![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তেত্রিশ কোটি বছর তাকে
অভিশাপ দেবার পর
হুট করে মনে পরে যে
আমি স্বর্গের পারিজাত ছিলাম ।
মর্তের শিউলি হতে চাইনি বলেই
হয়তো জীবনের মধুতে আজ বড় নোনা
দেবতা , কিসের জন্য সব এতো বিষাদ?
কেন তবে ভালোবাসার কবিতারা নির্বাসনে ?
নিদ্রাদেবতা শুনে হাসে , সুমিষ্ট গন্ধে নাকি
আমার মাঝে সবাই মাদকতা খুঁজে,
নির্বাক আমিও ঠায় হয়ে রই
জানি না এই পরিনামের শেষ কই !
জীবনের সুধা আজ বড় বেশি বেমানান
বড় বেশি তিক্ত লাগে তা
অভিসারের যন্ত্রণা অভিশাপ হয়ে তাই
বেসুরে বাজে বারতা ।
নান্দনিক জীবন খুঁজি আমি
কিভাবে পাবো জানি না
স্বর্গের ফুল হারিয়ে গেছি বলে
মর্তে আমার নেই বাসনা ।
অভিশাপ দেই বার বার
অভিশাপ দেই দেবতা
জীবনের মধুতে আজ এতো নোনা কেন ?
কেন তবে ভালোবাসার কবিতারা নির্বাসনে ?
২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৩১
জাকিয়া মৌ বলেছেন: ধন্যবাদ আপনাকে
©somewhere in net ltd.
১|
১২ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:০৭
নক্ষত্র নীড় বলেছেন: ''আমার মাঝে সবাই মাদকতা খুঁজে" - বেশ প্রাঞ্জল কবিতা।আপনাকে আমার ভুবনে স্বাগতম।