![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলা ভাষা মায়ের ভাষা,
তাই বাংলায় কথা বলি।
মনের শত কথামালা সব,
বাংলায় প্রকাশ করে চলি।
বাংলায় লিখি গল্প-কবিতা,
বাংলায় বাঁধি গানের সুর।
হৃদয় ছুঁয়ে যায় কোটি প্রাণে,
সুখ মেলে তবুও থাকলে বহুদূর।
বাংলায় কেবলি খুঁজে পাই,
মনে অনাবিল এক প্রশান্তি।
অন্য ভাষায় ভরে না হৃদয়,
ব্যকুল হৃদয় খুঁজে বাংলায় তৃপ্তি।
বাংলা আমার রক্তে মিশে,
করেছে আমাকে ধন্য।
সেই বাংলাকে বাঁচাতে ওরা,
বিলিয়েছে জীবন ভাষার জন্য।
ফেব্রুয়ারির একুশ তারিখে,
প্রভাতফেরি চলে সারিসারি।
খালি পায়ে ফুল হাতে ছুটে চলে,
গায় ‘তোমাদের ভুলিতে না পারি’।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪১
দুরের মেঘ বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।
২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৭
আমি বাঁধনহারা বলেছেন:
ভাষার জন্য যাঁরা করেছিল জীবন বলিদান
আমরা আজ ভুলে গেছে তাঁদের অবদান।
রক্ত দিয়ে যাঁরা রেখেছিল বাংলার মান
আমরা বাংলা ভুলে গাচ্ছি বিদেশি গান।
ভাষা শহিদদের রক্ত আজ হয়েছে বৃথা
আমরা আজ বলি বিদেশি ভাষায় কথা।
রফিক,শফিক,সালাম,বরকত,জব্বার কত নাম
সব ভাষা সৈনিকদের জানাই সশ্রদ্ধ সালাম।
ভালো লাগল
+++++++++++
ভালো থাকবেন
মনে রাখবেন!!!
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪২
দুরের মেঘ বলেছেন: আপনার লেখাটিও ভালো লাগল। আপনাকে অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫০
shfikul বলেছেন: +