নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অতৃপ্ত একজন

মানুষের ভেতরটা যদি সুন্দর না হয়, তবে বাহ্যিক সৌন্দর্য্যের মুল্য শুধু বাজারেই মেলে।

রিচার্ড পার্কার

আমি মোঃ জাকির হোসেন। জন্মেছি ফেনী জেলার ছবির মত সুন্দর ছোট্ট একটি গ্রামে। জন্মের পর থেকেই বাবা চট্টগ্রাম নিয়ে আসে। এখানেই বড় হওয়া। দেখতে শ্যামবর্ণ। মাঝারি লম্বা। দিনের বেশিরভাগ সময় কেটে যায় অনলাইলে, ব্লগে ঘুরে, গল্প পড়ে, কবিতা লিখে, ফেসবুকে, আড্ডা দিয়ে। আমি খুব সাধারন একটি ছেলে। কবিতা পড়তে ভালোবাসি, লিখতে ভালোবাসি। কষ্টের নানা রঙ আছে। সেই রঙ গুলো তুলে ধরতে ভালোবাসি। তাই বলে নিজের আবেগ বিলিয়ে বেড়াইনা। নিজেকে গুটিয়ে রাখতেই বেশি পছন্দ করি। আমার জীবনে যে কয়টা বিষয় নিয়ে কনফিউশন আছে তার মধ্যে অন্যতম হল আমার জন্ম তারিখ। আমি কোথায় আমার জন্ম তারিখ সম্পর্কে ভরসা যোগ্য তথ্য পাইনি। পকৃতপক্ষে কেও দিতে পারেনি। বাবা-মা ও আত্মীয় স্বজনদের ভাষ্যমতে একটি দিন ঠিক করেছি। এটাই সবখানে ব্যবহার করি। আমি খুব নগণ্য ছিলাম তাই কেও আমার জন্মদিন মনে রাখেনি, এমন কিছু করে রেখে যেতে চাই যেন সবাই মৃত্যু তারিখটি স্মরণ রেখে দেয়। এটাই মোটামুটি আমার জীবিনের লক্ষ্য। এই সাধারন কথা গুলো পড়ার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।

রিচার্ড পার্কার › বিস্তারিত পোস্টঃ

দুর্গতিনাশী সর্বনাশীনি

০৫ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৫:২২

তার মেঘ কালো দুটি আঁখি যেনো কোন শিল্পীর নিপুন হাতের নির্ভুল কারুকাজ।

যেনো এক সুগভীর অকুল দরিয়া যার মাঝে ডুব দিয়ে পেরিয়ে দেওয়া যাবে যুগের পর যুগ।

তার বাঁধন হারা কেশে সুর্যালোক ভাসে, চারপাশ মেতে উঠে তার সুবাসে।

পাগল করা সে হাসি কানে এসে বিঁধে মধুর সুরে।

যে সুরের কাছে মাথা নত করে দূর থেকে ভেসে আসা রাখালের অতি যত্নে তোলা গ্রাম তোলপাড় করা বাঁশির সুর,

সে হাসির সুর আমার হৃদয় তোলপাড় করে যে।

রক্ত লাল অধর বেয়ে প্রবাহিত লাবণ্যের ঝর্ণা আমায় যে করে বিমোহিত।

তারে চারপাশে ঘিরে আহ্লাদ করে সহস্র উপমা, সে সকল উপমার ঊর্ধ্বে, সে উপমারও অতীত।

সে যেন বছর ঘুরে আসা আমার অনন্তকালের দুর্গতিনাশীনি,

সে যেন রবি ঠাকুরের কবিতার পাতা থেকে উঠে আসা আমার সর্বনাশীনি।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৪৯

অপূর্ণ রায়হান বলেছেন: ভালো হয়েছে কবিতা :)

ঈদ মুবারক ভ্রাতা !:#P

১৯ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৩২

রিচার্ড পার্কার বলেছেন: আমার অখাদ্য ভালো লাগলো জেনে খুশি হলাম।

আপনাকেও ঈদের অনেক শুভেচ্ছা। বিগত অথবা আগামী ঈদ। যে কোন একটা ধরে নিবেন :p

শুভ কামনা।

২| ০৬ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:১১

কলমের কালি শেষ বলেছেন: সুন্দর কবিতা । পাঠে ভাল লাগলো । :)

১৯ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৪

রিচার্ড পার্কার বলেছেন: অনুপ্রেরণা পেলাম ভাইয়া।

শুভ কামনা।

৩| ০৯ ই অক্টোবর, ২০১৪ সকাল ৯:৩০

সুলতানা সাদিয়া বলেছেন: খুব সুন্দর। প্রথম পড়ছি আপনার লেখা। বারবার পড়তে হবে বুঝতে পারছি।

১৯ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৫

রিচার্ড পার্কার বলেছেন: আমি একদমই নতুন এখানে।পাঠক পেয়ে বেজায় আনন্দিত। ধন্যবান আপু।

অনেক শুভ কামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.