![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখতে না জানলেও কোন একদিন বড় লেখক হওয়ার স্বপ্ন দেখি....
লালমনিরহাটের পুরান বাজার জামে মসজিদের সামনেই বসানো হয়েছিলো পূজা।
মসজিদ ঘেঁষে কেনো মন্ডপ বসাতে হবে?? মন্ডপ বসানোর জায়গার কি অভাব পড়ছে..??
নাকি বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর উদ্দেশ্যে এসব করা হচ্ছে?
মসজিদের সামনে মন্ডপ, তার মানে মুসলিমরা এসে মন্ডপ ভাঙ্গচুর করবে... লেগে যাবে সাম্প্রদায়িক দাঙ্গা,
ইসলাম ভিন্ন ধর্মের প্রতি নমনীয় আচরনের তাগিদ দিয়েছে... নয়তো... এতো বড়ো দুঃসাহসের চরম পাওনা বুঝিয়ে দিতো লালমনিরহাটের তৈহীদি জনতা।
২| ২৭ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৪১
ছাসা ডোনার বলেছেন: এখানে বুদ্ধির অভাব দেখা যায়। যাই হোক সব ভাল তার সব ভাল যার।
৩| ২৭ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৪২
মোস্তাক_আহম্মদ বলেছেন: বাউন্টি হান্টারঃ সুড়সুড় দিচ্ছেন কেন
৪| ২৭ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৯
প্রভাষ প্রদৌত বলেছেন: সাম্প্রদায়িক সম্প্রীতির অন্যতম উল্লেখজনক উদাহরণ এটি । ইসলাম কখনোই অন্য ধর্মের আচার পালনে বাধা দেয় নি । হিন্দুরা পুজা করলে কোন সমস্যা হওয়ার কথা নয় । খালি জামাতে নামাজের সময় পূজা না করলেই হয় ।
৫| ২৭ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:০৯
আরণ্যক রাখাল বলেছেন: মামা, গত ঈদে ভারতে, নাম মনে পড়ছে না, একটা মন্দিরে ঈদের নামাজ হয়েছিল| এটাই সাম্প্রদায়িক সম্পৃতি| বুঝলেন?
৬| ২৭ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৩
সুমন কর বলেছেন: এটাই সাম্প্রদায়িক সম্পৃতি....
৭| ২৭ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আলাপ আলোচনার মাধ্যমে হওয়া উচিত। সংখ্যাগরিষ্ট মুসলিমদের কথা শোনা উচিত। এমন নয় যে, পূজা নিষিদ্ধ এখানে। তবে মসজিদের সামনে করলে মুসুল্লীদের এবং মসজিদের পরিবশে নষ্ট হবে।
৮| ২৮ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:০২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ভালো পয়েন্ট..............
৯| ২৮ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:০৩
নক্শী কাঁথার মাঠ বলেছেন: এটাতো আরো ভালো কথা, একটা উদাহরন হতে পারে। সাম্প্রদায়িক দাঙ্গা লাগলে আপনার মতো লোকই আসলে লাগাবে।
১০| ২৮ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৪৭
বাংলার জামিনদার বলেছেন: ছোট দলের লোকদের মারার জন্য কি হাত নিশপিস করে? বিদেশে গেলে আপনিও ঐ ছোট দলেই পড়ে যাবেন। তখন আবার চার্চের সামনে জামাতে নামাজ পড়তে চাইবেন, আর বাধা দিলেই বলবেন, মুসলমানদের কেউ দেখতে পারেনা। হাস্যকর।
©somewhere in net ltd.
১|
২৭ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:২২
বাউন্টি হান্টার বলেছেন: মুসলিমরা কী সুজোগ পাইলেই মন্ডপ ভাঙ্গচুর করে ?