![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখতে না জানলেও কোন একদিন বড় লেখক হওয়ার স্বপ্ন দেখি....
আন্তর্জাতিক জঙ্গী গোষ্ঠী ইসলামিক স্টেট বাংলাদেশের রাজধানী ঢাকার গুলশানের এক রেস্টুরেন্টে জঙ্গী হামলার দায় স্বীকার করেছে বলে খবর দিচ্ছে এই গোষ্ঠীর বার্তা সংস্থা বলে পরিচিত ‘আমাক’।
এতে আরও দাবি করা হচ্ছে, হামলায় বিশ জন নিহত হয়েছে।
তবে ঢাকার কোন সূত্র থেকে এখনো পর্যন্ত এত বেশি সংখ্যাক হতাহতের খবর পাওয়া যায়নি।
ঢাকার একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, বনানী থানার ওসি মোহাম্মদ সালাউদ্দীন জঙ্গীদের সঙ্গে গোলাগুলিতে নিহত হন।
ঢাকার সংবাদ মাধ্যমে দ্বিতীয় একজন পুলিশ কর্মকর্তাও নিহত হয়েছেন বলে খবর দেয়া হচ্ছে। তবে এখনো পর্যন্ত বিবিসি এ খবরের সত্যতা নিশ্চিত করতে পারেনি।
ইসলামিক স্টেটের এই দাবি যদি সত্যি হয়ে থাকে এটি হবে বাংলাদেশে এই গোষ্ঠীর তরফ থেকে প্রথম বড় কোন সন্ত্রাসবাদী হামলার ঘটনা।
বাংলাদেশ সরকার এতদিন পর্যন্ত সেখানে ইসলামিক স্টেটের কোন রকম তৎপরতার খবর অস্বীকার করে এসেছে।
http://www.bbc.com/bengali/news/2016/07/160701_islamic_state_claims_responsibility_for_dhaka_attack
২| ০২ রা জুলাই, ২০১৬ রাত ৩:১৫
পরিবেশ বন্ধু বলেছেন: চরম সন্ত্রাসী হামলা ।
৩| ০২ রা জুলাই, ২০১৬ রাত ৩:২৭
ইলি বলেছেন: আমি বাকরুধ।
৪| ০২ রা জুলাই, ২০১৬ দুপুর ১২:২৭
খোলা মনের কথা বলেছেন: সত্যিই ভয়াবহ
৫| ০২ রা জুলাই, ২০১৬ দুপুর ১২:৫৯
মহা সমন্বয় বলেছেন: ইসলামে জঙ্গিবাদের কোন স্থান নেই, ইসলাম হচ্ছে পবিত্র শ্বান্তির ধর্ম।
সারা বিশ্বে যে জঙ্গি কার্যক্রম হচ্ছে এর সবই হচ্ছে নাস্তিকদের কাজ।
......শুক্রবার রাতে অভিযান শুরু কিছু ক্ষণ পরেই এলাকা থেকে সংবাদ মাধ্যমকে সরিয়ে দেওয়া হয়............ ঘটনার দায় স্বীকার করে আইএস জানিয়েছিল, পণবন্দিদের হত্যা করা হয়েছে। রাতেই জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছিল যৌথ বাহিনী। জবাবে জঙ্গিরা আত্মসমর্পণের তিনটি শর্ত দিয়েছিল। শর্তগুলো হলো-
১. একদিন আগে ডেমরা থেকে আটক জেএমবি নেতা খালেদ সাইফুল্লাহকে মুক্তি দিতে হবে।
২. তাদেরকে নিরাপদে বের হয়ে যেতে দিতে হবে।
৩. ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য তাদের এই অভিযান। এই অভিযানকে স্বীকৃতি দিতে হবে।
যৌথ বাহিনী হ্যান্ড মাইকে আত্মসমর্পনের আহ্বানের পরপরই জঙ্গিরা রেস্তোরাঁর মধ্যে থেকে চিৎকার করে তাদের এসব শর্তের কথা জানায়।
আলহামদুল্লীলায় দেশে ধীরে ধীরে ইসলাম প্রতিষ্ঠিত হচ্ছে আর সত্য উদ্ভাসীত হচ্ছে।
৬| ০২ রা জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:০৯
মহসিন ৩১ বলেছেন: মিডিয়ার বর্ণনায় সবসময়েই কিছু ভুল থাকে। সব চোখে সেই ভুলগুলো ধরা পড়ে না । কিছু লোক আছে অকালপক্ব লোনলি, বেশভূষা স্বাধীন------ তারাই মিডিয়ার ভুলগুলোকে স্বার্থান্বেষী মত ব্যাবহার করতে চেষ্টা করে।
মুসলিম নামটা সুধু মুসলমানেরাই নিতে পারছে না সন্ত্রাসী হয়ে বা না হয়ে ; হোকনা কেন বাঙ্গাল মুসলিম সে। কিন্তু সন্ত্রাস তো হিন্দু বুদ্ধ ক্রিস্তান আফ্রিকিরাও করছে , ইসলামের নামটা নিয়ে গোলমাল যে ।
এটা কোন হেঁয়ালি নয় মিডিয়ার ভুল গুলি স্বার্থান্বেষী ব্যাবহার করা।
©somewhere in net ltd.
১|
০২ রা জুলাই, ২০১৬ রাত ২:২৭
সুমন কর বলেছেন: ভয়াবহ অবস্থা !