নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি দিনাজপুরের ছেলে

শেখ মোঃ জাকির হোসেন দিনাজপুর

লিখতে না জানলেও কোন একদিন বড় লেখক হওয়ার স্বপ্ন দেখি....

শেখ মোঃ জাকির হোসেন দিনাজপুর › বিস্তারিত পোস্টঃ

পিস টিভি খুলে দেওয়া হোক,অাশা করি অামাদের সরকার বিষয়টি পূণঃবিবেচনা করবেন।

১২ ই জুলাই, ২০১৬ রাত ১:০৫


সরকার পীচ টিভি বন্ধ করে দিয়েছে। কারন ডা:জাকির নায়েক নাকি পীচ টিভির মাধ্যমে জঙ্গী সৃষ্টি বা তাদের কাজে উৎসাহ প্রধান করছে। আমরা জানি দেশের আইনের ব্যবস্থা আছে। তার কিছু কার্যপ্রণালী ও আছে। যেমন একজন মানুষ যদি অন্যায় করে তা প্রথমে প্রমান সহকারে অন্যায়কারী অন্যায় করেছে কিনা দেখে তারপর আইনের ব্যবস্থা তার প্রতি রায় দিবে। কিন্তু দু:খের বিষয় আমাদের সরকার ডা:জাকির নায়েকের বিরুদ্ধে কোন প্রমান ছাড়া কয়েক মিনিটের মাধ্যমে পীচ টিভি বন্ধ করে দিয়েছে। আর সরকারের সাথে কিছু সায় দিচ্ছে বিধাআত পন্থী লোক। ডা:জাকির নায়েক এমন এক লোক যে বিভিন্ন ধর্মের তার অসাধারান জ্ঞান। আর সে জ্ঞানের মাধ্যমে সে প্রমান করে দেখিয়াছে সত্যর ধর্ম আসলে কোনটি। আমাদের সমাজের মাওলানারা বছরের পর বছর একজন অমুসলিম কে দাওয়াত দিয়ে ও মুসলমান বানাতে পারে না। আর ডা: জাকির নায়েক কয়েক মিনিটে বস্তুনিষ্ট বক্তব্যর মাধ্যমে অমুসলিমকে মুসলিম বানিয়াছে। আর আজ তার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে এ দেশে কিছু মুখোশ দারী বিধাআতপন্থী। যদি তারা জাকির নায়েকের ইসলামের দাওয়াতের কাজ বন্ধ করতে পারে তাহলে তারা নতুন করে পীর,কবর পূজা এবং বিভিন্ন শেরেকী কাজে লিপ্ত হতে পারবে। আমি জাকির নায়েকের অনেক লেকচার দেখেছি। সে সব সময় জঙ্গী বিরুদ্ধে কথা বলেছে। সে কখনো আই, এস এর পক্ষে কথা বলেনি। বরং আই.এসের কার্যপ্রনালী সঠিক নয় সে ব্যপারের সব সময় কথা বলেছে। অথচ আজ সরকার তার বিরুদ্ধে মিথ্যা অপব্যাখা দিচ্ছে।যা একান্ত ভাবে দু:খের বিষয়। কিছুদিন আগে ও আমাদের নাট্যকর্মীরা ভারতের ষ্টার ,জলসা বন্ধ করারা জন্য মানব বন্ধন করেছে। অথচ সরকার কোন ব্যবস্থা নেই নি। ষ্টার ,জলসা দেখে আমাদের সমাজ কি শিখতে পারছে। বউ শাশুড়ি কুটনামি,যৌথ ফ্যামিলি বাধ দিয়ে একক ফ্যামিলি।পর্দা বাধ দিয়ে শরীর দেখানো আষ্টে পিষ্টে ছোট্ট পোশাক। আর সে পোশাকের জন্য মাঝে মাঝে আত্মহত্যা করতে দেখা যায় আমাদের বোকা ছেলে মেয়েদের। অথচ এসব কাজ আমাদের মুসলিম সমাজের জন্য কাম্য নয়। অথচ সরকার সব সময় ঘুমিয়ে থাকে। অথচ পীচ টিভির মাধ্যমে আমরা কোরআন এবং হাদীসের এলেম জ্ঞান অর্জন করতে পারি। মা বোনেরা ঘরে বসে পর্দা এবং তাদের পরিবারের কতর্ব্য শিখতে পারে । ইসলাম নারীকে কি ভাবে সম্মান দিয়েছে তা তারা পীচ টিভির মাধ্যমে জানতে পারে। আমরা শয়তানের টিভি চালু রাখি এবং সমাজকে অর্ধপতনের দিকে নিয়ে যাই আর পীচ টিভি বন্ধ করে আল্লাহর নিমকহারামী করি এবং আল্লাহর রহমত থেকে দূরে থাকি। আল্লাহ তালা আমাদের সরকারকে সত্য বুজার তফিক দান করুক। ইনশাআল্লাহ পীচ টিভি বন্ধ করে রাখতে পারবে না। সত্যকে কখনো চাপা দিয়ে রাখা যায় না। আল্লাহ তালা আমাদের সকলকে সত্য বুজার ক্ষমতা দিক এবং তা আমল করার তৌফিক দান করুন। (আমিন)

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১২ ই জুলাই, ২০১৬ সকাল ৮:৪২

নীলাকাশ ২০১৬ বলেছেন: জাকির নায়েকের কোন বক্তব্যের মাধ্যমে কেউ জংগী হতে উৎসাহ পায়, সেটা কোন মিডিয়াতেই দেখানো হ।য়নি।

পীস টিভি বন্ধের একমাত্র উদ্দেশ্য হল ভারত সরকারের আনুগত্য লাভ করা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.