নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বীরেরা সত্য বলতে কখনোই কুন্ঠিত নন

আমি উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলতে চাই

যাকরিয়া ইবনে ইউসুফ

আমি ছোটবেলা থেকেই ভাল কিছু করে দেখাতে চাইতাম। স্পেশালি আমার দেশের জন্য... আমি ধান-শালিক আর মেঠোপথের এই বাংলাদেশকে খুব ভালবাসি। দেশের জন্য কিছু করার চেষ্টায় আমার নিরন্তর পথচলা। আমি বিশ্বাস করি চিরসবুজ বন্ধুত্বে। তাইতো আমি সবসময় বন্ধুসলভ, নির্মল বন্ধুত্বে না নেই। অতি কম সময়ের এ পৃথিবীতে আশেপাশে যারা আছেন যাদের সাঙ্গ করেই আমাদের পথচলা সেইসব প্রতিটি মানুষের সঙ্গে ভাতৃত্বের সম্পর্ক নষ্ট করতে খুবই অপছন্দ করি। প্রতিটি মানুষের ভেতরে লুকিয়ে থাকা ভালমানুষটিকে আমি সম্মান করি। প্রিয় রঙ সবুজ, নীল এবং এর বিভিন্ন শেড।

যাকরিয়া ইবনে ইউসুফ › বিস্তারিত পোস্টঃ

বউদের ধর্ষনে মারা গেলেন স্বামী!

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:২৪

নাইজেরিয়ায় এক ব্যবসায়ী তার পাঁচ বউয়ের দ্বারা ধর্ষিত হয়ে মারা গেছেন। হতভাগ্য এ ব্যক্তির নাম ইউরোকো ওনোজা। সে মোট ছয় জনকে বিয়ে করেছিলেন। তাদের সাথেই ঘর সংসার চালিয়ে যাচ্ছিলেন।





ওনোজা ঘটনার দিন সারারাত বাইরে পার্টিতে ছিলেন। তখন তার ছয় বউই তার সঙ্গ পেতে অপেক্ষা করছিলেন। ভোররাতে বাসায় ফিরে তিনি তার সবচেয়ে ছোট বউয়ের ঘরে যান। এতে তার বাকি পাঁচ বউ ক্ষিপ্ত হয়ে উঠেন। এসময় তারা লাঠি ও ছুরি নিয়ে তার বেড রুমে যান এবং তাদের সাথে মিলনের জন্য জোর করতে থাকেন।



তারপর ওনোজা একে একে চার বউয়ের সাথে মিলিত হতে বাধ্য হন। পঞ্চম বউয়ের সাথে মিলনের সময় তিনি দম বন্ধ হয়ে মারা যান।



এ ঘটনার পর পরই তার পাঁচ বউ পালানোর চেষ্টা করলে পুলিশ দুই জনকে আটক করে ফেলে। তাদের পাঁচ জনের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করা হয়েছে।

Click This Link

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:২৯

খেয়া ঘাট বলেছেন: দুনিয়াই কত বিচিত্র কাহিনী যে ঘটে। :(( :(( :(( :(( :(( :((

২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৪৮

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: আর কত কিছু শুনমু..........

৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৫৭

রাসেলহাসান বলেছেন: :-&

৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:১৩

সাউন্ডবক্স বলেছেন: কিছু হইল এইটা??

৫| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:০৪

স্নিগ্ধ শোভন বলেছেন: B:-) B:-) B:-) B:-)
ইন্টারেস্টিং নিউজ !!

৬| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:৫৪

শান্তির দেবদূত বলেছেন:
সোনার ডিম পাড়া হাঁসের গল্পের মত; সব একসাথে পাইতে গিয়া হাঁসই মাইরা ফালাইছে, বেকুবের দল।

৭| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৫:৩৬

খেয়া ঘাট বলেছেন: শান্তির দেবদূত বলেছেন:
সোনার ডিম পাড়া হাঁসের গল্পের মত; সব একসাথে পাইতে গিয়া হাঁসই মাইরা ফালাইছে, বেকুবের দল।
:) :D B-) ;) :( :(( X( :| X(( :-/ :P |-) :-< :> :|| :#> :!> B-)) 8-| #:-S :#) :-* /:) :-B B:-) :-P B:-/ :-& :-0 !:#P =p~

৮| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:০০

বটের ফল বলেছেন: ;) ;) ;) =p~ =p~ =p~ =p~ |-) |-) |-) |-)

৯| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫৮

মুহাই বলেছেন: খাইছেরে !!!!!!!!!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.