| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
zaku
আমি সহ আমার বাকি চার ভাইবোনের জন্ম হয়েছিল একটা গোয়াল ঘরে। সে ঘরে প্রতিদিন সাপ এসে গাভির দুধ খেয়ে যেত। আমরা আতংকে জড়সড় হয়ে সাপের দুধ খাওয়ার দৃশ্য দেখতাম। সাপ সম্ভবত কুকুরের সাথে খুব একটা বিবাদে যায় না। আমাদের সাথে সে সাপের বিবাদের কথা কেউ কখনো বলেনি।
নগেন্দা, খবর শুনেচ নিচ্চয়
তুই তো দেকি আমার মতই ওয়ে গেলি রে বিপিন ! কিচু কয়েচিস নাকি সক্কাল সক্কালই আজ মেরে দিয়ে এলি ?
খবদ্দার দাদা, ও কতা মুকেও এনো না। ওসব ছেড়ে দিয়েচি বহু আগেই। সন্ধ্যার পরে একন এট্রু আধটু মুচি বাড়িতে বিধবা মাসির ঘরে কেত্তন শুনতে যাই। আর কিচু নয়।
ও তাই বল। এত সুন্দর কেত্তন কে শোনায় রে, হরির বউ বুঝি ? তাই আজ আর কোঠা ঘরের দিকে পা মাড়াস না ?
তোমার সাতে কতা বলার এই এক যন্তনা। এয়েছিলাম তো ওই হরিদার কতা বলতেই। মাঝখানে তোমার যত্তসব উল্টাপাল্টা কতা... আসল ঘটনা শোন তাওলে। হরি দা, ওই যার বউ কেত্তন শোনায় আর কি ! শালার চরিত্র আর রইল না বুজলে। গত পরশু রাতে বারো তের বছরের দুই বেদে মাগিকে ধার করে তিনশ দিয়ে দিয়েচে অথচ আদায় কত্তে পারেনি কিচুই......... হা হা হা হা... অতচ আমি খালার ঘরে পাই পয়সা ঢাললেও ক্ষতি নেই কোন। পুষিয়ে নিয়ে আসি একেবারে কড়ায় গণ্ডায়।
বুজলুম। হরির বউ তোকে কেত্তন শোনায়। হরির চরিত্রের ঠিক নেই।
০৮.১২.১৫ইং
২|
০৮ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪০
কাজল মাহি বলেছেন: আমি একটা পোস্ট করলাম কিন্তু আমারটা প্রথম পেজে আসলো না কেন?
৩|
০৯ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৪৪
zaku বলেছেন: না বলচিলুম কি দাদা, হরি ধার করে তিনশ দান করেচে দুই বেদেনীকে আর তাতেই হরি চরিত্র খুইয়েচে। এদিকে যে সারারাত হরির বউয়ের কেত্তন শুনে কাটায় সে কিনা হরির সার্টিফিকেট দিয়ে বেড়ায়.।।।!!!
©somewhere in net ltd.
১|
০৮ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১০
আরণ্যক রাখাল বলেছেন: চরিত্র! চরিত্রের দেখি মা মাসি নেই