![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আকুল-ব্যকুল,আকুতি-মিনুতি এগুলো আগের গল্প,এখন হাই হ্যলোর যুগ। প্রথম দেখায় প্রেমে হানাহানি ফালাফালি এটাতো রূপকথা প্রাই... ২০১৪ রকমের ফ্যশন সামগ্রী ব্যবহারের ফলে কাঙ্ক্ষিত প্রিজনকে কমপক্ষে এক দেড়শো বার না দেখলে চেনা মুশকিল। দুই একবার রিক্সায় ঘুরলেও ভেংচি কাটা সেলফি পিকচারে নিজের আপন জনকে খুঁজে পেতে হিমশিম খাওয়া লাগে। ফুড কোর্ট আর ম্যারেজ কোর্টের মধ্যে খুব একটা পার্থক্য করা যায়না বরং ফুড কোর্টে বেশি খরচা হয়। ভালবাসা এখন ভাল বাসাতে টুলেট হয়ে ঝুলছে।
আমি প্রেম বিরোধী নই কেবল বর্তমান প্রেম মঞ্চের ব্যঙ্গকারি। আমার পুচকি ভাইটাও প্রেম দোলনায় দোল খেতে শুরু করেছে। কিছুদিন পর লিপস্টিকের মধ্যে পলিও টিকা যুক্ত করতে হবে তাহলে ছেলে-মেয়ে উভয়ই, শিশু কাল থেকে চিপা-চাপায় টিকা নিতে পারবে। থার্ড জেনারেশন তথা 3G আমাদের প্রেমের ব্যবস্থা দ্রুত ও সহজতর করলেও পরিমাণ এখন সাগরের মত গভীর নয় মাত্র '3 gm' প্রিয়তমাকে এক ঝলক দেখার আনন্দ এখন 3G প্যকেজ কিনলেই পাওয়া যায়। এই ভেজাল প্রেমের কারনেই পদ্মা নদীতে এতজন প্রাণ হারালেন। কারণ "প্রেমে মরা জলে ডুবে না"
২৫ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:২৫
ওমার হক বলেছেন: ধন্যবাদ
২| ২৫ শে অক্টোবর, ২০১৪ ভোর ৪:৪১
খেলাঘর বলেছেন:
বাংলাদেশে হরমোন ব্যভার হচ্ছে "ব্যাবিচার" হিসেবে; ফলাফল কম বয়সে যৌবন: মগজের চেয়ে হরমোন বেশী, ইহা ভয়ংকর সমস্যা; না দেখেও সম্পর্ক
২৫ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:২৬
ওমার হক বলেছেন: তাই বটে...
৩| ২৫ শে অক্টোবর, ২০১৪ সকাল ৭:৪০
বাড্ডা ঢাকা বলেছেন: সুন্দর লেখেছেন
২৫ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:২৬
ওমার হক বলেছেন: ধন্যবাদ
৪| ২৫ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:০৯
অপূর্ণ রায়হান বলেছেন: হাহাহাহা মজার ছলে ভালোই লিখেছেন ।
শুভেচ্ছা
২৫ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:২৬
ওমার হক বলেছেন: ধন্যবাদ
৫| ২৫ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:৩৩
মামুন ইসলাম বলেছেন: চমৎকথা লেখেছেন
২৫ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:২৭
ওমার হক বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৫ শে অক্টোবর, ২০১৪ ভোর ৪:১২
*কুনোব্যাঙ* বলেছেন: ভালো লিখেছেন। ঘুরেফিরে যাযাবরের সেই কথাটিই আসে, বিজ্ঞান আমাদের দিয়েছে বেগ কেড়ে নিয়েছে আবেগ।