নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নারীদের নিয়ে লিখি , আমি সংসারের গল্প লিখি , সেই সংসার নদীর মতো , প্রমত্তা জলে দুকূল ভাসায় আবার নতুন স্বপ্ন দেখায় । আমার গল্পও তাই , আমি স্বপ্ন দেখি ভালো থাকার , আমি গল্প লিখি ভালোবাসার .।.।.।।।

জাকিয়া মৌ

দুরন্ত , দুর্বার.।.।

জাকিয়া মৌ › বিস্তারিত পোস্টঃ

Job fact

০১ লা ডিসেম্বর, ২০১৬ রাত ১০:২৩

গতকাল সারাদিন গুলশান বারিধারার নামী দামী স্কুলে সিভি দেওয়ার জন্য রোদের মধ্যে ভিখারির মতো ঘুরলাম । বলা বাহুল্য ওটা বড়লোকি জায়গা , রিকশা নাই । তাই আমার মতো গরীব হাতে ফাইল নিয়ে এ গলি ও গলি হাঁটতে হইছে । আজকে মিরপুরের নামী দামী স্কুলে ঘুরলাম । গেট থেকেই দারোয়ানের হাতে সিভি দেওয়ার আজব নিয়ম তাহাদের । আহা! হীড ইন্টারন্যাশনালের দারোয়ান তো একটা ঝাড়িই দিলো খামের উপর নাম ঠিকানা না লেখায় । কিছু বললাম না , পাছে সিভিটা যদি ডাস্টবিনে যায় । বার বার ইলিয়াস কাঞ্চনের কথা মনে হচ্ছিল , ছোটবেলায় তার সিনেমায় দেখেছি ফাইল হাতে অফিসে অফিসে ঘুরত আর দেখত কর্ম খালি নাই । এরপর প্রত্যয়ন পত্রের জন্য গেলাম ভার্সিটি , প্রখর রোদে মাথা পুরাই এলোমেলো । এর মাঝে আব্বা ফোন দিছে , বলছে - মা , তুমি যেখানেই থাকো চলে আসো , বিকালে বাসায় গেস্ট আসবে । মনে মনে বললাম গেস্টের মা রে আমি টুট টুট !! মুখে বললাম - বাবা দুই দিন রোদে ঘুইরা আমার অবস্থা খুব খারাপ , আজকে না বলে দাও । পরে একদিন সময় করে আসতে বইলো । বাবা বিরস বদনে ফোন রেখে দিছে । বাসায় এসে শুনলাম গেস্ট এসেছিলো , বায়ডাটা আর ছবি নিয়ে গেছে । বললাম - কোন ছবি দিয়েছ ? আব্বু বলল - টেবিলে দুইটা পাসপোর্ট ছবি পেলাম...। যে ছবিতে চাকরী হচ্ছে না অতে বিয়ে কি হবে ...ঃ( :( :( আহা !! মন্টাই খারাপ হয়ে গেছে :P

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০১ লা ডিসেম্বর, ২০১৬ রাত ১১:০৪

ঋতো আহমেদ বলেছেন: হা হা, এই বিজয়ের মাসে কামনা করছি দ্রুতই আপনার একটা গতি হোক।

২| ১৩ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৪০

মিকাইল ইমরোজ বলেছেন: যে ছবিতে চাকরী হচ্ছে না অতে বিয়ে কি হবে .. মারাত্মক হয়েছে শেষের লাইনটা।

৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৫৫

প্রামানিক বলেছেন: আহারে বেকার জীবন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.