![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এতিম, দরিদ্র, মুসাফির। হাঁটছি পৃথিবীর পথে পথে, অনিশ্চিত এক গন্তব্যের উদ্দেশে। আক্ষরিক অর্থেই আমি পথিক। একে একে জীবনযাত্রার সব সুতো কেটে দিচ্ছি। কাগজের নৌকা দিয়ে সাগর পাড়ির দুরন্ত প্রয়াস, যে সাগরের পাড় নেই। আমি একটি রাজ্যের মালিক, রাজা। রাজ্য পুনরুদ্ধার ও নিয়ন্ত্রণ ক্ষমতা অর্জনে চেষ্টিত। আমি মানবতার মুক্তির জন্য বিবেকের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। শোষিত-বঞ্চিতের পাশে দাঁড়াতে চাই।
Zakir Mahdin
ধন্যবাদ আল্লামা আহমদ শফী, ধন্যবাদ হেফাজতে ইসলাম, ওয়াদা রক্ষা
করায়। আবারও প্রমাণ হল বাংলার আলেমগণ শন্তিপ্রিয়। ক্বওমী শিক্ষার্থীদের বলছি, আপনারা আওয়ামী, শাহবাগি ও নাস্তিক এবং তাদের দোসর কতিপয় টিভি চ্যানেলের উস্কানীতে কান দেবেন না। সর্বাবস্থায় ধৈর্যের পরিচয় দেবেন আশা করি। আর ইমরান সরকার, আরিফ জেবতিক ও অমি পিয়ালকে বলছি, আপনারা মুসলিম সন্তান। শাহবাগের এই নারী-পুরুষ খেলা বন্ধ করে দিন। যারা ইসলাম ও নবীকে কটাক্ষ করেছে তাদের ক্ষমা চাইতে বলুন। ব্যস, ঝামেলা চুকে যাবে। আল্লামা আহমদ শফী কতটুকু ভাল মানুষ, তার সঙ্গ না পেলে বুঝবেন না। আপনাদের চ্যালেঞ্জ করছি, আপনাদের প্রতিটি প্রশ্নের জবাব আমার কাছে আছে। মিডিয়ার সামনে আপনাদের যেকোন প্রশ্নের জবাব দিতে ইনশাল্লাহ আমি প্রস্তুত। আল্লাহ, রাসূল, ইসলাম- এসবের তাত্ত্বিক ভিত্তি খুবই মজবুত। আপনাদের প্রশ্নের তাত্ত্বিক জবাবগুলো পেলে আশা করি আমাদের সঙ্গে আপনাদের দূরত্ব কমে যাবে।
শেখ রফিকুন্নবী :
Zakir Vai jara dhormo nia kotukti kore tader songkha Khub olpo ebong sera sompurno tader bektigoto,kintu ajker meeting theke pura moncho vangar Dabi janano hoise. Eita keno?
Ar jara ugro nastik tader kaj ki sahbag er moncho ba sahbag er sathe ekattota prokash kora sobar kaj mone koren?
Jodi mone koren taile ki ajk j ek mohila k Gaye hat Tula hoilo seita hefajot er sommilito kaj bolbo jehetu oikhankar ghotona?
Anju Ferdousy :
জামায়াত ও মওদুদী বিরোধী হিসেবে হেফাজতে ইসলামের নেতা আল্লামা আহমদ শফির বেশ সুনাম আছে। সারা জীবন তিনি জামায়াতের বিরুদ্ধে লড়ে গেছেন। ব্রিটিশবিরোধী আন্দোলনের নেতা আল্লামা সাইয়্যেদ হুসাইন আহমাদ মাদানীর প্রিয় শিষ্য তিনি। অল্প সময়েই তিনি খেলাফতপ্রাপ্ত হন।
কিন্তু আজকের লংমার্চ যেখানে প্রশ্নবিদ্ধ, সেটা নিয়েই আলোচনা করব।
আল্লামা আহমদ শফির শিক্ষক আল্লামা সাইয়্যেদ হুসাইন আহমাদ মাদানী জামায়াত সম্পর্কে কঠোর সব মন্তব্য করেছিলেন। 'বড় মুরতাদ' হিসেবে আখ্যা দিয়েছেন মওদুদীকে।
জামায়াতের আক্বিদায় বিশ্বাসী ইমামের পেছনে নামাজ শুদ্ধ হবে না বলেও মন্তব্য করেছেন হাটহাজারী মাদ্রসার শিক্ষকরা।
মওদুদী দলের সঙ্গে উঠাবসা ও সংশ্রব রাখা মুসলমানদের জন্য জায়েজ নয়, বলেছেন মুফতী ফয়জুল্লাহ [হাটহাজারী, চট্টগ্রাম]।
স্বয়ং আল্লামা আহমদ শফি বলেছেন, কাদিয়ানিদের চাইতেও বড় ফেতনা হলো জামায়াতে ইসলাম।
কিন্তু প্রশ্ন হচ্ছে হেফাজতে ইসলামের ১৩ দফায় কাদিয়ানিদের নিষিদ্ধ করার দাবিটি আছে। অথচ তাদের এতদিনের জামায়াত বিরোধী দাবির ছিটেফোটাও নেই এই ১৩ দফায়। সন্দেহটা এখানেই। (source : দাউদ হোসাইন রনি)
Zakir Mahdin :
আপু, এখানে কৌশলগত একটি ব্যাপার কাজ করছে। সরকারের মেয়াদ প্রায় শেষ, এখন এই দাবি করলেই কি আর না করলেই বা কি। তাছাড়া সরকার এই ইস্যুটিকে কেবল ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করছে এই অভিযোগ বিজ্ঞ মহলের।
শেখ রফিকুন্নবী :
Eto sanghorsik kousol Nile ki hobe?
শেখ রফিকুন্নবী :
আল্লামা আহমদ শফী কতটুকু ভাল মানুষ, তার সঙ্গ না পেলে বুঝবেন না।---- শাহবাগের আন্দোলন যে নাস্তিকদের আন্দোলন ছিলনা সেটা ও আল্লামা সফি বুঝেন নাই। আর উনাকে আপনারা ও বুঝান নাই। সমাধান অনেক সুন্দর ভাবে হইতে পারত কিন্তু আপনারা সেটা হইতে দিলেন না। ''সমস্ত নাস্তিক দের ফাঁসি চাই'' এই শ্লোগান আর ব্যানার আপনাদের। কিন্তু ফাঁসি দিয়ে নাস্তিকতা কমাতে পারবেন নাকি আস্তিকতা বাড়াতে পারবেন? একটা বার ও আলোচনা করতে উদ্যগি হলেন না।
Anju Ferdousy :
Zakir Mahdin, দাউদ হোসাইন রনিঃ "কওমী মাদ্রাসায় পড়ুয়া আমার এক বন্ধু জানালেন, 'আল্লামা আহমদ শফি খুবই সজ্জন একজন ব্যক্তি। তাকে তার আশপাশের কয়েকজন জামায়াতপন্থী মাওলানা উল্টাপাল্টা কিছু বুঝিয়েছেন। তাছাড়া উনার বয়স এখন প্রায় ৯০। সব কিছু ভুলে যান তিনি। আর এই ফায়দাটাই নিচ্ছে সুবিধাবাদীরা" উনাকে বিক্রি করে জামায়ত যে রাজনৈতিক ফায়দা লুটছে, সেটা আপনাদের দেখতে হবে । ইমরান সরকার উনাদের সাথে কথা বলতে চেয়েছেন, আমার ধারণা ঊনাকে সেটা জাননো হয়নি । একুশে টেলিভিশনের স্টাফ রিপোর্টার নাদিয়া শারমিনকে বেধড়ক পিটিয়েছে হেফাজতে ইসলামের (আমার ধারণা জামাতের চেলারা এই কাজ করেছে) নেতাকর্মীরা। তার অবস্থা গুরুতর। এই ধারা চলতে থাকলে তার ম্যাজিক বেশি দিন কাজ করবে না । ধর্ম প্রান মুসলমান বোকা নন । আমার মণে হয়, আপনারা যারা শন্তিপ্রিয় প্রকৃত ধর্মভীরু আপনাদের উদ্দ্যেগি হয়ে উনার সম্মান রক্ষা করা উচিত । সারা জীবন যে মানুষটি ভাল কাজ করে গেছেন, জিবনের শেষ লগ্নে তাকে এই ভাবে ব্যবহার হতে দেওয়া উিত নয় । He doesn't deserve it ! বাংলাদেশে ইসলাম ধর্ম কোন হুমকির মুখে নয়, কখনও ছিল না । ভাল থাকবেন !
Zakir Mahdin :
Anju Ferdousy, আপনার কথা যথার্থ। আর আমার পক্ষে কিছু করা সম্ভব হচ্ছে না যেহেতু আমি রাজনীতি, মিটিং-মিছিল সবকিছু এড়িয়ে চলছি। আমার কাজ গবেষণা, আর ভবিষ্যতে কাজ করা। তবে মিডিয়া সুযোগ দিলে হয়তো সামান্য করতে পারতাম। তারপরও বিতর্কিত হবার ভয় থাকে। আমার জানামতে বেশিরভাগ নিরপেক্ষ ব্যক্তিগণ এই কারণেই দূরে থাকেন। বাংলাদেশের রাজনীতি বড় জটিল। তাই এক্ষেত্রে আপনারও দায়িত্ব আছে। আপনার যেকোন উদ্যোগে সাথে থাকব।
Junaed Galib :
যারা আল্লাহ রাসুল কে নিয়ে যারা কটুক্তি করেছে, কোনো বাছ বিচার না করে ঢালাওভাবে তাদের কে ছেড়ে দেবার দাবি জানানো হয়েছে শাহবাগ থেকে - কটুক্তি কে একরকম ''মুক্তচিন্তা'' বলে চালিয়ে দেবার চেষ্টা করা হয়েছে। এইরকম ঔধ্যত্ত্য আর গোড়ামী কোনো সু-শিক্ষিতের কাজ হতে পারেনা। আশ পাশ দিয়ে যথারীতি বলা হচ্ছে, যে ''যুদ্ধাপরাধীদের'' বাচানোর জন্যই হেফাজত এর কর্মসূচি। লংমার্চ অবরোধ করার জন্য সব বাধা দেয়া হয়েছে - এরপর শাহবাগ এর মঞ্চের থাকার আর কোনো নৈতিক কিংবা বাস্তবিক অধিকার নাই।
শেখ রফিকুন্নবী :
যারা আল্লাহ রাসুল কে নিয়ে যারা কটুক্তি করেছে, কোনো বাছ বিচার না করে ঢালাওভাবে তাদের কে ছেড়ে দেবার দাবি জানানো হয়েছে শাহবাগ থেকে - কটুক্তি কে একরকম ''মুক্তচিন্তা'' বলে চালিয়ে দেবার চেষ্টা করা হয়েছে। এইরকম ঔধ্যত্ত্য আর গোড়ামী কোনো সু-শিক্ষিতের কাজ হতে পারেনা। ---- ইসলামী লোকেরা ঢালাও ভাবে সবাইরে নাস্তিক বলতেছে। তাইলে দুইজনের পার্থক্য কি?
Junaed Galib :
যেই মনে মনে নাস্তিক হোক তাতে আমার কিছু আসে যায় না - কিন্তু, কটুক্তি কারীদের সমর্থন দেয়াকে সমর্থন করিনা। শাহবাগ কটুক্তি কারীদেরকে ঢালাওভাবে সমর্থন করছে। নাস্তিক হলেই যে কটুক্তি করতে হবে, অসম্মান করতে হবে মানুষের সংবেদনশীলতা নিয়ে বাজে খেলা খেলতে হবে এমন কোনো কথা নেই। শাহবাগী রা ভালো করেই জানে করা করা কটুক্তি করেছে - তাদেরকে ধরে পুলিশে দিল না কেন ?
শেখ রফিকুন্নবী :
কতুক্তিকারিকে কোন সুস্থ মানুষ ই সমর্থন করবেনা। আপনি প্রশ্ন করলেন সাহবাগিরা কেন ধরিয়ে দিলনা। আমার দেশ কেন আর ও আগে এইসব এর গবেশনা করলনা? ওরা আর ও অনেক আগে থেইকেই এরকম লিখে।
Junaed Galib :
ভাই পারস্পরিক প্রশ্নের তো দেখা যাচ্ছে শেষ নাই - আপনার সাথে আমার মত দেখা যাবে অনেকটাই মিলে যাবে কিন্তু একটুখানি অমিল থাকবে। মিল টা আমি আগেই বলে দিচ্ছি - আমি হেফাজত এর দাবির সাথে পুরোপুরি একমত না। আর অমিল তা হলো, শাহবাগী কার্য্যকলাপ বন্ধ করতে হবে কারণ তারা আপনার এবং আমার ভাষায় তারা অসুস্থ্য।
Zakir Mahdin :
এই এখানে আমরা যদি পরস্পরকে ছাড় দিতে না পারি, সম্মান করতে না পারি, কিছু যুক্তি পরিহার করতে এবং নিজেকে প্রশ্ন করতে না পারি তাহলে আমাদের এসব চিল্লাচিল্লির মানে নেই। আমরা ভণ্ড। প্রত্যেকে কিছু প্রশ্ন নিজেকে করলেই অনেক উত্তর এসে যায়। আমরা শাহবাগিদের দোষ দিচ্ছি, হেফাজতের সমালোচনা করছি, অথচ নিজের দোষ স্বীকার করছি না, দায়িত্ব অনুধাবন করছি না। অন্যের সমালোচনা তো সবাইই করতে পারে।
Zakir Mahdin :
Junaed Galib ভাই, এ পর্যন্ত আপনাকে দেখেছি যথেষ্টই ধৈর্যের সঙ্গে মেপে মেপে যৌক্তিক কথা বলেন। কিন্তু আজ যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে এ অবস্থান ঠিক রাখা কত কঠিন তা এখন বুঝি। আমার কথায় কিছু মনে করবেন না।
Junaed Galib :
Zakir Mahdin ভাই, ধৈর্য্য চর্চা করার চেষ্টা করছি। আজকের বিদ্বেষী পরিস্থিতি একদিনে তৈরী নাই - আমার বয়স ২৯ - পনের ষোলো বছর বয়স থেকে দেখে আসছি নাটক, সিনেমা, মিডিয়া তে বিশেষত ইসলাম ধর্মীয় লেবাস কে ''খল'' চরিত্রায়ন করা। তারপরেও সমাজে কর্পোরেট বানিজ্যের নাম নারীদের পণ্য হিসেবে যথেচ্ছা বেবহার করা - ধর্ম কে শো-কেস এ সাজিয়ে রাখার রাষ্ট্রীয় বেবস্থা ইত্যাদি। ''মুক্তচিন্তার'' নাম দিয়ে মধ্য-যুগিয় উপায়ে গায়ের জোর খাটিয়ে বিশেষত ইসলাম ধর্মের নামে যা ইচ্ছা তাই বলা - তারপর আলেম সমাজ এর মৌনতা, ভদ্রতা কে দুর্বলতা হিসেবে ধরে নিয়ে অপরাজনীতি চালিয়ে যাওয়া - চোখে অন্ধকার দেখি - কার উপরে খেদ ঝাড়ব বুঝতে পারছি না - তাই ধৈর্য্য ধরে আছি।
©somewhere in net ltd.