নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন যার কালো মেঘে ঢাকা।

আকাশ za

আমি আজও খুঁজি মানুষ হওয়ার মেশিন!

আকাশ za › বিস্তারিত পোস্টঃ

পুরুষ মানুষের কষ্ট থাকতে নেই

১৫ ই মে, ২০২১ দুপুর ১:০৩

এ এক অদ্ভুত অনুভূতি। এ এক অদ্ভুত কষ্ট। আপনার প্রচন্ড ইচ্ছে করছে পরিবারের কাছে যেতে, কিন্তু পারছেন না কোন এক পরিস্থিতির স্বীকার হয়ে। আবার পরিবার ছেড়ে একা থাকার কষ্টটাও আপনাকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে। আপনার এই কষ্ট বা অনুভূতি পরিবারের কাউকে স্পর্শ করার সুযোগও দিচ্ছেন না। আপনার আচরণে সবাই ভাবছে আপনি অনেক সুখে আছেন। অথচ পরিবারের কাছে না যেতে পারার কষ্টে প্রায়ই নিরবে নিজের লুঙ্গি দিয়ে চোখ মুছেন। ছেলেরা কি কাঁদে? কষ্টে কখনো তাদের কাঁদতে দেখেছেন? না, ছেলেদের তথা পুরুষ মানুষের কাঁদতে নেই, তাদের কষ্ট থাকতে নেই। একদিকে যেমন আপনাকে বেঁচে থাকতে হলে পৃথিবীতেই থাকতে হবে, অন্যদিকে বাঁচার জন্য প্রয়োজন বায়ুমন্ডল -অক্সিজেন। আপনার এই অনুভূতির কোন মূল্য নেই কারো কাছে। আসলে আপনি কি চান? কাকে চান? কোথায় আপনার পৃথিবী? কোথায় আপনার বায়ুমন্ডল, অক্সিজেন? কোথায় আপনি সুখী? এই প্রশ্নের জবাব গুলো হয়তো এতো সহজেই খুজে পাওয়া যাবে না।

মন্তব্য ৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই মে, ২০২১ দুপুর ১:২৬

শেরজা তপন বলেছেন: এই কন্সেপ্টটা থেকে আমাদের বের হয়ে আসা উচিত। এই ধারনা পুরূষরাই পুরুষদেরকে দিয়েছে,পরে নারী-পুরুষ সবার মাঝে ধারনাটা প্রোথিত হয়ে গিয়েছে।

২| ১৫ ই মে, ২০২১ দুপুর ২:১৫

রাজীব নুর বলেছেন: "No matter who says what, you should accept it with a smile and do your own work."
( Blessed Teresa of Calcutta )

৩| ১৫ ই মে, ২০২১ দুপুর ২:২০

খায়রুল আহসান বলেছেন: যার কষ্ট সেই বোঝে।

৪| ১৫ ই মে, ২০২১ বিকাল ৩:৫১

নেওয়াজ আলি বলেছেন: পুরুষের কষ্টটাই সুখ

৫| ১৫ ই মে, ২০২১ রাত ৮:১৫

কামাল১৮ বলেছেন: দুঃখ কষ্ট পুরুষ ও নারীর আলাদা আলাদা হয় না।কথাটার মধ্যে পুরুষতন্ত্র্রের ছাপ আছে।

৬| ১৫ ই মে, ২০২১ রাত ১১:২৩

মামুন৬৬৬ বলেছেন: আসলেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.