নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বীরেরা সত্য বলতে কখনোই কুন্ঠিত নন

আমি উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলতে চাই

যাকরিয়া ইবনে ইউসুফ

আমি ছোটবেলা থেকেই ভাল কিছু করে দেখাতে চাইতাম। স্পেশালি আমার দেশের জন্য... আমি ধান-শালিক আর মেঠোপথের এই বাংলাদেশকে খুব ভালবাসি। দেশের জন্য কিছু করার চেষ্টায় আমার নিরন্তর পথচলা। আমি বিশ্বাস করি চিরসবুজ বন্ধুত্বে। তাইতো আমি সবসময় বন্ধুসলভ, নির্মল বন্ধুত্বে না নেই। অতি কম সময়ের এ পৃথিবীতে আশেপাশে যারা আছেন যাদের সাঙ্গ করেই আমাদের পথচলা সেইসব প্রতিটি মানুষের সঙ্গে ভাতৃত্বের সম্পর্ক নষ্ট করতে খুবই অপছন্দ করি। প্রতিটি মানুষের ভেতরে লুকিয়ে থাকা ভালমানুষটিকে আমি সম্মান করি। প্রিয় রঙ সবুজ, নীল এবং এর বিভিন্ন শেড।

যাকরিয়া ইবনে ইউসুফ › বিস্তারিত পোস্টঃ

খালেদা জিয়ার দেয়া বক্তব্যে ব্লগারদের তীব্র প্রতিক্রিয়া !

১৮ ই মার্চ, ২০১৩ রাত ৯:০০

মুন্সিগঞ্জে গত শুক্রবার বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া শাহবাগ আন্দোলন তথা তরুণ প্রজন্মের অহিংস গণআন্দোলন নিয়ে নানা মন্তব্য করেন। তিনি বলেন, এ আন্দোলন নিরপেক্ষ নয়। এটা নষ্ট লোকদের আন্দোলন। এ রকম আরো তীব্র সমালোচনা করে বেগম জিয়া বক্তব্য দেন। তার ওই বক্তব্যের পরই ব্লগ, ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রতিবাদের ঝড় ওঠে। প্রতিবাদী ব্লগাররা বেগম জিয়ার এমন বক্তব্যের তীব্র সমালোচনা করে স্ট্যাটাস ও মন্তব্য করেছেন। তারা পরিবর্তন ডটকমকেও তাদের ক্ষোভের কথা জানান।

খালেদা জিয়া মুন্সিগঞ্জে তার বক্তব্যে শাহবাগের গণজাগরণ মঞ্চের কঠোর সমালোচনা করে বলেন, “শাহবাগ আন্দোলন নিরপেক্ষ নয়। এটি নাস্তিকদের চত্বর। এখানে আওয়ামী লীগ ঘরানার নষ্ট লোকেরা থাকে। সেখানে ফাঁসি ফাঁসি করে লাফানো হয়। গান-বাজনা ও নানা অপকর্ম করা হয়। নাস্তিকেরা বিভিন্ন ধর্মের বিরুদ্ধে কথা বলে। অথচ বলা হয়, সেটি না কি তরুণ-যুবকদের মঞ্চ। বাংলাদেশের ১৬ কোটি মানুষের মধ্যে ৫ কোটি যুবক রয়েছে। এসব মঞ্চে তার একভাগ যুবকও নেই। শাহবাগের তরুণরা আইন-আদালত-বিচার মানে না। তারা সরকারও মানে না। এই নষ্ট ও নাস্তিক তরুণদের নিয়ে সরকার নিজেদের ব্যর্থতা ঢাকতে নানা অপকর্ম করছে। উদ্দেশ্য জনগণের দৃষ্টি ভিন্ন খাতে নিয়ে যাওয়া।”

বিস্তারিত

Click This Link

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ৯:১৮

আধার রাতের মুসাফির বলেছেন: সত্য কথা সব সময় তেতোই হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.