![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবীরের মন মেজাজ ভয়াবহ খারাপ ।সকালে লজ্জা শরমের মাথা খেয়ে ভাবীকে জিজ্ঞাস করলো - " ভাবী , সেদিন যে মেয়ে দেখে এলাম , আমার তো খুব পছন্দ হয়েছে , মা কি কিছু বলেছে ওদের ? " ওর ভাবী মুখ বেজার করে বলল -" নাহ , মেয়ের নাকী দাত উঁচু ? মার তো একদম পছন্দ হয়নি ।" এবার ওর সিরিয়াস মেজাজ খারাপ হল , গত ছয় বছর ধরে মা ওকে নিয়ে মেয়ে দেখে বেড়াচ্ছে । সবার মধ্যেই কোন না কোন সমস্যা বের করবে , এ জন্মে ওর বিয়ে করা হবে বলে মনে হয় না । রেগেমেগে মা কে যেয়ে বলল - " মা , শুনলাম একেও পছন্দ না ? " ওর মা পানের পিক ফেলে জানালা দিয়ে বাহিরে চেয়ে রইলো , তারপর বিরস স্বরে বলল - " হুম , দাঁতাল মেয়ে ঘরে আনা যাবে না । চিন্তা করিস না পরীর মত বউ আনবো বলে দিচ্ছি ।"
মন কিছুতেই ভালো লাগছিল না । একটা প্রেম করেছিল ভার্সিটিতে , লক্ষ্মী ছেলে হয়ে মা কে বলে দিয়েছিল । দিপার ছবি দেখে মা বলেছিল - হায় হায় ! করেছিস কি! মেয়ে তো শ্যামলা !! তারপর তারও ম্নে হতে থাকে মার কথাই ঠিক , সে নিজেও তো কালো , বউ দরকার ফর্সা । সেই দীপার দুই টা বাচ্চা আছে এখন আর ৩৬ বছর বয়সেও সে সিঙ্গেল ।
শেষ যে মেয়েটাকে দেখেছিল , ওর ভালোই লেগেছিল । মাথা নিচু করে বসে ছিল , এমনকি ওর দিকে তাকায়নি ঠিক মত , কথা বলেছে আস্তে আস্তে এর মাঝেই মা খেয়াল করেছে দাঁত উঁচু ! কই আবীরের তো চোখেই পরে নাই । অবশ্য আজকাল ওর সব মেয়েকেই ভালো লাগে , এই মেয়েও ব্যাতিক্রম না । সে যাই হোক , বিকালে মন খারাপ ভাব বাড়তে লাগলো , ভাবল একটা সিনেমা দেখে আসি । সিনেপ্লেক্সের সামনে গিয়ে অবাক হল , দেখে সেদিনের সেই পাত্রী । আজ সাদা একটা শাড়ী পরে এসেছে , গলায় একটা মুক্তার মালা , সিল্কি চুলগুলো চিকচিক করছে । ও দেখে তব্দা মেরে গেল , এই যাহ! এত সুন্দরী মেয়েকে মা কিনা রিফিউজ করলো ! ভাব বাড়াতে এগিয়ে গেল আবীর , বলল - " এক্সিউজ মি ! আপনি কি টিনা ? আমাদের কি গত সপ্তাহে দেখা হয়েছিল বুমারস এ ? " টিনা ওকে দেখে আরও অবাক , কিন্তু সেদিনের মত লজ্জাবতী নয় বরং আরও সপ্রতিভ হয়ে বলল , " আরে আপনি যে ...ইসসস কি যে ভালো হল । আপনাকে তো মনে মনে খুজছিলাম । " এবার আবীর খুশি হয়ে যায় , " তাই নাকী ? কেন?" টিনা বলল - " কি যে ভালো করেছেন বিয়ে ক্যান্সেল করে , আমি আর আমার বয়ফ্রেন্ড খুব চিন্তায় ছিলাম কিভাবে বিয়ে ভাঙ্গা যায় । আপনি ভেঙ্গে দিলেন আর আমরা যে কি খুশি !! " একটু পর টিনার বয়ফ্রেন্ড এল এক প্যাকেট পপকরন হাতে , ওর সাথে হ্যান্ড শেক করলো । আবীর মুভি না দেখেই বাড়ী ফিরে এল , আসলেই মা ভালো বুঝে , সব মেয়েই আজকাল কালনাগিনী , সর্পিণী । আহা ! এই পাত্রী ক্যান্সেল হয়েছে ভালো হয়েছে , টেবিলে কত বায়ডাটা পরে আছে , আবার অন্য কাউকে খুজবে ...বয়স তো আর বেশী না , কেবল ৩৬ ...।।
©somewhere in net ltd.
১|
৩০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৪৬
প্রামানিক বলেছেন: সুন্দর গল্প