![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখতে না জানলেও কোন একদিন বড় লেখক হওয়ার স্বপ্ন দেখি....
পরীমনি রঙ্গিন দুনিয়ার মানুষ রঙ্গিন তার জীবন। তার ড্রেসকোড নিয়ে আমার কোনো মাথাব্যাথা নাই। এখানে পরিমনি যে ড্রেস পরেছে তার জন্য সেটাই মানানসই। আমার আপত্তি পাশে যিনি আছেন; ইসলামিক ফাউন্ডেশনের ডিজি শামীম আফজাল সাহেবকে নিয়ে। অর্ধনগ্নই বলা যায়; স্তুনযুগল বের করা জন্মদিনের পার্টিতে আমরা না হয় গেলাম তাই বলে ডিজি সাহেব!!! ইসলামিক ফাউন্ডেশনের ডিজি শামীম আফজাল সাহেবের মনে হয় এসব পার্টি ফার্টি ভালই লাগে। যিনি কিনা কিছুদিন আগে পিস টিভি বন্ধের জন্য সভা করেছিলেন। ইসলামী রীতি না মানা যার যার ব্যাপার হতে পারে। তবে ডিজি সাহেবের এই ট্রেডিশন সমাজের জন্য ক্ষতিকর। এর পর থেকে দেশের আলেম সমাজ কাউকে পর্দা করার কথা বলতেই পারবে না; বরং ন্যুনতম শালীন কাপড়টাও পরিধানের কথাও বলতে পারবে না।
২| ২৯ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:০৩
শ্রাবণধারা বলেছেন: আমিতো ভাবছি এইটা পরীমনির আব্বা..........।
৩| ২৯ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:০৭
এরিক ফ্লেমিং বলেছেন: আমি তো ভাবছিলাম নায়িকার নানা। আসরেই কি ডিজি সাহেব? চিনি না ভাল করে।
৪| ২৯ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:০৮
এরিক ফ্লেমিং বলেছেন: "আসলেই"
৫| ২৯ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:১৩
অশ্রুকারিগর বলেছেন: ঘুণে ধরা সমাজের ঘুণে ধরা আলেম। চাটুকারিতা আর পদলেহনই এদের প্রধান কাজ।
৬| ২৯ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:১৫
নয়ন01 বলেছেন: অই সালায় এখানে কি করে
৭| ২৯ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:২৫
চলন বিল বলেছেন: - এক নাস্তিক সেজেছে হুজুর
- আরেক লম্পট বসেছে ইসলামিক ফাউন্ডেশনের ডিসির পদে।।
৮| ২৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:০২
নতুন বলেছেন: তিনি পরীর আত্নীয় মনে হয়।
আর উনি এমন ভাবেনা নাই যে কেক কাটার সময়ে নিচু হলে ছবিতে ক্লিভেজ দেখা যাবে।
অত চিন্তা তিনি করেন নাই।
তিনি পরীর আত্নীয় মনে হয়।
আর উনি এমন ভাবেনা নাই যে কেক কাটার সময়ে নিচু হলে ছবিতে ক্লিভেজ দেখা যাবে।
অত চিন্তা তিনি করেন নাই।
আর প্রথম ছবিটাতে তো আপনার তেমন আপত্তি থাকার কথা না তাই না? তিনিও হয়তো সেটাই ভেবেছিলেন।
৯| ২৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৫৭
এহসান সাবির বলেছেন: পরী তো বেশ দেখতে.....!!
নতুন'দ বলেছেন:
আর উনি এমন ভাবেনা নাই যে কেক কাটার সময়ে নিচু হলে ছবিতে ক্লিভেজ দেখা যাবে।
অত চিন্তা তিনি করেন নাই।
১০| ২৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:০৬
সামুরাই_কাতানা বলেছেন: যখন পোষ্ট দেন তখন কি চিন্তা করে পোস্ট দেন? যত্তোসব
১১| ২৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৩১
শেখ মোঃ জাকির হোসেন দিনাজপুর বলেছেন: কেন ভাই কোনো সমস্যা আছে নাই কি #সামুরাই_কাতানা
১২| ২৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:২০
মিউজিক রাসেল বলেছেন: হেতে রেলমন্ত্রীর কোন আত্বীয় নাকি
১৩| ৩০ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:৫১
আব্দুল্লাহ রিফাত বলেছেন: আসলে কিছু বলার নাই
কিছু বললেই হয়ত রাজাকার অথবা শিবির হয়ে যাব!
১৪| ৩০ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:০৪
প্রামানিক বলেছেন: ডিজি হয়তো বিপদে পইড়া ওই অনুষ্ঠানে গেছে, তা না হলে এইরকম মাইয়ার পাশে কোন কামলা বেচা দাড়িওয়ালারাও দাঁড়াইবো না।
১৫| ৩০ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৫৩
মিথ্যে বল না বলেছেন: তোমারে লেগেছে কত যে ভাল, কেন যে বাজে কমেন্ট করে তারা...
১৬| ৩০ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৫৮
শেখ মোঃ জাকির হোসেন দিনাজপুর বলেছেন: ধন্যবাদ# মিথ্যে বল না
১৭| ৩০ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:২৫
ইমদাদুল্লাহ বলেছেন: স্তুনযুগল বের করা জন্মদিনের পার্টিতে আমরা না হয় গেলাম তাই বলে ডিজি সাহেব!
এর মানে কি আপনার জন্য বৈধ?
আর এধরনের অনুষ্ঠানে ইফা জিজি আখবাজ সাহেবের উপস্থিতি নতুন নয়, এরা তো আলেম নামের কলঙ্ক, ইসলামী সমাজের কীট, তারপরও এরা ইফার মত প্রতিষ্ঠানে নিজ পদে বহাল থাকে!!!!
১৮| ৩০ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:০৮
পাহাড়ের ছেলে বলেছেন: এর মধ্যে কোন কিন্তু আছে!
১৯| ৩০ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:২৬
শাহাদাত হোসাইন শুভ বলেছেন: কিছু কমু না.... পরে পরী আবার তুইলা লইতে পারে...
২০| ৩০ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:০৭
মোঃ খুরশীদ আলম বলেছেন: পর্দা করা ফরজ। দুনীয়ার সকল আলেম সমাজ যদিও এর উপর আমল না করে কোন আলেম আবশ্যই মাথা তুলে দাড়িয়ে আল্লাহর এই বিধান প্রচার করবেন। তার নমুনা ইতিপূর্বে আমরা আমাদের দেশেই দেখেছি। কোন আালেম অন্যায় করলে তা বৈধ হয়ে যায় না বরং বৈধতার মাপকাঠি হলো কুরআন, হাদীস, ইজমা, কিয়াস ইত্যাদি।
২১| ৩১ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৪৩
শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: আমি তো ভাবছি এটা পরীমনির নানা ।
©somewhere in net ltd.
১|
২৯ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:৪৬
মোঃ আব্দুল কাওসার বলেছেন: