নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাপন একজন গনমাধ্যম শ্রমিক

নীল নীর্জন

সাধারন প্রামান্যচিত্র নির্মাতা ও সৃষ্টির সকল আঙ্গিকের প্রতি শ্রদ্ধাশীল ।

নীল নীর্জন › বিস্তারিত পোস্টঃ

গনতন্ত্রের পথ ধরে স্বৈর শাসন; প্রসঙ্গ ১০ম নির্বাচন

০৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৫

১০ম জাতীয় নির্বাচনে যারা আজকে ভোট দিতে পারেন নি, তারা হয়তো ভাবতে পারেন কিছু দিন পর আবার নির্বাচন হবে তখন ভোট দিবেন। কিন্তু না আপাত দৃষ্টিতে আবার ৫ বছর পরই আপনাদের ভোট দেয়ার সুযোগ সৃষ্টি হতে পারে, আবার না ও হতে পারে।

Dictatorship to Democracy রাষ্ট্র বিঞ্জানের অভিধানের বাইরেও সাধারন মানুষ এ শব্দ যুগল বুঝেন, তবে Elective Dictatorship এর ব্যাবহার খুব একটা চোখে পরে না। প্রেসিডেন্ট জর্জ ডাবলিউ বুশ সিনিয়র কে Elective Dictatorship এর দায়ে দ্বায়ি করা হয়, কারন তিনি কারো তোয়াক্কা না করেই নানা যুদ্ধের সিদ্ধান্ত নিয়েছিল।

তবে বাংলাদের বর্তমান নির্বাচন Democracy to Dictatorship এর নতুন উদাহরন সৃষ্টি করবে দারুন সফল ভাবে। গত ৫ বছর Elective Dictatorship এর মতোই যে আমাদের প্রধান মন্ত্রি দেশ চালিয়েছেন তা কেউ অস্বীকার হয়তো করতে পারবে না । আর সামনেও এর ব্যাতিক্রম ঘটার কোন আশা বা আশংকা নেই। কত বছর এ্ Dictatorship থাকবে আমরা জানি না ।

প্রধান বিরোধী দলের নেতা হিসেবে খালেদা জিয়াকে ক্ষমা চেয়ে নিতে হবে তার মৃত্যুর আগে। ক্ষমতাশীনদের রাজনীতির খেলা না বুঝতে পারার জন্য, শত শত লাশ এর পরেও সেই রক্তের উপর দাড়িয়ে আন্দোলন না করতে পারার জন্য, জেলে আটক শ্রমজীবি , পেশাজীবি যারা বি এন পি সমর্থন করেছে অথবা তৃনমূল নেতা কর্মীদের ও তাদের পরিবার এর কাছে

ক্ষমা চাইতে হবে। কারন অনেকে খালেদা র ডাকে সাড়া দিয়ে জেলে আটক। তাদের ও তাদের পরিবার এর প্রত্যাশা ছিল এই সরকার পরিবর্তন হলেই তারা মুক্তি পাবে। কিন্তু তা হয় নি হবেও না ।

তা শত ভাগ রাজনৈতিন্ক ব্যার্থতা এবং দেশের অসংখ্য মানষের বিশ্বাস ভাঙার জন্য খালেদা জিয়াকে ক্ষমা চাইতেই হবে।



নির্বাচিত সরকার নাশকতা রোধে কঠোরতর হবে: হানিফ (প্রথম আলো ৫/১২/২০১৪)



দৃশ্যত এ কথা থেকে বুঝা যায় ক্ষমতাশীনরা এখনো কঠোর হয়নি, তাই সামনে তারা আরো কঠোর হবে।

তাই আদর্শীক আন্দোলন হিসেবে পরিচিত জামাতের উচিত তাদের তরুন শিক্ষিত জন গোষ্ঠীর জিবন নিয়ে রাজনীতি না করে , এখনি রাজনীতি থেকে নিজেদের সরিয়ে নেয়া এবং সমাজ এর জন্য কাজ করা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.