![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখতে না জানলেও কোন একদিন বড় লেখক হওয়ার স্বপ্ন দেখি....
ছাগলের জেল! চিন্তায় ছাগলের মালিক।
ছত্তিশগড়ের পুলিস গ্রেফতার করেছে একটি কালো রঙের ছাগলকে। ছাগলের বিরুদ্ধে অভিযোগ, প্রায়ই পাশের বাড়িতে অনধিকার প্রবেশ করতে সে। বার বার অভিযোগ করা সত্যেও ছাগলের মালিক কোনও রকম কর্ণপাত করেনি। কথা শোনেনি ছাগলও! এবার একেবারে গ্রেফতার। কোনও ক্ষমা নেই, অনধিকার প্রবেশে জেলে যেতে হল ছাগলকেও।
ভারতীয় দণ্ডবিধি ৪৪৭, ৪২৭ ধারায় ছাগলের বিরুদ্ধে মামলা রুজু করেছে ছত্তিশগড়ের পুলিস। মঙ্গল আদালতে তোলা হবে ওই অভিযুক্ত ছাগলকে। সূত্রের খবর, ছাগলের বেল করাতে কোর্টে হাজির হবেন ছাগলের মালিক।
©somewhere in net ltd.