নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ওমার হক

আজ না হয় কাল আমি হবো আমার

ওমার হক

আমি নবীন

ওমার হক › বিস্তারিত পোস্টঃ

১২টি Samsung GALAXY CORE 2 মোবাইল হ্যান্ডসেট, একদম ফ্রী!"

২৪ শে অক্টোবর, ২০১৪ রাত ২:৩৬

Unilever Bangladesh Ltd. কর্তৃক আয়োজিত CloseUp Tooth paste এক মজাদার ক্যাম্পেইন শুরু হয়েছেঃ "১২ ঘণ্টা সতেজ নিঃশ্বাসের সাথে প্রতিদিন জিতে নিন ১২টি Samsung GALAXY CORE 2 মোবাইল হ্যান্ডসেট, একদম ফ্রী!" কিন্তু আমি বুঝলামনা দাঁত মাজুনির সাথে মোবাইলের কি সম্পর্ক? তাও আবার এক দুইটা নয় ১২ টি ;
হ্যাঁ কিছু নয়া পিচ্চি প্রেমিকদের জন্য এটি বেশ চমৎকার সুযোগ, কারণ বাসায় না জানিয়ে মোবাইল ব্যবহার করে আসছে উক্ত পিচ্চি প্রেমিকার দল। দুদিন পর-পরই জাজিম, পুরনো বই এর স্তূপ কিংবা গোপন টুপির ভেতর থেকে উদ্ধার হয় প্রেমিকের উপহার দেওয়া এই মোবাইল সেট। আবার কারো কারো তো টুপির ভেতর থাকতে থাকতে ঘামে ডিসপ্লে আউট! তারপর আর কি; পুচকি প্রেমিক আবার ঘুরঘুর করে কোন সস্তা চাইনিজ মোবাইল সেটের দোকানের আশপাশে, টিফিন টাইমে রোযা রেখে সঞ্চয়ের টাকা দিয়ে জন্ম নেয় আর এক টি মোবাইল সেট টুপি কিংবা খাঁচার তলে।

আর নয় টেনশন CloseUp কিনলেই অংশগ্রহণ করা যাবে এই ক্যাম্পেইনে। কাল থেকেই বাসার বাজারের তালিকায় কষে দাও ৬০ - ৭০ টি CloseUp আর জিতে নাও ১২ টি মোবাইল হ্যান্ডসেট, একদম ফ্রী!" তবে আমার মতে Samsung GALAXY CORE 2 মোবাইল হ্যান্ডসেটের ক্যাম্পেইনটি আরও জোরদার করা যেত কেবল একজন রূপসী নারী "নায়লা নাঈম" কে দিয়ে আর যদি ক্যম্পেইনের টাইটেল টি হত এমনঃ "১২ ঘণ্টা সতেজ নিঃশ্বাসের সাথে প্রতিদিন আপনিও ঘটিয়ে ফেলুন হলিউড মুভির আন্তিম দৃশ্য নায়লা নাঈমের সাথে" আর আসন্ন ৩১ ডিসেম্বর রাত ১০ঃ৪৫ মিনিতে প্রচারিত হবে আপানার "CloseUp সংসার ভাঙ্গার গল্প" :D

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৪ শে অক্টোবর, ২০১৪ রাত ৩:১৯

খেলাঘর বলেছেন:

ব্লগের জন্য এগুলো হাউকাউ subject.

২৪ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:২৩

ওমার হক বলেছেন: হাউকাউ ?? এটাও কি বাঁধ ভাঙ্গার মত কোন আলাদা পরশন

২| ২৪ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৩৭

মিজভী বাপ্পা বলেছেন: ৭০ টা ক্লোজ আপ দিয়া দাঁত মাজলে দাঁত আগে ঠিক থাকব তো? আর ৭০ টা কেনার কি দরকার??? যত টেকা দিয়া এইগুলা কিনব এর থেকে কম টেকায় তো আলুরটন বা চিম্পুনি পাওয়া যাইব। আর গ্যালাক্সি কোর ২ এর কনফিগ ভালা দেয় নাই :-P :-P :-P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.