![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গত কিছুদিন ধলে ফেসবুক এবং বিভিন্ন ব্লগ এমনকি একটি অনলাইন নিউজ সাইটেও দেখলাম যে আগামী ২৭ তারিখ নাকি দুটি চাঁদ দেখা যাবে একটি আসল আরেকটি মঙ্গল গ্রহ। প্রথমে খুব ভালই লেগেছিল , কারণ ২৬ তারিখ ইনশাল্লাহ গ্রামের বাড়ীতে যাব আর ২৭ তারিখ যদি দুই চাঁদ দেখা যায় তাহলে গ্রামের কাছের ডলু নদীর চরে খালি পায়ে হিমু হিমু ভাব নিয়ে হাঁটার অনুভুতিই যেন পাচ্ছিলাম তখন। কিন্তু পরে ভাবলাম গুগল মামার হেল্প নেওয়া দরকার। সার্চ দিয়ে দেখলাম ২০১০ সালের আগস্টেও একই ধরনের গুজব ছড়িয়ে ছিল (অ)সাধু চক্র।
তারপরও আমি বলছিনা যে খবরটা গুজব কিন্তু ভাবার বিষয় "আসলেই কি দেখা যাবে দুই চাঁদ ?"
২৩ শে আগস্ট, ২০১৩ রাত ৯:২৮
ইকরাম হোছাইন জারিফ বলেছেন:
©somewhere in net ltd.
১|
২৩ শে আগস্ট, ২০১৩ রাত ৮:২৩
সাইফুর রহমান পায়েল বলেছেন: ভাই পুরাই ভুয়া নিউজ। আমি পোস্ট দিয়ে ধরা খাইছি।
আমার লেখায় এই কমেন্ট তা করে একজন। যা সঠিক।
☼পৃথিবী থেকে চাঁদের দূরত্ব ৩৮৪৪০০ কি.মি (২৩৮৯০০ মাইল) এবং চাঁদের ব্যসার্ধ ৩৪৭৪.৮ কি.মি (google) সেজন্য পৃথিবী থেকে আমরা চাঁদকে মোটামুটি থালার আকৃতিতে দেখতে পাই।
পৃথিবী থেকে মঙ্গলের দূরত্ব সর্বদা পরিবর্তণশীল । ২০০৭-২০২০ সালের গড় দরত্ব ৮২২০০০০০০ কি.মি (উইকিপিডিয়া) মঙ্গলের ব্যাসার্ধ ৬৭৭৯ কি.মি (google) মঙ্গলকে পৃথিবী থেকে থালার মতদেখতে মঙ্গলকে পৃথিবীর মোটামুটি ৭৬৮৮০০ কি.মি দূরে অবস্থান করতে হবে, যা অসম্ভব। এত কাছে অবস্থানে পুরা সোলার সিস্টেম ভেঙ্গে পরবে। সুতরাং ২৭ তারিখে আকাশে শুধুই আমাদের চির পরিচিত মায়াবী চাঁকেই দেখাযাবে আল্লাহ যদি চান।