নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জালটাকা

আমি অপেক্ষায় আছি ...................... কিছু অথবা কারও জন্য.............

জালটাকা › বিস্তারিত পোস্টঃ

ক্যামেরা অভিজ্ঞরা পরামর্শ দিয়ে একটু সাহায্য করুন

১৬ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৩০

আমি একটা ক্যামেরা কিনতে চাই কিন্তু ক্যামেরার খুব বেশী একটা বুজি না। সুতরাং ক্যামেরায় অভিজ্ঞ বন্ধুরা যদি পরামর্শ দিতেন তাহলে খুব উপকার হত।

বাজেট ২০,০০০ টাকা এর মধ্যে। উদ্দেশ্য সাধারন ব্যবহার। ফটোগ্রাফি করার জন্য নয়, নিজেদের/ বন্ধুদের ছবি তোলার জন্য।

আমি নেট থেকে দেখে যে মডেলগুলো ভালো লাগছে-

১) Nikon Coolpix L330
২) Canon PowerShot SX510 HS
৩) Nikon Coolpix L320
৪) Nikon Coolpix L830

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৬ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৪২

ভিজামন বলেছেন: সনি সাইবারসট ডাবলিউ এক্স ৩০০

২| ১৬ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:২১

নক্‌শী কাঁথার মাঠ বলেছেন: ক্যাননই ভালো। ইমেজ সেন্সর CCD দেখে কিনবেন, CMOS সেন্সর হলে কিনবেননা এই প্রাইস রেন্জে। সিমোস ডিএসএলআর এর জন্যই ভালো, পয়েন্ট এ্যান্ড শ্যুট এর জন্য না।

১৬ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৩২

জালটাকা বলেছেন: 4x AA Batteries ভাল নাকি Lithium?

৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:০৮

নক্‌শী কাঁথার মাঠ বলেছেন: লিথিয়াম ব্যাটারি ভালো, কারন দ্রুত চার্জ দেয়া যায়। ক্যামেরা কেনার সময় একটা অতিরিক্ত অরিজিনাল ব্যাটারি কিনে নেয়া ভালো, যদি অন্য একটা ক্যামেরা থেকে খুলে দেয়। কারন ১০০% জেন্যুইন ব্যাটারি সাধারনত পাওয়া যায়না। AA ব্যাটারির সুবিধা হলো দাম কম, যতো ইচ্ছা কিনে সাথে রাখা যায়, তবে চার্জ হতে অনেক সময় নেয়।

৪| ১৬ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৪৯

মাহমুদ তূর্য বলেছেন: আর কিছু টাকা যোগ করে ডিএসএলআর কিনুন। নাইকন ৩১০০ বা ক্যানন ডি১১০০ কিনতে পারেন।

৫| ১৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:২৩

নীরবপাঠক বলেছেন: ১০ এর উপরে কমপ্যাক্ট ক্যামেরা না কেনাই ভাল।আর ক্যানন কিনাটাই সবচেয়ে ভাল হবে।আর কিছু টাকা যোগ করে ডিএসএলআর কিনুন। নাইকন ৩১০০ বা ক্যানন ডি১১০০ কিনতে পারেন।২৮ হলে মনে হয় পাবেন।ভুলেও এত টাকা দিয়ে পয়েন্ট অ্যান্ড শুট কিনবেন না।

৬| ১৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৫৭

নতুন বলেছেন: এখন মোবাইলেই তো ক্যামেরার কাজ হয়....

ক্যামেরা কিনলে ডিএসএলআর... নতুবা আপনার মোবাইল ফোনই নিজের/বন্ধুের..অনুস্ঠানের ছবি তোলার কাজ হয়ে যায়...

দেশের বাইরে আইফোন ৫ বা স্যামসাং ৪এস এর মতন সেট এই রকমের দামে পাবেন...

আর যদি কমপ‌্যাক্ট/পয়েন্ট এন্ড সুট ক্যামেরা কিনতেই হয়... তবে মনেহয় লিথিয়াম ব্যাটারীওলা ভাল.....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.