![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
২০১৫ সালের ১৩ই ফেব্রুয়ারি । বসন্তের প্রথমদিন ছিল । আমি ইন্টারভিউ দিতে গ্যাটকো গিয়েছিলাম । গোলাপি সবুজ শাড়ি , হাতভর্তি কাঁচের চুড়ি আর মাথায় ফুলের মালা । আমার সাজগোজ দেখে ইন্টারভিউ বোর্ডের সবাই একটু অবাক হয়েছিল , এক ভভদ্রমহিলা বলেই বসলো - তুমি এত সেজেছ কেন জাকিয়া ? আমি উত্তর দিয়েছিলাম - আমি বসন্ত বরন উৎসবে যাচ্ছি ম্যাম .সে হেসে বলেছিল , তোমাকে আবার ডাকা হবে পরবর্তী ইন্টার্ভিউ ইউনিলিভারে হবে , দয়া করে এভাবে সেজে এসো না । আমার মন খুব ভালো ছিল , এক বন্ধুর সাথে বাইকে করে টি এস সি গিয়েছিলাম , বইমেলা ঘুরেছিলাম । বিকালে কার্জনের মাঠে গিয়ে বসে গল্প করছিলাম । চারপাশে ডি এস এল আর এর ভীর , সুন্দরীরা নানা পোজে ছবি তুলে যাচ্ছে । হটাত দেখি আমার সামনে এক মেয়ে এসে বসলো । খুব সাধারণ ছাপাপ্রিন্টের এক শাড়ি পরা , চুল টেনে বেনী করা । হাতে একটা টিফিন বক্স । চুপচাপ আমার সামনে বসে কারো জন্য অপেক্ষা করতে লাগলো । এত সুন্দরীদের ভীরে মেয়েটাকে গ্রাম্য খ্যাত বললে ভুল বলা হবে না । একটু পর পর দেখি চোখ মুছে , এদিক ওদিক চায় । আধা ঘন্টা পর একটা ছেলে এসে ওর পাশে বসলো , লাল রঙ এর ফতুয়া পরা ছেলেটাকে দেখেই মনে হল - যেমন প্রেমিক তেমন প্রেমিকা , দুইটাই খ্যাত । ছেলেটার হাতে একটা পেপার মুড়ানো পলিব্যাগ ছিল । দেখলাম তাতে ভাত , হয়ত হল থেকেই কিনে এনেছে । মেয়েটার ছখে মুখে রাজ্যের হাসি নেমে এল , সব কান্না শেষ । মেয়েটা তার টিফিন বাটির তরকারীতে ভাত ঢেলে দিয়ে ছেলেটাকে লোকমা তুলে খাইয়ে দিল , নিজেও খাচ্ছে । ওদের প্রেম দেখে মনে হচ্ছে - আকাশে জল ঝরে অনিবার , জগতে কেহ জানি নাহি আর ।
আমি খেয়াল করলাম তারা নিচু স্বরে কিছু নিয়ে কথা বলছে , আর হাসছে । ইসস , কি নিস্পাপ হাসি । এদের ভালোবাসার জন্য কোন স্মার্টফোন , ডি এস এল আর , সেলফির প্রয়োজন নেই । আমি আমার বন্ধুটিকে বললাম- নয়নে লাগিল প্রেম , বসন্ত এসে গেছে । বলেই মনে হল আমার বন্ধুটি বিদেশী , বাংলা কবিতা ওর বুঝার কথা না । ও বলল- কি বললে? আমি বললাম- বুঝবে না । ও বলল - বুঝেছি মনে হয় , তুমি বলেছ- Love in the air, Right?? আমি হেসে দিলাম।
©somewhere in net ltd.
১|
৩০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৫০
প্রামানিক বলেছেন: সুন্দর গল্প।