![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এতিম, দরিদ্র, মুসাফির। হাঁটছি পৃথিবীর পথে পথে, অনিশ্চিত এক গন্তব্যের উদ্দেশে। আক্ষরিক অর্থেই আমি পথিক। একে একে জীবনযাত্রার সব সুতো কেটে দিচ্ছি। কাগজের নৌকা দিয়ে সাগর পাড়ির দুরন্ত প্রয়াস, যে সাগরের পাড় নেই। আমি একটি রাজ্যের মালিক, রাজা। রাজ্য পুনরুদ্ধার ও নিয়ন্ত্রণ ক্ষমতা অর্জনে চেষ্টিত। আমি মানবতার মুক্তির জন্য বিবেকের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। শোষিত-বঞ্চিতের পাশে দাঁড়াতে চাই।
১/ আমার কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙ্গে যাচ্ছে। তবু ফ্রেন্ডলিষ্টে অনেক আওয়ামীপন্থি, বামপন্থি ও শাহবাগপন্থিরা থাকায় কটু মন্তব্য করে তাদের অনুভূতিতে আঘাত দিতে চাই না। তবে একটি কথা বলব, শাহবাগিরা ক্ষমা চাইলে ক্ষমা করা হবে। আর সরকারকে বলছি, লংমার্চে বাধা দিয়ে আগুনে ঘি ঢাললে কি আপনাদের লাভ হবে? সত্তর আলেমগণের সঙ্গে সমঝোতার প্রস্তাব পেশ করুন। আমরা সহযোগিতা করব ইনশাল্লাহ।
২/ আওয়ামী, ইসলামী, শাহবাগি বা কোন পক্ষের সমর্থনকারী কেউই উসকানীমূলক কিছূ না বলার অনুরোধ করছি। কারণ এতে পরিস্থিতি আরো উত্তপ্ত হবে। আসুন, সবাই মিলে শান্তিপূর্ণ সমাধানের পথ খুজিঁ।
৩/ আওয়ামী লীগ ও শাহবাগিরা জামায়াতের ফাঁদে পা দিয়েছিল, তাই আজ তাদের মরণদশা। এরা বুঝতে পরেনি, নাস্তিক নাস্তিক বলে জামায়াত তাদের কোন দিকে ঠেলে দিচ্ছিল। Imran H Sarker, এই সময়টাতে আপনাদের ধৈর্যের পরিচয় দেয়া উচিত ছিল। যাহোক, আমরা আবার নতুন করে শুরু করতে পারি। সম্মানজনক পশ্চাদপসরণ বলে একটা কথা আছে। একগুয়েমি না করে আপনি আলেমগণের সঙ্গে আলোচনার প্রস্তাব দিন। কেননা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। আলেমগণের শান্তিপূর্ণ আন্দোলনকে জামায়াতের নাশকতা ভাবলে ভুল করবেন। সমাধানের পথ খুঁজুন, আমি আপনার সঙ্গে আছি।
৪/ ধন্যবাদ আল্লামা আহমদ শফী, ধন্যবাদ হেফাজতে ইসলাম, ওয়াদা রক্ষা করায়। আবারও প্রমাণ হল বাংলার আলেমগণ শন্তিপ্রিয়। ক্বওমী শিক্ষার্থীদের বলছি, আপনারা আওয়ামী, শাহবাগি ও নাস্তিক এবং তাদের দোসর কতিপয় টিভি চ্যানেলের উস্কানীতে কান দেবেন না। সর্বাবস্থায় ধৈর্যের পরিচয় দেবেন আশা করি। আর ইমরান সরকার, আরিফ জেবতিক ও অমি পিয়ালকে বলছি, আপনারা মুসলিম সন্তান। শাহবাগের এই নারী-পুরুষ খেলা বন্ধ করে দিন। যারা ইসলাম ও নবীকে কটাক্ষ করেছে তাদের ক্ষমা চাইতে বলুন। ব্যস, ঝামেলা চুকে যাবে। আল্লামা আহমদ শফী কতটুকু ভাল মানুষ, তার সঙ্গ না পেলে বুঝবেন না। আপনাদের চ্যালেঞ্জ করছি, আপনাদের প্রতিটি প্রশ্নের জবাব আমার কাছে আছে। মিডিয়ার সামনে আপনাদের যেকোন প্রশ্নের জবাব দিতে ইনশাল্লাহ আমি প্রস্তুত। আল্লাহ, রাসূল, ইসলাম- এসবের তাত্ত্বিক ভিত্তি খুবই মজবুত। আপনাদের প্রশ্নের তাত্ত্বিক জবাবগুলো পেলে আশা করি আমাদের সঙ্গে আপনাদের দূরত্ব কমে যাবে।
৫/ (ক) ইমরানরা রঙ দেখেছে, রঙের 'ডিব্বা' দেখেনি। সে নাকি বলেছে হেফাজতের রক্তে শাহবাগের কী যেন হবে। সে কি রক্তারক্তির খেলায় মেতে উঠতে চায়!! যদি সত্যিই সে এমন কথা বলে থাকে তাহলে ওর মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তোলা যায়।
(খ) ওরা অমন আতঙ্ক নিয়ে কীভাবে শাহবাগে অবস্থান করে? বার বার ওদের কানে বাজে- শিবির আসছে, তোদের কাটবে; হেফাজত আসছে, তোদের মারবে। পালা, জলদি পালা!! পুলিশ ডাক। হায় খবরে শুনলাম হেফাজত ধেয়ে আসছে ওদের দিকে, ওদের সামান্য 'হেফাজত' করতে, কিন্তু দেখিনি। উল্টো শুনেছি ওরাই হেফাজতের কর্মীদের যাওয়ার পথে ধাওয়া ও মারধর করেছে। সত্য-মিথ্যা জানি না।
(গ) একজন মহিলা সাংবাদিককে 'হেফাজতের কর্মীরা' মারধর করেছে। প্রথমে সেই মহিলা সাংবাদিকার প্রতি গভীর সমবেদনা জানাই। অত:পর, তার সেখানে যাওয়া ঠিক হয়নি। উল্লেখ্য যে, হেফাজত নেতাকর্মীদের লাখলাখ মা-বোন ও নারী সমর্থক থাকা সত্ত্বেও কেন সংখ্যা বাড়ানোর জন্য তারা সেখানে নারীদের নেননি সেটা বুঝা তার উচিত ছিল। তবে আমি মনে করি ভুলটা তার নয়, তাকে যারা পাঠিয়েছে- সেই চ্যানেলের। দ্বিতীয়ত এই চ্যানেলটি যদি আগে উল্টাপাল্টা বলে থাকে তাহলে সাধারণ কর্মীদের দ্বারা এমন ঘটনা স্বাভাবিক। তৃতীয়ত, অন্যকেউও এটা করে থাকতে পারে।
(ঘ) লংমার্চে স্বশরীরে অংশ নিয়েছে হুজুরদের তিন বা পাঁচ ভাগের এক।
©somewhere in net ltd.