নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আধ্যাত্মিক পুরুষ, ধর্মগুরু; খানকা থেকে বলছি।

মুসাফির। হাঁটছি পৃথিবীর পথে পথে, অনিশ্চিত গন্তব্যে। কাগজের নৌকা দিয়ে সাগর পাড়ি দেবার দুরন্ত প্রয়াস

জেড মাহদিন

আমি এতিম, দরিদ্র, মুসাফির। হাঁটছি পৃথিবীর পথে পথে, অনিশ্চিত এক গন্তব্যের উদ্দেশে। আক্ষরিক অর্থেই আমি পথিক। একে একে জীবনযাত্রার সব সুতো কেটে দিচ্ছি। কাগজের নৌকা দিয়ে সাগর পাড়ির দুরন্ত প্রয়াস, যে সাগরের পাড় নেই। আমি একটি রাজ্যের মালিক, রাজা। রাজ্য পুনরুদ্ধার ও নিয়ন্ত্রণ ক্ষমতা অর্জনে চেষ্টিত। আমি মানবতার মুক্তির জন্য বিবেকের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। শোষিত-বঞ্চিতের পাশে দাঁড়াতে চাই।

জেড মাহদিন › বিস্তারিত পোস্টঃ

ঘৃণার বিনিময়ে ছড়িয়ে দাও ভালোবাসা

১০ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৯

শুরু থেকেই সঠিক নীতিমালা ও এর প্রয়োগ না করে সরকার একদমই ঠিক করেনি। কিছু সমাজ-বিচ্ছিন্নদের আজে-বাজে লেখার দরুন ব্লগ-ফেসবুক এখন সবার মুখে মুখে। এতে পরিবার ও সমাজবিচ্ছিন্নদের সংখ্যা আরো বাড়ছে। নেটে অতিরিক্ত সময় দিতে গিয়ে আমার মানসিক শান্তি বিনষ্ট হচ্ছে, পড়াশুনা বিঘ্নিত। আমি কখনোই কাউকে নেট ব্যবহারে উৎসাহ দেই না। যত বাস্তববাদীই হোক, অতিরিক্ত নেট ব্যবহারে ক্রমশ পরিবার ও সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। আমাদের আলোচনাগুলো যতবেশি সম্ভব বাস্তব টেবিলে টেনে আনা উচিত। আমি শাহবাগে ইমরানদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যেতাম। কিন্তু দিন দিন ওরা যে উগ্রমূর্তি ধারন করছে, আমাকে আস্ত ফিরতে দেবে কি না সন্দেহ



বিশ্বাস করুন, আমি টকশো-নাইট শো একদম দেখি না। শুনলাম সেদিন Golam Mowla Roni (MP of Al) শাহরিয়ার কবিরকে 'সাইজ' করেছে। আসলে এ ধরনের সাইজ ইসলামসম্মত না। এর দ্বারা বিরোধিরা আরো ক্ষুব্ধ হয়, ইসলাম থেকে দূরে সরে। যা ইসলামের মৌলিক উদ্দেশ্যের সঙ্গে সাংঘর্ষিক। আর রনির কথা শুনলে মনে হবে তিনি খুবই আল্লাহপ্রেমিক ও আশেকে রাসুল। কিন্তু আমার মনে হয় এগুলো জনপ্রিয়তা অর্জনে অপকৌশল। যদি প্রকৃতই ইসলামের প্রতি তার আনুগত্য থাকে তাহলেও অন্যকে এভাবে আক্রমণ করা অজ্ঞতার পরিচয়। আপাদমস্তক ইহুদি-খৃষ্টানের মূর্তি ধারন করে আল্লাহর প্রতি ভালোবাসাও প্রশ্নসাপেক্ষ।

তাছাড়া ইসলাম থেকে 'নিরাপদ দূরত্ব' বজায় রেখে কেউ যদি কথায় কথায় ইসলাম করে তবে অন্যরা মনে করে ইসলাম বুঝি এমনই। প্রতিপক্ষ যখন আক্রমণে মেতে ওঠে, তখনই কিন্তু আল্লাহভক্তের আসল পরীক্ষা শুরু হয়। তখন যদি স্থির থাকা বা ধৈর্য ধরা না যায় তাহলে বুঝা গেল ঈমান-এলেমে ঘাটতি আছে। আমাদের নতুনভাবে ধৈর্যের ও ঈমান-এলেমের পরীক্ষা দিতে হবে। দেশের পরিস্থিতি এমন হওয়ার কথা নয়।



অনেকদিন ধরেই টেবিলে পরে আছে ড. আহমদ শরীফের 'মানবতা ও ধর্মনিরপেক্ষতা বইটি। ব্যস্ততার কারণে শেষ করতে পারছি না। তার কিছু কিছু কথা দারুণ, যৌক্তিক, তবে স্ববিরোধিতায় ভরপুর। তাছাড়া তিনি কোরআন ও আল্লাহকে বিশ্বাস না করলেও বারবার কোরআনের উদ্ধৃতি দিয়েছেন তার বক্তব্যের পক্ষে, বিষয়টি বুঝে আসেনি। আর আজকের 'নীতিভ্রষ্ট রাজনীতিক-বুদ্ধিজীবিদের' লক্ষ্য করে ৯০ পৃষ্ঠায় বলেছেন, ''এদের উচ্চকণ্ঠে নিন্দা করতে হবে সমাজের মানুষকে চরিত্রবান করার লক্ষে। আমরা নিন্দা করি না, তাই ওরা হায়াহীন।'' আমার প্রশ্ন, নিন্দা করে কি কখনো সমাজের মানুষকে চরিত্রবান করা যায়? অপরকে নিন্দা করলে তো প্রথমে আপনার চরিত্রই নষ্ট হবে। আমাদের হযরত মোহাম্মদ (সা.) অন্যায়-অসত্যের বিরুদ্ধে জিহাদ করেছেন। কিন্তু তিনি কখনো কাউকে নিন্দা করেছেন? আহমদ শরীফের অনুসারী এখানে কেউ থাকলে প্লিজ, বলুন। বি: দ্র: আমার ব্লগে আক্রমণ ও গালাগালি নিষিদ্ধ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২২ শে মে, ২০১৩ সকাল ৭:১১

জেড মাহদিন বলেছেন: কেন আমাকে আজও প্রথম পাতায় লিখতে অনুমতি দেয়া হচ্ছে না?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.