নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নারীদের নিয়ে লিখি , আমি সংসারের গল্প লিখি , সেই সংসার নদীর মতো , প্রমত্তা জলে দুকূল ভাসায় আবার নতুন স্বপ্ন দেখায় । আমার গল্পও তাই , আমি স্বপ্ন দেখি ভালো থাকার , আমি গল্প লিখি ভালোবাসার .।.।.।।।

জাকিয়া মৌ

দুরন্ত , দুর্বার.।.।

জাকিয়া মৌ › বিস্তারিত পোস্টঃ

অনুগল্প - ট্রেন

১১ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:১৮

ঘোর অমাবস্যার রাত ছিল , আকাশে অনেক তারা ছিল । এমন তারাভরা রাতে ব্যাগ বোচকা নিয়ে বাড়ি থেকে পালিয়ে যাচ্ছিলাম । লোকাল ট্রেনে না উঠে এক্সপ্রেস ট্রেনে উঠেছিলাম , গন্তব্য বন্দর নগরী । কথা ছিল ইস্তিশনে ও অপেক্ষা করবে । সে যাই হোক , আমি একাই রওনা দিলাম , আমার পাশের সিটে উড়ে এসে জুড়ে বসলো এক লোক । খুবই ক্ষেতমার্কা । দেখেই মনে হল এত লম্বা একটা জার্নি এর পাশে বসে করতে হবে , আহারে !! বুকের মধ্যে হাহাকার করতে লাগলো । আমি কানে হেডফন লাগিয়ে বসলাম , কিন্তু কতক্ষন । নাহ ! মেজাজ খারাপ হতে লাগলো । ওই লোক আমাকে বলল - " আপা , কই যাবেন ? " বললাম - এটা তো ডিরেক্ট ট্রেন , চট্টগ্রামই যাবো । সে বলল - হুম আপা , আমিও যাবো । শ্বশুরবাড়ি চট্টগ্রাম , বাপের বাড়ি ফেনী । ফেনীর নাম শুনছেন ? বললাম - হুম , শুনছি । বলেই ব্যাগ থেকে গল্পের বই বের করলাম । সে আবার বলল - আপা , চট্টগ্রাম কে থাকে ? বললাম - এক বন্ধুর বাসায় যাবো । সে বলল -ছেলে না মেয়ে ?? এবার আমার মেজাজ খারাপ হল - বললাম , " তা জেনে আপনার কি ? আজব । " সে কিছুক্ষন চুপ থাকলো , তারপর চা নিলো , আমাকেও অফার করলো । চা খেলাম । তারপর সে তার গল্প করতে লাগলো । তার নিজের কথার চেয়ে বউয়ের কথাই বেশী । একটা কাজে ঢাকা আসছিলো , সপ্তাহখানেক থাকা লাগছে । কিন্তু এতেই তার বউএর কান্নাকাটি । আমার মন তার গল্পে ছিল না , আমি বার বার আবীরকে ফোন দিচ্ছিলাম । ফোন বন্ধ পাচ্ছিলাম । বার বার মনে হচ্ছিল যদি আবীর না আসে অচেনা শহরে আমি কই যাবো ! লোকটা আমাকে বলল - আপা , আমার বউ আপনার সাথে কথা বলবে । আমি ফোনটা নিলাম , মেয়েটা আঞ্চলিক ভাষায় কি বলছে ধরতে পারলাম না । লোকটাকে বললাম - কি বলল ? সে বলল - ও বলছে আপনাকে আমাদের বাসায় নিয়ে যেতে , আমি বলছি খুব ভালো একটা মহিলার পাশে বসে আসতেছি । আমি হাহা করে হেসে উঠলাম , আবীর এমন কথা বললে নির্ঘাত ওকে মেরে ফেলতাম । ওর পাশে আমি কাউকে সহ্য করতে পারতাম না । গ্রামের মেয়েগুলো কি এতটাই সরল হয় ? হয়তো কিন্তু আবীর ফোন ধরছে না কেন ?? একসময় ভোর হল , ট্রেন ইস্টিশনে ঢুকছে । আমি ট্রেন থেকে নেমে আবীরকে খুজছিলাম । সেই অচেনা লোকটি এসে বলল - আপা , আপনি বাড়ী ফিরে যান , আপনার বাবা মা চিন্তা করছে । চাইলে আপনাকে একটা বাসে উঠিয়ে দিতে পারি । আমি অবাক চোখে লোকটির দিকে তাকিয়ে রইলাম । ইস্টিশনে হাজার হাজার লোকের ভিড়ে আবীরকে খুজছিলাম , আমাকে বলেছিল ও নীল পাঞ্জাবী পরে আসবে ।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১১ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৪৯

ঋতো আহমেদ বলেছেন: ভাল লাগল ।
তবে আজকের মেয়েরা কেবল একটা মোবাইল নাম্বার এর উপর ভিত্তি করে এত বড় পদক্ষেপ নেয় বলে মনে হয় না ।

২| ১৩ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৬

মিকাইল ইমরোজ বলেছেন: এরকম ঘটনা ঘটে হয় মাঝে মাঝে।

ঘোর অমাবস্যার রাত ছিল , আকাশে অনেক তারা ছিল ।
এই লাইনটা সাংঘর্ষিক নাকি আইরনি ব্যাবহার করেছেন?

১৪ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:১৫

জাকিয়া মৌ বলেছেন: অমাবস্যার রাতেও কিন্তু তারা থাকে :)

৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৩৩

প্রামানিক বলেছেন: আপনার গল্পের প্লটগুলো ভালো। ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.