![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখতে না জানলেও কোন একদিন বড় লেখক হওয়ার স্বপ্ন দেখি....
ফেসবুকের ওয়াল জুড়ে এখন দাপিয়ে বেড়াচ্ছে হিরো আলম। নিজের দুইটি মিউজিক ভিডিও দিয়ে এরই মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছেন। কিন্তু তাকে নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে ঠাট্টা-মশকরাও কম হচ্ছে না। কিন্তু কেনো??????
রাজনীকান্ত, ধানুসরা এমন অদ্ভুত চেহারা নিয়ে সুপারস্টার হতে পারলে আমাদের হিরো আলমের দোষ কি?
হিরো আলমের গায়ের রং কালো; এজন্য ঠাট্টা-মশকরা???
ঠাট্টা-মশকরা তো আপনাদের নিয়ে করা উচিত যারা হিরো আলম কালো বলে নাক সিঁটকাচ্ছেন। আপনাদের লজ্জা হওয়া উচিত।
২| ০১ লা জুলাই, ২০১৬ রাত ১২:৩৯
ব্লগ সার্চম্যান বলেছেন: ভালো বলেছেন । তবে কালো বলে কাউকে অবহেলীত ঠিক না ।
৩| ০১ লা জুলাই, ২০১৬ রাত ১:০৭
দ্যা প্রোক্রাস্টিনেটর বলেছেন: ইহাই কি তবে প্রতিভা ????????????????
৪| ০১ লা জুলাই, ২০১৬ রাত ১:০৯
রায়হানুল এফ রাজ বলেছেন: আমরা এমনই। নিজে তো কিছু করতে পারবো না, অন্যকেও কিছু করতে দেব না।
৫| ০১ লা জুলাই, ২০১৬ রাত ১:২০
অগ্নিঝরা আগন্তুক বলেছেন: আগে আপনি দেখুন , ফেসইবুকে কারা তাকে নিয়ে হাসাহাসি - বিদ্রুপ করছে। ফেইসবুকের ইও ইও টাইপ আর নিচুস্তরের অল্প শিক্ষিত নতুন ফেইসবুক আই ডি খোলা পোলাপানদের কাজ এগুলো। আজকাল এরা ফেইসবুকের সর্বত্রই বিস্তৃত।
©somewhere in net ltd.
১|
০১ লা জুলাই, ২০১৬ রাত ১২:৩২
গেম চেঞ্জার বলেছেন: হেোরো আলম কালো বইলা কাউরে নাক সিটকাইতে দেখি নাই, পতিভা দেইখা নাক সিঁটকাইতে দেখছি।