নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নারীদের নিয়ে লিখি , আমি সংসারের গল্প লিখি , সেই সংসার নদীর মতো , প্রমত্তা জলে দুকূল ভাসায় আবার নতুন স্বপ্ন দেখায় । আমার গল্পও তাই , আমি স্বপ্ন দেখি ভালো থাকার , আমি গল্প লিখি ভালোবাসার .।.।.।।।

জাকিয়া মৌ

দুরন্ত , দুর্বার.।.।

জাকিয়া মৌ › বিস্তারিত পোস্টঃ

অনুভুতি

২৪ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:১০

নিনাদ আমাকে প্রায়ই বলে - তিথি , তুমি এত অসাধারন একটা মেয়ে , অথচ কি হয়েছিল সত্যি বলবে ? কেন অয়নের সাথে সংসারটা হল না । " আমি প্রতি উত্তরে কি বলবো ভেবে পাই না । নিনাদের সাথে আমার সামনের সপ্তাহে বিয়ে , বিয়ের আগে শপিং এর জন্য ঘুরাঘুরি করছি । নিনাদের কথা বার্তা আচার আচরণে অদ্ভুত ভালোমানুষি আছে । তারপরও সে কেমন জানি দ্বিধায় আছে আমাকে নিয়ে , আমি বুঝি । সে আশা করছে আমি কিছু বলি , অয়ন নিয়ে এমন কিছু যা শুনলে মনে হবে সেই ছেলেটা খুব খারাপ ছিল , তিথির কোন দোষ নেই । আমি বলি না , কিচ্ছু না । কেন বলবো , তার সাথে সংসার করা হয়নি , তাই বলে তাকে কিভাবে দোষী করবো , দোষ তো আমারও ছিল । নিনাদ একটা সিগারেট ধরিয়ে বলল - তিথি তোমার সমস্যা হবে নাতো ধোঁয়ায় ? কথা দিলাম বিয়ের পর ছেড়ে দিব । আমি একটা মৃদু হাসি দিয়ে বললাম - আপনার জীবন , কি করবেন না করবেন পূর্ণ স্বাধীনতা আছে । সে অবাক হল , হয়ত আরেকটু কেয়ার প্রত্যাশা করেছিল । বাসায় ফিরতে বেশ রাত হল আমার , কাপড় চেঞ্জ করছিলাম , চোখ পরল গলার নিচের অংশে । একটা সিগারেট চেপে ধরার দাগ । হ্যা , এখানে একদিন দগদগে ঘা বানিয়ে ফেলেছিলাম , অয়নের হাত থেকে সিগারেট কেড়ে নিয়ে । কিছুতেই খেতে দিবো না । ইসসসস, আমি কি আবার অমন হতে পারবো , বুঝতে পারছি না । একজন মানুষ হয়তো একজন মানুষের জন্যই এমন কেয়ারিং হয় । অয়ন সেদিন জড়িয়ে ধরে চুমু দিয়েছিল , আমি আবার দাগটা স্পর্শ করলাম , নিনাদ হয়ত এটা দেখে মুখ ফিরিয়ে নেবে । আমি অসাধারন নই , আমি তিথি খুব সাধারণ মেয়ে ...।

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৪ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:২৪

ঋতো আহমেদ বলেছেন: খুব কম লিখেও অনেক লিখে ফেলার ক্ষমতা আছে আপনার। ভাল লাগল।

২৪ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:৪৭

জাকিয়া মৌ বলেছেন: আসলে আমি দীর্ঘদিন ধরে লেখালেখি করি , যদিও ব্লগে নতুন একেবারেই । আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ ।

২| ২৪ শে নভেম্বর, ২০১৬ দুপুর ২:১২

ঋতো আহমেদ বলেছেন: blogging এ স্বাগতম

৩| ২৪ শে নভেম্বর, ২০১৬ দুপুর ২:৪৬

অতিকায় অমাবস্যা বলেছেন: চমৎকার লেখা। ভালো লাগলো :)

৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৩০

খায়রুল আহসান বলেছেন: আমি অসাধারন নই , আমি তিথি খুব সাধারণ মেয়ে ... -- বাহ! অল্প কথায় অনুভূতির খুব সুন্দর প্রকাশ ঘটেছে এ কবিতায়।
বাংলা ব্লগের এ আসরে আপনাকে বিলম্বিত সুস্বাগতম জানাচ্ছি। এখানে আপনার বিচরণ স্বচ্ছন্দ হোক, আনন্দময় হোক, দীর্ঘস্থায়ী হোক, ফলপ্রসূ হোক!
এখানে প্রকাশিত আপনার প্রথম গল্পটি দিয়েই আপনার ব্লগ পড়া শুরু করলাম। অল্প কথায় গল্পটি খুব সুন্দর হয়েছে।

৫| ৩০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৩৩

খায়রুল আহসান বলেছেন: জন্যঃ অল্প কথায় অনুভূতির খুব সুন্দর প্রকাশ ঘটেছে এ কবিতায় --
পড়ুনঃ অল্প কথায় অনুভূতির খুব সুন্দর প্রকাশ ঘটেছে এ গল্পে

৬| ৩০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৫৩

প্রামানিক বলেছেন: ভালো লাগল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.