নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নষ্ট ডায়েরী

যাকী মুজাহিদ

আমি কেও না।

যাকী মুজাহিদ › বিস্তারিত পোস্টঃ

আঙ্গারীঘাট বইয়ের রিভিউ

২৪ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:০৯

#বই_রিভিউ
বইয়ের নামঃ আঙ্গারীঘাট
লেখকঃ কামরুন্নাহার দিপা
প্রকাশকালঃ২০১৯
প্রচ্ছদঃসজল চৌধুরী
প্রকাশনীঃনহলী প্রকাশন
মুদ্রিত মূল্যঃ২৭০টাকা
রেটিংঃ৯/১০
ধরণঃ সামাজিক উপণ্যাস
.
কাহিনী-সংক্ষেপঃ হিজলতলী নামের একটা গ্রাম আছে। সেই গ্রামে একটা নদী আছে।যার নাম “ছেউটি”। আর সেই নদীর ঘাটকে সবাই বলে আঙ্গারীঘাট। এই আঙ্গারীঘাটের পাশেই বসবাস অনেকগুলো পরিবারের। তাদের মধ্যে বাশেরা ও বাবুলের ভালোবাসার সংসার অন্যতম। কি সুন্দর ভালোবাসা এদের মধ্যে! দুইসন্তান শাপলা আর শালুককে নিয়ে তাই আঙ্গারীঘাটের পাশেই ঘর বেঁধেছে। আঙ্গারীঘাট সেই ভালোবাসার সাক্ষী হয়ে রয়। দশ বছর পর মনিরা তার স্বামী সাজিদের সাথে কানাডা থেকে গ্রামে আসে বেড়াতে। অবাক হয়ে তাকিয়ে থাকে আঙ্গারীঘাটের দিকে। কতদিনের চেনা নদী। সেই নদীকে নিয়ে তার কত গল্প রয়েছে। কত স্মৃতি আছে। তার জীবনের একটা বড় জিনিষও এই নদীর সাথে ওতপ্রোতভাবে জড়িত।নদীটার প্রতি অনেক মান অভিমান মনিরার। তবুও মনিরার মনটা সবসময় এখানেই যেন পড়ে থাকে। এলাকার কিছু রাজনৈতিক ব্যাক্তি নদীটাকে নিজেদের স্বার্থে ব্যবহার করে। বাশেরার পরিবারকে তারা নিষিদ্ধ করে আঙ্গারীঘাটে নামতে। বাশেরার সুখ বুঝি এই শেষ হয়ে গেলো……..।
পাঠ-প্রতিক্রিয়াঃ আসলে এই গল্পের কাহিনী সংক্ষেপ লেখা কোনো সহজ কথা নয়। কারন এখানে শুধু একটা নির্দিষ্ট গল্প ছিলোনা। লেখিকা তার লেখার জাদুতে এতই মুগ্ধ করেছে যা বলার বাহিরে। আমাদের সমাজ যে কতটা অন্ধ! কতটা পিছিয়ে আছে আর কীভাবে পিছিয়ে আছে এই বইটা যেন তা আঙুল দিয়ে দেখিয়ে দিলো। উপন্যাসটা আমাদের সমাজের মানুষগুলোকে যে কী সুন্দর সুন্দর তথ্য আর সমস্যার সমাধান দিল তা বলার ভাষা রাখে না।শিক্ষার গুরুত্ব সব জায়গাতেই সমান। বাশেরার মেয়ে শাপলা যেন আমাদেরই কারো না কারো বোন। মানুষ একটা নদীকে কতটা ভালোবাসতে পারে! একটা মানুষকে কতটা ভালোবাসলে তাকে নিয়ে হাজার কষ্ট থাকলেও সুখে থাকা যায়! আমার ধারণা লেখিকা সমাজের জন্যে একজন তথ্যবাহক(মেসেঞ্জার) হয়ে এসেছে। আমি অনেকদিন এরকম সমাজের সমস্যা তুলে ধরা উপন্যাস পড়িনি। অসাধারণ ছিলো উপন্যাসটা ।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:২৪

সাদা মনের মানুষ বলেছেন: কাহিনী সংক্ষেপ পড়ে মনে হচ্ছে বইটা ভালোই লাগবে। এখানে রয়েছে গ্রামের নিখাত ভালোবাসা আর ভিলেজ পলিটিক্সের শিকার নিরিহ জনতা। সেই সাথে রোমান্সের নষ্ট্যালজিকতা বেশ ভালোই থাকার কথা.........শুভ কামনা।

২| ২৪ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪০

রাজীব নুর বলেছেন: মনে হচ্ছে বইটি ভালো হবে। মানে আমার ভালো লাগবে।
ইনশাল্লাহ সংগ্রহ করবো।

৩| ২৪ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪৬

যাকী মুজাহিদ বলেছেন: সত্যই বইটা সুন্দর।

৪| ২৪ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৫১

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: প্রথম দেখায় বইটাকে ভালোই মনে হচ্ছে:)

৫| ২৪ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৫১

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: প্রথম দেখায় বইটাকে ভালোই মনে হচ্ছে:)

২৪ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৫২

যাকী মুজাহিদ বলেছেন: ভালো বই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.