার মতামতের জন্য ধন্যবাদ।

২৩| ০২ রা মার্চ, ২০১৩ রাত ১২:৪৭

আহসান আরিয়ান বলেছেন: মেক এ লিস্‌ট অব ২ ক্রোর এ্যান্‌ড কিল'দেম অল! হোয়াট ডু ইউ থিংক গাইজ? বাংলাদেশ 'রাজাকার/শিবির/যুদ্‌ধাপরাধী' মুক্‌তো হয়ে যাবে! উই অল ক্যান মেক এ লট অব ফান টুগেদার...!

০২ রা মার্চ, ২০১৩ রাত ২:৪১

যাকরিয়া ইবনে ইউসুফ বলেছেন: ভাই নিশ্চয়ই জনগণ সকল ক্ষমতার উৎস। আপনার মতামতের জন্য ধন্যবাদ।

২৪| ০২ রা মার্চ, ২০১৩ রাত ২:৪৪

যাকরিয়া ইবনে ইউসুফ বলেছেন: ভাইয়েরা,
আমরা সবাই একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জনগণ। অবশ্যই আমাদের মতপ্রকাশের অধিকার আছে আমরা করেছিও।
আমি একটি কথাই বলবো জনগণই সকল ক্ষমতার উৎস।
কাজেই চিন্তার কোন কারণ নেই সময় আসবে।

২৫| ০২ রা মার্চ, ২০১৩ রাত ৩:৩৮

কাজী মামুনহোসেন বলেছেন: জামায়াতের মহিলা নায়েবে আমির এর কাছ চাইতে আর কেমন ভাল মন্তব্য আশা করা যায় ?

২৬| ০২ রা মার্চ, ২০১৩ সকাল ৯:২২

জ্ঞাতিবৈর বলেছেন: ছাত্রদলের একজন আফসুস করে বলল, তারেক জিয়া থাকলে এরকম করুন অবস্থা হতোনা বিএনপির। তার কথায়,"তারেক জিয়ার নির্দেশ ছিলো, নির্বাচনের প্রয়োজনে জোট করলেও শিবিরের ব্যাপারে কোন ছাড় নয়, এদের প্রতিরোধ করতে হবে"। সে আরও বলল যে শিবিরের সাথে দলের নির্দেশনা থাকার পরও ছাত্রদল তাদের সাথে কোন জোট করে নি, এবং এখনও শাহাবাগ আন্দোলন নিয়ে তারা কোন মন্তব্য করে নাই; বরং অনেকে এই আন্দোলনের সাথে একাত্ব হয়ে মাঠে কাজ করছে।

দেখাযাক, দলের স্বীদ্ধান্তে ছাত্রদল কি ভুমিকা নেয়

২৭| ০২ রা মার্চ, ২০১৩ সকাল ৯:৩০

দায়িত্ববান নাগরিক বলেছেন: বিএনপি'র গুলশান কার্যালয়ে বেগম খালেদা জিয়া শুক্রবার বিকেল ৫:৩০ সংবাদ সম্মেলনে বলেন "ঘ্যান ঘ্যান ঘ্যান ঘ্যান, প্যান প্যান প্যান প্যান, ঘ্যান ঘ্যান ঘ্যান ঘ্যান, প্যান প্যান প্যান প্যান, ঘ্যান ঘ্যান ঘ্যান ঘ্যান, প্যান প্যান প্যান প্যান, ঘ্যান ঘ্যান ঘ্যান ঘ্যান, প্যান প্যান প্যান প্যান, ঘ্যান ঘ্যান ঘ্যান ঘ্যান, প্যান প্যান প্যান প্যান, ঘ্যান ঘ্যান ঘ্যান ঘ্যান, প্যান প্যান প্যান প্যান, ঘ্যান ঘ্যান ঘ্যান ঘ্যান, প্যান প্যান প্যান প্যান, ঘ্যান ঘ্যান ঘ্যান ঘ্যান, প্যান প্যান প্যান প্যান, ঘ্যান ঘ্যান ঘ্যান ঘ্যান, প্যান প্যান প্যান প্যান, ঘ্যান ঘ্যান ঘ্যান ঘ্যান, প্যান প্যান প্যান প্যান"

তিনি বক্তব্যে আরো বলেন "আমরা আসলে জামাত! মঙ্গলবার হরতাল।"

২৮| ০২ রা মার্চ, ২০১৩ সকাল ১০:৪৬

রমিত বলেছেন: গতকাল টিভিতে পুরো বক্তব্য শুনতে পাইনি।
আপনার পোস্টের কল্যাণে পুরোটা পড়তে পারলাম। আপনাকে ধন্যবাদ।

০২ রা মার্চ, ২০১৩ রাত ৯:৪৪

যাকরিয়া ইবনে ইউসুফ বলেছেন: ধন্যবাদ

০২ রা মার্চ, ২০১৩ রাত ৯:৪৪

যাকরিয়া ইবনে ইউসুফ বলেছেন: ধন্যবাদ

২৯| ০২ রা মার্চ, ২০১৩ সকাল ১০:৪৭

রমিত বলেছেন: Click This Link

প্রেমে দ্রোহে গর্জে ওঠা সৈনিক আজ নিথর নীরব

৩০| ০২ রা মার্চ, ২০১৩ দুপুর ১২:০৯

এ্যাডভোকেট ইয়াসিন বলেছেন: বিএনপি'র গুলশান কার্যালয়ে বেগম খালেদা জিয়া শুক্রবার বিকেল ৫:৩০ সংবাদ সম্মেলনে বলেন "ঘ্যান ঘ্যান ঘ্যান ঘ্যান, প্যান প্যান প্যান প্যান, ঘ্যান ঘ্যান ঘ্যান ঘ্যান, প্যান প্যান প্যান প্যান, ঘ্যান ঘ্যান ঘ্যান ঘ্যান, প্যান প্যান প্যান প্যান, ঘ্যান ঘ্যান ঘ্যান ঘ্যান, প্যান প্যান প্যান প্যান, ঘ্যান ঘ্যান ঘ্যান ঘ্যান, প্যান প্যান প্যান প্যান, ঘ্যান ঘ্যান ঘ্যান ঘ্যান, প্যান প্যান প্যান প্যান, ঘ্যান ঘ্যান ঘ্যান ঘ্যান, প্যান প্যান প্যান প্যান, ঘ্যান ঘ্যান ঘ্যান ঘ্যান, প্যান প্যান প্যান প্যান, ঘ্যান ঘ্যান ঘ্যান ঘ্যান, প্যান প্যান প্যান প্যান, ঘ্যান ঘ্যান ঘ্যান ঘ্যান, প্যান প্যান প্যান প্যান"

তিনি আরো বলেন -
"ঘ্যান ঘ্যান ঘ্যান ঘ্যান, প্যান প্যান প্যান প্যান, ঘ্যান ঘ্যান ঘ্যান ঘ্যান, প্যান প্যান প্যান প্যান, ঘ্যান ঘ্যান ঘ্যান ঘ্যান, প্যান প্যান প্যান প্যান, ঘ্যান ঘ্যান ঘ্যান ঘ্যান, প্যান প্যান প্যান প্যান, ঘ্যান ঘ্যান ঘ্যান ঘ্যান, প্যান প্যান প্যান প্যান, ঘ্যান ঘ্যান ঘ্যান ঘ্যান, প্যান প্যান প্যান প্যান, ঘ্যান ঘ্যান ঘ্যান ঘ্যান, প্যান প্যান প্যান প্যান, ঘ্যান ঘ্যান ঘ্যান ঘ্যান, প্যান প্যান প্যান প্যান, ঘ্যান ঘ্যান ঘ্যান ঘ্যান, প্যান প্যান প্যান প্যান, ঘ্যান ঘ্যান ঘ্যান ঘ্যান, প্যান প্যান প্যান প্যান"

তিনি আরো বলেন -
"ঘ্যান ঘ্যান ঘ্যান ঘ্যান, প্যান প্যান প্যান প্যান, ঘ্যান ঘ্যান ঘ্যান ঘ্যান, প্যান প্যান প্যান প্যান, ঘ্যান ঘ্যান ঘ্যান ঘ্যান, প্যান প্যান প্যান প্যান, ঘ্যান ঘ্যান ঘ্যান ঘ্যান, প্যান প্যান প্যান প্যান, ঘ্যান ঘ্যান ঘ্যান ঘ্যান, প্যান প্যান প্যান প্যান, ঘ্যান ঘ্যান ঘ্যান ঘ্যান, প্যান প্যান প্যান প্যান, ঘ্যান ঘ্যান ঘ্যান ঘ্যান, প্যান প্যান প্যান প্যান, ঘ্যান ঘ্যান ঘ্যান ঘ্যান, প্যান প্যান প্যান প্যান, ঘ্যান ঘ্যান ঘ্যান ঘ্যান, প্যান প্যান প্যান প্যান, ঘ্যান ঘ্যান ঘ্যান ঘ্যান, প্যান প্যান প্যান প্যান"

তিনি আরো বলেন -
"ঘ্যান ঘ্যান ঘ্যান ঘ্যান, প্যান প্যান প্যান প্যান, ঘ্যান ঘ্যান ঘ্যান ঘ্যান, প্যান প্যান প্যান প্যান, ঘ্যান ঘ্যান ঘ্যান ঘ্যান, প্যান প্যান প্যান প্যান, ঘ্যান ঘ্যান ঘ্যান ঘ্যান, প্যান প্যান প্যান প্যান, ঘ্যান ঘ্যান ঘ্যান ঘ্যান, প্যান প্যান প্যান প্যান, ঘ্যান ঘ্যান ঘ্যান ঘ্যান, প্যান প্যান প্যান প্যান, ঘ্যান ঘ্যান ঘ্যান ঘ্যান, প্যান প্যান প্যান প্যান, ঘ্যান ঘ্যান ঘ্যান ঘ্যান, প্যান প্যান প্যান প্যান, ঘ্যান ঘ্যান ঘ্যান ঘ্যান, প্যান প্যান প্যান প্যান, ঘ্যান ঘ্যান ঘ্যান ঘ্যান, প্যান প্যান প্যান প্যান"

তিনি আরো বলেন -
"ঘ্যান ঘ্যান ঘ্যান ঘ্যান, প্যান প্যান প্যান প্যান, ঘ্যান ঘ্যান ঘ্যান ঘ্যান, প্যান প্যান প্যান প্যান, ঘ্যান ঘ্যান ঘ্যান ঘ্যান, প্যান প্যান প্যান প্যান, ঘ্যান ঘ্যান ঘ্যান ঘ্যান, প্যান প্যান প্যান প্যান, ঘ্যান ঘ্যান ঘ্যান ঘ্যান, প্যান প্যান প্যান প্যান, ঘ্যান ঘ্যান ঘ্যান ঘ্যান, প্যান প্যান প্যান প্যান, ঘ্যান ঘ্যান ঘ্যান ঘ্যান, প্যান প্যান প্যান প্যান, ঘ্যান ঘ্যান ঘ্যান ঘ্যান, প্যান প্যান প্যান প্যান, ঘ্যান ঘ্যান ঘ্যান ঘ্যান, প্যান প্যান প্যান প্যান, ঘ্যান ঘ্যান ঘ্যান ঘ্যান, প্যান প্যান প্যান প্যান"

তিনি আরো বলেন -
"ঘ্যান ঘ্যান ঘ্যান ঘ্যান, প্যান প্যান প্যান প্যান, ঘ্যান ঘ্যান ঘ্যান ঘ্যান, প্যান প্যান প্যান প্যান, ঘ্যান ঘ্যান ঘ্যান ঘ্যান, প্যান প্যান প্যান প্যান, ঘ্যান ঘ্যান ঘ্যান ঘ্যান, প্যান প্যান প্যান প্যান, ঘ্যান ঘ্যান ঘ্যান ঘ্যান, প্যান প্যান প্যান প্যান, ঘ্যান ঘ্যান ঘ্যান ঘ্যান, প্যান প্যান প্যান প্যান, ঘ্যান ঘ্যান ঘ্যান ঘ্যান, প্যান প্যান প্যান প্যান, ঘ্যান ঘ্যান ঘ্যান ঘ্যান, প্যান প্যান প্যান প্যান, ঘ্যান ঘ্যান ঘ্যান ঘ্যান, প্যান প্যান প্যান প্যান, ঘ্যান ঘ্যান ঘ্যান ঘ্যান, প্যান প্যান প্যান প্যান"

তিনি আরো বলেন -
"ঘ্যান ঘ্যান ঘ্যান ঘ্যান, প্যান প্যান প্যান প্যান, ঘ্যান ঘ্যান ঘ্যান ঘ্যান, প্যান প্যান প্যান প্যান, ঘ্যান ঘ্যান ঘ্যান ঘ্যান, প্যান প্যান প্যান প্যান, ঘ্যান ঘ্যান ঘ্যান ঘ্যান, প্যান প্যান প্যান প্যান, ঘ্যান ঘ্যান ঘ্যান ঘ্যান, প্যান প্যান প্যান প্যান, ঘ্যান ঘ্যান ঘ্যান ঘ্যান, প্যান প্যান প্যান প্যান, ঘ্যান ঘ্যান ঘ্যান ঘ্যান, প্যান প্যান প্যান প্যান, ঘ্যান ঘ্যান ঘ্যান ঘ্যান, প্যান প্যান প্যান প্যান, ঘ্যান ঘ্যান ঘ্যান ঘ্যান, প্যান প্যান প্যান প্যান, ঘ্যান ঘ্যান ঘ্যান ঘ্যান, প্যান প্যান প্যান প্যান"


তিনি বক্তব্যে আরো বলেন "আমরা আসলে জামাত! মঙ্গলবার হরতাল।"

৩১| ০২ রা মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৬

আদম সুরত বলেছেন: হাসান মাহবুব: মানুষ কে? শাহবাগের বিরিয়ানি কলা খাওয়া আওয়ামী ভন্ড কয়েকজন না গ্রামে গঞ্জে জেগে উঠা লাখো জনতা। টের পাবা জাগরণ কাকে বলে।

অভিনন্দন খালেদা জিয়া। সো কলড গনজাগরণে বিভ্রান্ট না হয়ে সাধারণ জনতার পাশে দাঁড়ানোর জন্য

৩২| ০২ রা মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৮

একজন ঘূণপোকা বলেছেন: বিএনপি ধ্বংস হয়ে গেলে লীগের লোকজনদের খুশীতে বিরিয়ানী খাওয়ার কথা...সেইখানে তারা সবাই হায় আপচুস কইরা ব্লগ-ফেসবুক মাতাইতেছে ক্যান সেইটা একটা গভীর চিন্তার বিষয়...খালেদা জিয়া কি বলছে যেইটাতে জামাতিগো পক্ষে বিএনপি বিলীন হইয়া যাবার মাতম খুইজা পাইছে তারা??

৩৩| ০২ রা মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৯

ক্ষুধিত পাষাণ বলেছেন: দেশনেত্রী খালেদা জিয়াকে অভিনন্দন।

৩৪| ০২ রা মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৯

আদম সুরত বলেছেন: হাসান মাহবুব আবে হালা তোগো বিরিয়ানি শেষ নাকি? শাহবাগে ঘুঘু আর মানুষের গু দেখা যায় খালি....
পুলিশের প্রহরায় বিপ্লব । হাহাহাহা। মহাবীর দূর্বল সিং।
আওয়ামী বাম ভন্ডামীতে খালেদা জিয়া যায় নায় বলে সে রাজাকার।

আরে হোগার হাম্বালীগ তোরা তো আজীবনই খালেদা জিয়া কে এমনই বলে আসতেছিস। এ আর নতুন কি?

জাগো বাহে...........
বীর জনতা জাগো।
বাকশালের হাত থেকে দেশ বাঁচাও

৩৫| ০২ রা মার্চ, ২০১৩ দুপুর ২:৪৩

প্রকৌশলী রিয়াদ হাসান চৌধুরী বলেছেন: খালেদার বিকারগ্রস্থ মস্তিস্কের সুস্থতা কামনা করি ... সকলে বলুন আমিন।

৩৬| ০২ রা মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৯

দরিদ্র তারা বলেছেন: সিঙ্গাপুরের ডাক্তার বলছে হে পুরা পাগল হয়ে গেছে তার চিকিতসা হবে পাবনা ...

৩৭| ০২ রা মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৬

পিপাসুক বলেছেন: ম্যাডাম অবুঝ বাঙ্গীরে কয় তরমুজ !!

৩৮| ০২ রা মার্চ, ২০১৩ বিকাল ৫:২৮

স্পাইসিস্পাই001 বলেছেন: কি আর কমু.... মাত্রই চিকিৎসা নিয়ে এসেছে....

৩৯| ০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৬

সায়লা মাহিন বলেছেন: হায় রে বাঙ্গালী !!!!!!! ১৬ কোটি বাংলাদেশীর বেশিরভাগই বীকারগ্রস্থ ! যারা দুইবার নির্বাচিত প্রধানমন্ত্রী ও বর্তমান প্রধানমন্ত্রীকে অশালীন ভাষায় গালি দিচ্ছে এরা আসলে মাদার__.। এদের জন্মের ঠিক নাই অথবা তাদের পিতামাতা শালীনতা শেখায় নাই । ডঃ মুঃ শহীদুল্লাহ্ বলছিলেন "যে অন্যের নেতাকে সম্মান করতে জানে না, সে নিজের নেতাকেও সম্মান করতে জানে না" । তোরা কি কোন দিনই মানুষ হবি না??? নিজের দেশের দুরাবস্থা আর নিজেদের জাতীয় নেতাদের অপমান মানে নিজের মা-বাবাকে জুতাপেটা করা । তোরা তো সেই খবিশ জাত যারা মীর জাফর, মীর সাদেক এর মুখোশধারী, যারা মহানবীর পথে কাঁটা বিছিয়ে দিয়ে দাড়িয়ে মজা দেখছিস, তোরা তাদেরই বংশধর । এর পর যে বা যারা গণজাগরনের কথা বলবে অথবা হরতালের পক্ষে কথা বলবে তারা শুকরের গু খাস । আমরা আম-জনতা গনজাগরন চাই না এবং স্পষ্টত আমরা হরতালও চাই না । দেশের মাতা হাসিনা ও খালেদা দুজনের কাছেই আমরা শুধু শান্তি চাই । এই মতামতের পর যারা হাসিনা ও খালেদা কারও প্রতি অশালীন কথা বলবে তারা জারজ সন্তান, তাদের জন্মের ঠিক নাই আর তারা দেশের ভালো চায় না ।

৪০| ১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:০১

ছোট গ্রাম বলেছেন: দরিদ্র তারা বলেছেন: সিঙ্গাপুরের ডাক্তার বলছে হে পুরা পাগল হয়ে গেছে তার চিকিতসা হবে পাবনা ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.