![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখতে না জানলেও কোন একদিন বড় লেখক হওয়ার স্বপ্ন দেখি....
.
ইন্ডিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন- জাকির নায়েকের লেকচার খতিয়ে দেখা হবে যে সেগুলো আসলেই জঙ্গীবাদ প্রমোট করতো কিনা !!
.
গতোকাল একাত্তর টি.ভি 'র একটা টক শো তে দেখলাম.....একজন বক্তা গলা কাঁপিয়ে বলছেন-
" যে বয়সে এদের বিশ্বচলচ্চিত্রের সেরা মুভিগুলো দেখে চোখের পানি ফেলার কথা, সে বয়সে এরা জাকির নায়েকের লেকচার দেখে মাথা খারাপ করেছে !! এরা কি কোনোদিন শহীদ মিনারে গিয়ে ফুল দিয়েছে !!?? দেয় নি.......তাহলে এরা জঙ্গী হবে না তো হবেটা কে !!?? "
.
খুব হাসলাম কিছুক্ষণ..........শহীদ মিনারে গিয়ে ফুল দিলেই কেউ জঙ্গী হতে পারে না- এইরকম থিওরী বাংলাদেশের ' Sold out ' সুশীল ছাড়া আর কে দিতে পারে !!??
.
নিবরাস শ্রদ্ধা কাপুরের সঙ্গে নাচানাচি করেছে........এবার তাহলে গুলশান হামলার জন্যে শ্রদ্ধা কাপুরকেও পরোক্ষভাবে দায়ী করেন !!
তাহমিদ ' ক্লোজ আপ ওয়ান ' এর প্রথম আসরের প্রতিযোগী ছিলো, ক্লোজ আপ ওয়ানকেও ' জঙ্গী তৈরির কারখানা ' ট্যাগ দিয়ে দিন !!
.
আই.এসের লাস্ট ভিডিও'র একজন নাইলা নাইমের এক্স হাজব্যান্ড.....
....এবার নাইলা নাইমকে ব্যান করেন !!
এগুলো নিয়ে প্রশ্ন তুলবে না....এদের যতো চুলকানি জাকির নায়েককে নিয়ে, ইসলামকে নিয়ে !!
ভিডিওটা দেখুন- জাকির নায়েক বহুবার আই.এস ( ইসলামিক স্টেট ) কে নির্ভয়ে ' অ্যান্টি ইসলামিক স্টেট ' বলেছেন.......বলেছেন এরা মুসলমান হতে পারে না !!
.
আমার কথা হচ্ছে- একই ফুল থেকে মৌমাছি নেয় মধু, মাকড়সা নেয় বিষ..........মাকড়সা বিষ নিচ্ছে- এই অজুহাতে কি আপনি পুরো ফুল গাছকেই কেটে ফেলতে পারেন !!??
২| ১১ ই জুলাই, ২০১৬ রাত ১:১৪
গাজী বুরহান বলেছেন: হাঁহাঁ
কত জঙ্গি ডেইলি স্টার পত্রিকা পড়ে। তবে কি ডেইলি স্টার জঙ্গিদের মদদ দাতা?
©somewhere in net ltd.
১|
১১ ই জুলাই, ২০১৬ রাত ১২:৫৮
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ডেইলি স্টার তো এটাও বলেছে যে, জাকির নায়েক মালয়েশিয়াতে নিষিদ্ধ! অথচ এটা সত্য নয়...