![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ শান্তি প্রিয় এর অর্থ এটি নয় যে হাসা-হাসি মানেই শান্তি। কোন উন্নত দোকানে কর্মচারী আপনাকে শুভেচ্ছা জানিয়ে বিদায় পর্যন্ত বিরামহীন হাসতে থাকে এক কথায় বললে কোন এক গ্রাহক সেবা কেন্দ্রতে যেখানে সবাই হাসি বিলাচ্ছে অনাবরত তার মানে কি তারা শান্তিতে আছে? এর উত্তর প্রত্যেকেরই জানা। আর প্রকৃত শান্তির লোভে সকলেই লোভী। মৌমাছির ঝাঁকের মত ভন ভন করে শান্তি তলোবে দিশেহারা আমি ও আমরা। ভুল করে শান্তির অভিনয় করলে জিজ্ঞাসিত হই পাশের মানুষটির কাছ থেকে। "এত শান্তি কোথায় পাও??" এই ছলে।
আবার অনেকে মনে করে ভাল ঘুম শান্তির লক্ষণ কিন্তু আমি দেখি যারা বেশি অশান্তিতে ভুগছে আজকাল তারাই লম্বা ঘুম দিচ্ছে। তা আর কিভাবে, এক পাটা হলদে ঘুমের বড়ি গিললেই তো শুধু ঘুম আর ঘুম। আরেক দলের কেচ্ছা তো আরও অভিনব। তারা শান্তি খুঁজে পেয়েছে জেগে থাকার মধ্যে। যে যতদিন না ঘুমিয়ে থাকতে পারে এটাই তাদের শান্তি প্রকাশের চেষ্টা। ভোর বেলায় কাওরান বাজারে গেলে দেখা যায় কয়েক শ্রেণির শান্তি পিপাশুক। সারারাত জেগে থাকা এক দল নিশাচর গরিব কুলি অন্যদিকে মেদ বিশিষ্ট নরম গদি থেকে উঠে আসা সাহেব। ঘুমের দলে তালিকা ভুক্ত মানুষও আছে সেখানে।
মশার সাথে সন্ধি করে টুকরির মধ্যে আট-নয় টানা ঘুমিয়ে উঠেছে এমন আবার ঘরে ফ্রিজ বোঝায়ের তাগিদে ফলা ফলা চোখ নিয়ে হাজির বিত্তবান ডায়েবেটিক্স রোগী।
আমাদের এই আত্মিক শান্তি চাহিদাতো থাকবেই কিন্তু এত দল তাই ফারাক করা মুশকিল যে কারা সঠিক। কেবল তো তিনটি দলের কথা বললাম ভাবতেছি আজকে একটা রিক্সা ভাড়া করে বেড়াবো আর তালিকা নির্ণয় করব শান্তি অন্বেষক দল গুলোকে। ***বাকি টুকু ভ্রমণের পর >>>>
©somewhere in net ltd.