নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নারীদের নিয়ে লিখি , আমি সংসারের গল্প লিখি , সেই সংসার নদীর মতো , প্রমত্তা জলে দুকূল ভাসায় আবার নতুন স্বপ্ন দেখায় । আমার গল্পও তাই , আমি স্বপ্ন দেখি ভালো থাকার , আমি গল্প লিখি ভালোবাসার .।.।.।।।

জাকিয়া মৌ

দুরন্ত , দুর্বার.।.।

জাকিয়া মৌ › বিস্তারিত পোস্টঃ

গল্প – পাঁচ বছর আগের কথা

২৬ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:০৫

(১ )
তোমারে চিনেছি আমি কতকাল ধরে
কতকাল হেটেছি দুজনা পথ ভুলেছি বলে
কত মেঘ ভালবাসা হয়ে মিশেছিল মনে
কত ভাষা মিলেছিল দুজনের হৃদয় জুড়ে ।
অনেক কাল তো বটেই , পাঁচ বছর ... একটা মেয়ে ট্রেন থেকে নেমে ভীত উৎকণ্ঠিত হয়ে ছেলেটিকে খুঁজছিল , সে কোনদিন তাকে দেখেনি আগে । শুধু তাকে এক পলক দেখার জন্য পাহাড় সাগরের দেশে পাড়ি জমিয়েছিল । হটাত পিছন থেকে একজন তরুন এসে হেসে বলেছিল - মৌ , আমি মিশু । ইসসস , আমি মরেছিলাম সেই হাসিতে , সত্যি মানুষের হাসি এত সুন্দর হয় কিভাবে ?? ১৩ই নভেম্বর ২০১১ ...।। আমি কিচ্ছু ভুলিনি , মিশু ভুলে গেছে । যে মেয়েটিকে সে বলেছিল - তুমি তো ছবির চেয়েও সুন্দরী ...তাকে ভুলে গেছে । ২১ বছরের সেই মেয়েটি এখনও ঘুমাতে গেলে ট্রেনেই হুইসেল শুনে ... ছেলেটি প্লাটফর্মে দাঁড়িয়ে ছিল চোখ ভর্তি পানি নিয়ে ...আর মেয়েটি জানালার গ্লাস ধরে হাউমাউ করে কাঁদছিল ...। ফিরে আসো প্লিজ , সব কিছু ভুলে...।
(2 )

মিশু আমাকে তার অনুভুতির কথা বলে , সম্পর্কে জড়াতে চায় যখন তখন আমার একটাই কথা ছিল বিয়ে করতে হবে । আমি কোন প্রেমের সম্পর্কে জড়াতে চাইনি । সে এককথায় রাজি হয়ে গিয়েছিল । ঠিক পাঁচ বছর আগে এমন একটা শীতের রাতে আমাদের বিয়ে হয়ে গিয়েছিল । আমি তখন অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী , ফাইনাল চলছে । এর মাঝে মাথায় বিয়ের পোকা ঢুকেছিল । বাসায় না জানিয়ে দুজন গোপনে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলাম । পরীক্ষার কারনে আমি হলে ছিলাম , ও তখন ঢাকায় । সেদিনও ২৬ শে নভেম্বর । ক্যাম্পাসে হাড় কাঁপানো ঠাণ্ডা । আমরা সারা রাত গল্প করতাম সেসময় । শীতের রাত , হলের সিঁড়িতে বসে থাকতাম । হাড় কাঁপুনি ঠাণ্ডায় জমে যেত হাত , তবুও কথা শেষ হত না । সে রাতে আমার খেয়াল হল কালকে তো আমরা বিয়ে করবো , তাহলে আজকে তো আমার হলুদ হওয়া দরকার । এক প্যাকেট উপ্টান এনে নিজে নিজে গালে মাখলাম , আয়নায় নিজেকে দেখে কেমন জানি লজ্জা লাগছিলো । আমি স্বার্থপর হয়ে গিয়েছিলাম , কেবল নিজের কথাই ভাবছিলাম । এক বান্ধবীকে গিয়ে বলেছিলাম – দোস্ত , আমাকে মেহেদী দিয়ে দে , হাত ভরে দিবি । ও বলেছিল কি উপলক্ষে , আমি বলিনি । মুখ টিপে হেসেছিলাম । ভোররাতে মিশুকে বলেছিলাম , জানো আমার হাতে একদম রঙ হয়নি , জানি তুমি আমাকে ভালবাসবে না । ও বলেছিল – টিউবের মেহেদির রঙ তো দেরীতে হয় , অপেক্ষা করো । একটা মেয়ে কতোটা স্বপ্ন নিয়ে কাউকে বিয়ে করে আমি জানি , তার অনুভুতির গল্প আমার অস্তিত্বে মিশে গেছে । মিশুর সাথে আমার বিয়ে হয়েছিল , কিন্তু তারপর একসময় আমরা আলাদা হয়ে যাই । সেটা অন্য গল্প কিন্তু মিশু , আমি জানি না তোমার এগুলা মনে আছে কিনা । সেই রাতটা ফিরে আসবে না । আসলেই আমাকে তুমি ভালবাসনি , তুমি আমার চেয়েও স্বার্থপর । পাঁচ বছর পরে এসেও আমি বলছি । ফিরে এসো না প্লিজ , একদম না …।।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে নভেম্বর, ২০১৬ রাত ১২:৫৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: গল্প ভাল লাগল। তবে বিচ্ছেদ ভাল লাগে না!

২| ৩০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১:০০

প্রামানিক বলেছেন: ভালো লাগল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.