![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখতে না জানলেও কোন একদিন বড় লেখক হওয়ার স্বপ্ন দেখি....
সম্প্রতি ফেনী গিয়ে মন্ত্রী ফাটাকেষ্ট খ্যাত ওবায়দুল কাদের সাধারণ ফুটপাতের পাশের এক রাস্তার দোকানে চা খেতে চাইলে সেখানে তাঁকে একটি চেয়ার-টেবিল দেওয়া হয়। সেখানে বসে তিনি দুধছাড়া চা ও পাউরুটি খান। তাঁকে যেসব কাপ-গ্লাসে প্লেটে চা পানি পাউরুটি দেওয়া হয় সেগুলোতেই দিনমজুররা, সাধারণ মানুষরা খান। এখানেই ওবায়দুল কাদের অন্যদের চেয়ে ভিন্ন।
২| ৩০ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৪৯
ইমরান আশফাক বলেছেন: রাজনিতীবিদদের বাইরের দিকটা দেখে আর কত বিভ্রান্ত হবেন?
৩| ৩০ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৫২
শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: ব্যক্তি ওবায়দুল কাদের নিশ্চয়ই একজন ভালো মানুষ। ভালোকে ভালো বলতে পারাই হচ্ছে একটা মহৎ গুণ।
৪| ৩০ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:০১
প্রামানিক বলেছেন: অন্য মন্ত্রীদের চেয়ে আলাদা হওয়ার কারনে এই ফাটাকেষ্ট আমাদের গর্ব। ধন্যবাদ
৫| ৩০ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:০৮
শতদ্রু একটি নদী... বলেছেন: উনি মাঝে মাঝে গনগনের কাছে ক্ষমা চান, ব্যাপারটা ভালো। অন্যরা মনে করে যে গলাবাজি কইরা সব এড়াইয়া যাইতে পারলে মানিজ্জত বাড়ে। কিন্তু জনগনের কাছে ভুল স্বীকার করে কিংবা ব্যর্থতার দায় স্বীকার করে হাতজোড় করলেই যে আসলে হৃদয়ে বেশি শান করে নেয়া যায় এইটা সেইসব নেতারা বুঝেনা।
৬| ৩০ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:১৪
অগ্নি সারথি বলেছেন: ব্যাস! ইট্টুক দেইখ্যাই কাইত।
৭| ৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:১৫
বিচার মানি তালগাছ আমার বলেছেন: অন্য মন্ত্রীদের চাইতে ভালো। কিন্তু দুর্নীতি কমাতে পারছেন না। বি আর টি এ'র দালাল দূর করতে পারছেন না। একই রাস্তা প্রতি বছর ঈদে মেরামত করা ঠেকাতে পারছেন না। ঢাকায় নতুন সিটি বাস নামাতে পারছেন না। টাকা পেলে সেতু, রাস্তা যে কেউ করতে পারে!
৮| ৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:২৫
হাবিবুর রাহমান বাদল বলেছেন: আওয়ামী লীগের মধ্যে একমাত্র ওবায়দুল কাদেরকে জন দরদী বলে মনে হয়। বাদবাকি সব হল বঙ্গবন্ধুর ভাষায় চাটা লীগ শুধু জনগণের সম্পদ লুটপাট করে খাওয়ায় ব্যস্ত।
৯| ৩১ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:১৮
কিরমানী লিটন বলেছেন: উনি ওয়ান ইলেভেনে ডিজিএফ-এর প্যাঁদানি খেয়ে তার নেত্রীর কোটি টাকা দাঁড়িপাল্লায় ওজনের কিচ্ছাসহ আরও অনেক অজানা কিচ্ছা বলে,রাজনিতিকে টাটা জানিয়েছিলেন,এখন আবার নতুন ভণ্ডামি,এদেশের মানুষ আওয়ামিলিগকে আরেকটা শিক্ষা দিবে-সেটাই এসব ভণ্ডামি -বাটপারির শেষ শিক্ষা ...
১০| ৩১ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৩৩
মানবী বলেছেন: ভালো মনে হতো যদি এভাবে ছবি তুলে তা প্রচার না হতো!
যাঁর জন্য এমনটাই স্বাভাবিক তিনি তার প্রচার চাইবেননা। আর আমাদের দেশের মন্ত্রীর ইচ্ছের বিরুদ্ধে খুব বেশী কিছু করা কি সম্ভব!!
১১| ৩১ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:২১
মোঃ খুরশীদ আলম বলেছেন: মানুষ মানুষই, ফেরেশতা নয়। স্বাভাবিকভাবে দোষ ত্রুটি থাকবে আবার গুণও থাকবে। মন্ত্রী মহোদয়ের দোষত্রুটি থাকলেও উপরের চিত্র কিন্তু গুণের পরিচয় বহন করে। উনি গতানুগতিক নন, আমার মনে হয়।
©somewhere in net ltd.
১|
৩০ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৪২
পুরাতন আামি বলেছেন: যে উপরে থাকে সে নিচের মানুষরে বিশ্বাস করে না।।আর নিচের মানুষ গুলা এক অপরকে বিশ্বাস করে না।তারপরও বিশ্বাসে বিশ্বাস রেখে চলে এই নিচের মানুষগুলা।এই এক ঝুঁকি যা সবসময়ই মানুষকে নিতে হয় নিচের মানুষগুলোকে।