নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি দিনাজপুরের ছেলে

শেখ মোঃ জাকির হোসেন দিনাজপুর

লিখতে না জানলেও কোন একদিন বড় লেখক হওয়ার স্বপ্ন দেখি....

শেখ মোঃ জাকির হোসেন দিনাজপুর › বিস্তারিত পোস্টঃ

টুইটার ইউজ করেন কি আপনি? যদি না করেন তবে এখনই তা ইউজ করতে শুরু করেন।

০৩ রা জুলাই, ২০১৬ রাত ১২:৪৭

টুইটার ইউজ করেন কি আপনি? যদি না করেন তবে এখনই তা ইউজ করতে শুরু করেন। কারণ গত শুক্রবার রাত পৌনে নয়টা থেকে জঙ্গীদের হামলার আট ঘন্টা আগে থেকে টুইটার বলে দিচ্ছিল, রাজধানী গুলশান অ্যাটাক্ট। কিন্তু আমরা তা সম্পর্কে কিছুই বুঝতে পারিনি। আসলে ফেসবুক বিশ্বের নামিদামিরা ব্যবহার করে না। নামিদামিরা ব্যবহার করে টুইটার। হয়তো বা টুইটারে আগে ভাবে কেউ না কেউ অথবা জঙ্গীদের সংশ্লিষ্ট ব্যক্তিরা অ্যাটাক্ট করবে বলে জানিয়েছিল।
এটি কিন্তু সন্ত্রাসী, ধনী, বিজ্ঞানী, সমালোচকরা ব্যবহার করে। এটি আমাদের মতো আবুলরা ব্যবহার করে না। আসলে এটি সম্পর্কে সবাই জানলেও কেউ এর ব্যবহার করতে জানি না। তাই আমরা বুঝতে পারিনি। কিন্তু গোয়েন্দারা কি করেছিল? এরা কি শুধুই ঘুমায়? এরা যদি একটু সর্তকতা দিতো তবেই তো হতো। কিন্তু তারা তো আবার টুইটার সম্পর্কে কিছুই জানে না। আসলে আমরা মুখে মুখে বড় বড় লেকচার মারি। কিন্তু কাজের বেলায় ঠন ঠন। শুধু টুইটারের এই সিগনালের জন্য হয়তো বা সিএনএন, বিবিসি, আলজাজিরা এসেছে।
তাই আমরা সবাই টুইটারে অ্যাকাউন্ট খুলি এবং তার সম্পর্কে জানি। অযথা সিএনএন, বিবিসি, আলজাজিরাকে দোষ দিয়ে লাভ কি?

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুলাই, ২০১৬ রাত ১:১২

বিবেক ও সত্য বলেছেন: সরকার শুধু বিরোধীদল নিয়েই আছে। জঙ্গিদের নিয়ে ভাববার সময় নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.