নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বীরেরা সত্য বলতে কখনোই কুন্ঠিত নন

আমি উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলতে চাই

যাকরিয়া ইবনে ইউসুফ

আমি ছোটবেলা থেকেই ভাল কিছু করে দেখাতে চাইতাম। স্পেশালি আমার দেশের জন্য... আমি ধান-শালিক আর মেঠোপথের এই বাংলাদেশকে খুব ভালবাসি। দেশের জন্য কিছু করার চেষ্টায় আমার নিরন্তর পথচলা। আমি বিশ্বাস করি চিরসবুজ বন্ধুত্বে। তাইতো আমি সবসময় বন্ধুসলভ, নির্মল বন্ধুত্বে না নেই। অতি কম সময়ের এ পৃথিবীতে আশেপাশে যারা আছেন যাদের সাঙ্গ করেই আমাদের পথচলা সেইসব প্রতিটি মানুষের সঙ্গে ভাতৃত্বের সম্পর্ক নষ্ট করতে খুবই অপছন্দ করি। প্রতিটি মানুষের ভেতরে লুকিয়ে থাকা ভালমানুষটিকে আমি সম্মান করি। প্রিয় রঙ সবুজ, নীল এবং এর বিভিন্ন শেড।

যাকরিয়া ইবনে ইউসুফ › বিস্তারিত পোস্টঃ

ক্যাপসুল খাওয়ানোর দিনে প্রকাশ হলো এটি নিরাপদ

১২ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩২

দেশব্যাপী প্রায় আড়াই কোটি শিশুকে প্রশ্নবিদ্ধ ভারতীয় প্রতিষ্ঠান অলিভ হেলথ কেয়ারের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর দিনে মুখ খুলেছে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান। মঙ্গলবার পরিবর্তন ডটকমকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০১৩-তে ব্যবহৃত ভিটামিন ‘এ’ মানসম্মত,জীবানুমুক্ত এবং নিরাপদ।

জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক ডা. মো এখলাসুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, “tuv/sud pte ltd নামক সিংগাপুরের ল্যাবরেটরীতে (who prequalified) পরীক্ষিত রিপোর্টে দেখা গেছে, ভিটামিন ‘এ’ ক্যাপসুলে ভিটামিন ‘এ’ ও ‘ই’ সঠিক মাত্রায় আছে এবং এইগুলি জীবাণুমুক্ত ও নিরাপদ।”

যদিও অভিযোগ উঠেছে যে, স্বাস্থ্য অধিদফতরের উচ্চপদস্থ কয়েকজন কর্মকর্তা 'বিতর্কিত' অলিভ ক্যাপসুলের পক্ষে দীর্ঘদিন ধরেই নানা ধরণের তদ্বির করে আসছেন। এমনকি, 'প্রশ্নবিদ্ধ' এই প্রতিষ্ঠানটি সম্পর্কে ন্যূনতম কোনো যাচাই-বাছাইও না করার অভিযোগ রয়েছে এসব কর্মকর্তার বিরুদ্ধে। এসব বিষয়ে স্বাস্থ্যমন্ত্রীর নীরব ভূমিকা নিয়েও প্রশ্ন তোলে সংশ্লিষ্ট একটি সূত্র।

বিস্তারিত

Click This Link

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১২ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪৭

রিয়াদরকস্ বলেছেন: আমি নিজে এই মাত্র আসলাম মিরপুর ২নং শিশু হাসপাতাল থেকে। বাচ্চা সকাল ১১ টায় অসুধ খেয়ে সারাদিন সুস্থ। কিন্তু সন্ধা থেকে এখন পর্যন্ত ৩ বার বমি হলো। হাসাপাতালে প্রায় ৫০ জন রোগী। সব একই অবস্থা। পাসে বাড়ীওয়ালার নাতী এবং একজন সহকর্মীর দুইজন বাচ্চা তাদের কিছুই হয় নি। হাসপাতালে মায়ে রা কান্নাকাটি করছে। খুব চিন্তায় আছি। ডাক্তার কোন উত্তর করছে না, নার্ভাস অনেক। বমির ঔষধ দিলো আর স্যালাইন খাওয়াতে বললো।

১২ ই মার্চ, ২০১৩ রাত ১০:১০

যাকরিয়া ইবনে ইউসুফ বলেছেন: ভাই, অসুস্থ হয়েছেন এমন কারো নামসহ যোগাযোগ করেন।
০১৬৭১৯০৭৩৩৭

২| ১২ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪৮

ফাহীম দেওয়ান বলেছেন: আপনাদের মতো লোকেরা যারা কিছু ভ্রান্ত অপপ্রচারে নাক মুখ বন্ধ করে দৌড়াতে থাকেন, তারা আগে কেন সোচ্চার হলেন না ?
সব যদি, কিন্তু, তবে, কেন, কিভাবে কালকে আর আজকেই আবিস্কার হলো ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.