![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেই সকাল ন'টা থেকে একে কোলে নিয়ে বসে আছি। চুপচাপ বসে আছে আমার কোলে, নড়েওনা চড়েওনা১০টার সময় সামান্য কিছুক্ষণ প্রায় আঁধ ঘন্টা বিজলি ছিলনা তখন মিনিট পাঁচেকের মত নেমে ছিল তারপর আবার কোলে চেপে বসেছে। আমার বাবা এতো ধর্য নেই যে সারাক্ষণ ওকে কোলে নিয়ে বসে থাকবো।
ছোটটা চাইছিল কিচ্ছুক্ষন কোলে নেবার জন্য খুবজোর ১৫ মিনিট ছিল তাতে লাভ কি আবার আমার উপর চেপেছে। বাড়িতে আব্বু-আম্মু ছাড়া আমরা ভাই-বোন সবাই ওকে খুব আদর করি। কাল সারারাত দাদা ভাইয়ের কাছে ছিল ভোরে আমার কাছে এসেছে। দেখতে কালো বটে, কিন্তু খুব আল্লাদের, গলায় বড্ড জোর আছে। তারা দুই ভাই আমাদের বাড়িতে এসেছিল প্রায় মাস সাতেক আগের কথা, আগে একসাথেই থাকত এখন আলাদা থাকে। ছোটটা পাশের বাড়িতে বেড়াতে গেছে মাস দুয়েক হলো। মাঝে মাঝে দেখা হয় ওর সাথে দিব্বি আছে তবে আমাদেরটার মতো এতো আদরে নেই।
নাহ এভাবে আর চলবেনা এবার কোল থেকে নামতেই হবে, এতক্ষণ কোলে নিয়ে বসে থাকা মামুলি কথা? গাঁ দিয়ে গরম বেড়োচ্ছে এর জন্যই লোকে বলে Dell এর চেয়ে HP ভালো। সহজে গরম-টরম হয়না। এই বদ অভ্যাসের জন্যই তো নাম দেওয়া হয়েছে Lap top...
©somewhere in net ltd.