![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এতিম, দরিদ্র, মুসাফির। হাঁটছি পৃথিবীর পথে পথে, অনিশ্চিত এক গন্তব্যের উদ্দেশে। আক্ষরিক অর্থেই আমি পথিক। একে একে জীবনযাত্রার সব সুতো কেটে দিচ্ছি। কাগজের নৌকা দিয়ে সাগর পাড়ির দুরন্ত প্রয়াস, যে সাগরের পাড় নেই। আমি একটি রাজ্যের মালিক, রাজা। রাজ্য পুনরুদ্ধার ও নিয়ন্ত্রণ ক্ষমতা অর্জনে চেষ্টিত। আমি মানবতার মুক্তির জন্য বিবেকের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। শোষিত-বঞ্চিতের পাশে দাঁড়াতে চাই।
হেহেহে... কী আর কমু, এক মাস এক বছর পর- সরি একবছর একমাস পর সামু আমারে হেতের সকলপোস্ট পাতায় অনুমোদন দিসে, যদিও এর অনেক পরে ইতিমধ্যেই আরেকটি আইডি খুলে বহু আগেই চান্স লৈয়া রাখসি। এখন এইডাতে আর রুচি আছে?
এক সপ্তাহের কথা বৈল্যা এদ্দিন? আর এক বছরের কথা কৈলে মুনে লয় জীবন পার হৈয়া যাইত। এটাতে তাৎক্ষণিক চান্স পাইলে আর আমুতে এতগুলো সময় আমার দিতে হতো না।
৩১ শে মার্চ, ২০১৪ রাত ৮:৪৯
জেড মাহদিন বলেছেন: থ্যাংকস
২| ৩১ শে মার্চ, ২০১৪ রাত ৮:৫৪
দি সুফি বলেছেন: ঘড়ির ব্যাটারী যে বন্ধ ছিল এইটা সামু টের পায় নাই, মাইন্ড খায়েন না
শুভকামনা রইল
৩১ শে মার্চ, ২০১৪ রাত ৮:৫৮
জেড মাহদিন বলেছেন: খিক খিক....
৩| ৩১ শে মার্চ, ২০১৪ রাত ৯:০০
সামুরাই০০৮ বলেছেন: ভাই মিস্টি খান। আমিও আজকেই জেনারেল হইলাম।
৪| ৩১ শে মার্চ, ২০১৪ রাত ৯:০৩
জেড মাহদিন বলেছেন: অ বুচ্চি, কি আপা যেন হেতির নাম, মুনে লয় সফর শেষে দেশে আইসে...
৫| ৩১ শে মার্চ, ২০১৪ রাত ১১:৪৮
মামুন রশিদ বলেছেন: শুভেচ্ছা!
৩১ শে মার্চ, ২০১৪ রাত ১১:৫৮
জেড মাহদিন বলেছেন: ধন্যবাদ।
৬| ০১ লা এপ্রিল, ২০১৪ রাত ২:৫৮
কামরুল ইসলাম রুবেল বলেছেন: আমি প্রায় সাড়ে তিন বছর পর মেজর জেনারেল হইচিলাম
Click This Link
০১ লা এপ্রিল, ২০১৪ সকাল ১১:১৫
জেড মাহদিন বলেছেন: হেহেহেহে.... প্রায় সাড়ে তিন বছর? কপাল লাগে ভাই। আমনে সৌভাগ্যবান।
৭| ০১ লা এপ্রিল, ২০১৪ সকাল ১০:১৮
ইছামতির তী্রে বলেছেন: শুভেচ্ছা রইল। হ্যাপি ব্লগিং।
আমার ধারণা ছিল আমিই বুঝি বেশীদিন (৮মাস) ঝুলে ছিলাম। আপনে দেহি আমারেও ছাড়াইয়া গেছেন। তবে আমি কিন্তু মাল্টি নেইনি।
০১ লা এপ্রিল, ২০১৪ সকাল ১১:১৬
জেড মাহদিন বলেছেন: ধন্যবাদ, হ্যাপি ব্লগিং।
৮| ০২ রা এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৫০
সিফাত সারা বলেছেন: হিহিহি। আমার অবস্থাও কিছুটা এরকম ছিল ।
জাইহক। স্বাগতম
০২ রা এপ্রিল, ২০১৪ রাত ৮:০৬
জেড মাহদিন বলেছেন: হাহাহা... মুনে হয় এদ্দিনে আমগো সংখ্যায়ই বেশি, মানে আমরা অভাগারাই সংখ্যাগরিষ্ঠ। তাই আমগো দাবি-দাওয়া মানতে হবে মেনে নাও সামু মামু।
৯| ০২ রা এপ্রিল, ২০১৪ বিকাল ৫:০৭
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
হাহাহা, আপনার কথায় যুক্তি আছে।
শুভ ব্লগিং
০২ রা এপ্রিল, ২০১৪ রাত ৮:০৭
জেড মাহদিন বলেছেন: থেঙ্কু ভাইয়া
©somewhere in net ltd.
১|
৩১ শে মার্চ, ২০১৪ রাত ৮:৪৬
বটবৃক্ষ~ বলেছেন: হাহহা!! ওয়েল্কাম!!