![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"অভাবে সভাব নষ্ট" কথাটি সত্য কিন্তু কথাটির কি expire date শেষ? ধরে নিন আপনি একজন উৎসর্গকারী প্রেমিক। আপনার প্রেমিকার বঞ্চিত অবাঞ্চিত সকল সখ-আল্লাদ অপপনি পালন করে আসছেন, যেমন ধরেন আপনার নীল ময়না বায়না ধরল, কোনো এক রেস্টুরেন্টের ওয়াশরুমে সে তার বাঁকা ঠোটের ভঙ্গি মানুষকে দেখাতে চায় ছবির মাধ্যমে কিংবা আপনার গায়ে সেঁটে ছবি তুলবে আর বোঝাবে যে, সে আপনাকে তার শখের মেকাপ বক্সের চেয়েও বেশি ভালবাসে এর জন্য তার এখন প্রয়োজন একটা ফ্রন্ট কেমেরা বিশিষ্ট মোবাইল ফোন। এখন কি করবেন? যদিও আপনার আদরের ছোট বোন্ জেদ ধরেছে তাকে দই-ফুচকা খাওয়াতে হবে, সেটা কি আর বাস্তবায়িত হবে afte all নীল ময়না বলে কথা।
যাইহোক প্রসঙ্গ এটা নয়, এ উক্তিটাও তো প্রসিদ্ধ "অভাব যখন কড়া নাড়ে, ভালবাসা তখন জানালা দিয়ে পালায়" এর দ্বারা বোঝা যায় মাঝে মাঝে অভাব আমাদেরকে পরিবর্তন করে এমনকি প্রেমিকাকেও ত্যগ করতে বাধ্য করে যখন পকেটের খড়া যায়। শুধু বাদাম চিবিয়ে প্রেম করা এটাতো আলিফ লায়লার মত গল্প কেবল। বাদাম যদি Mövenpick এর কাপে হয় তা নাহয় ভিন্ন কথা। অভাবে না থাকলেও অভাবের অভিনয় করা সহজ যদিও লোকে আপনাকে "কিপ্টা" বলবে কিন্তু এটি কার্যকরী তবে কঠিন নীল ময়নার ক্ষেত্রে। এ যুগে পড়া-শোনা শেষ হবার পরে চাকরি নাও জুটলে পড়া-শোনা চলাকালীন সেমিস্টার নামক চাকরিটা তো প্রায় সবারই আছে যাগ্গে,, অভাব-সভাব বুঝি না তবে "প্রীতি তে কৃতি নষ্ট" এটা windows এর মতো ডাহা সত্য।।।
©somewhere in net ltd.