নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি দিনাজপুরের ছেলে

শেখ মোঃ জাকির হোসেন দিনাজপুর

লিখতে না জানলেও কোন একদিন বড় লেখক হওয়ার স্বপ্ন দেখি....

শেখ মোঃ জাকির হোসেন দিনাজপুর › বিস্তারিত পোস্টঃ

এই কুত্তাটাকে আগুনে পুড়িয়ে মারা উচিত... আপনি কি মনে করেন?

০৬ ই জুলাই, ২০১৬ রাত ২:৫৪

গায়ে লম্বা পাঞ্জাবি, পরনে পায়জামা। মুখে দাড়ি, মাথায় টুপি, চোখে চশমা। প্রথম দেখাতেই মনে হবে, নিষ্পাপ পরহেজগার যুবক। এই জানোয়ারটা টুপি-পাঞ্জাবি আর হাজি রুমাল ব্যবহার করে গাঁজা পাচারের ব্যবসায় করে। নাম তাঁর রশিদুল ইসলাম (২৭)। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ভারতীয় সীমান্তবর্তী পশ্চিম বেজ গ্রামের বাসিন্দা। সীমান্ত থেকে মাদক ব্যবসায়ীর হয়ে বিভিন্ন জায়গায় গাঁজা-ফেনসিডিলের চালান পৌঁছে দেওয়াই তাঁর কাজ। সুত্র -এনটিভি

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুলাই, ২০১৬ রাত ৩:০৩

চাঁদগাজী বলেছেন:



মনে হয় না উনি কোটীপতি ব্যবসায়ী; বাংলাদেশ ব্যাংক থেকে টাকা নিতে পারেনি, সোনালী ব্যাংক থেকে হাজার কোটী নেয়নি; আমি তো বড় অপরাধী দেখছি না উনার মাঝে; আপনার গরম ভাতে পানি দিয়েছেন উনি?

২| ০৬ ই জুলাই, ২০১৬ রাত ৩:৪১

পাউডার বলেছেন:
আমরার এলাকায় এক দাড়ি-টুপি-জোব্বা পরা এক সরকারী চাকুরীজীবী রেগুলার গাঞ্জা খাইয়া টাল হয়ে থাকে।

৩| ০৬ ই জুলাই, ২০১৬ ভোর ৪:৪৩

কালনী নদী বলেছেন: এটা কোন খবর হইল? হাবিলদার কয়টা খুশিতে ড্যাব ড্যাব হইয়া আছে। ছবিটা কার মোবাইলে তুলা সেটাও বলা উচিত ছিল।

৪| ০৬ ই জুলাই, ২০১৬ সকাল ১০:০০

বিজন রয় বলেছেন: হা হা হা

৫| ০৬ ই জুলাই, ২০১৬ সকাল ১০:১৫

নতুন বলেছেন: তার সাজা হবে আশা করি। সে যেন জামিন না পায় এবং ১০ বছরের কারাদন্ড হয়।

এই কল্লা চাই/ফাসি চাই মাকা` জজবা দেখে সরে আসুন।

রাসুল সা: কি এই লোকের জন্য পুড়িয়ে মারার সাজা দিতেন? যদি না দিতেন তবে আপনিও সরি বলুন এবং তার আইনানুযায়ী সাস্তি দাবি করুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.