![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফেইসবুক লগ ইন করলাম কাঙ্ক্ষিত একটি নোটিফিকেশানের আশায় মাত্র তিন ঘণ্টার মধ্যে ৩৭ টি নোটিফিকেশান জমেছে। নাহ যেটির আশায় ছিলাম সেটি নটিফাই করেনি এখনো আমাকে আরও ঘণ্টা দু-এক সময় লাগবে, আর কি করার নিউজ ফিডে মনোনিবেশ হলাম। কয়েকটি পোস্টে "পছন্দ" প্রকাশক শব্দে মৃদু চাপ দিলাম এভাবেই নিচের দিকে নামতে নামতে ভাবতেছি আসন্ন সরকারি ছুটি তথা প্রচলিত আশুরার কোন প্রভাব এখনো ফেইসবুক পর্যন্ত ছড়ায়নি তাই আমার দেওয়াল আইমিন ওয়াল এখনো নিরাপদ আছে উদ্ভট সব পোস্ট হতে।
হটাৎ এক রমণীর পোস্টে আমার চোখ থির হলো। উনি বাঙ্গালি চাকুরী জীবনে তার সাথে পরিচয় কিভাবে কিভাবে যেন আমার ফেইসবুক লিস্টে মনে নেই। তবে মেয়েটি নিজেকে অনেক সুন্দরি দুলালী মনে করে, সেটি তার ফেইসবুক পোস্ট দ্বারাই বোঝা যায় ব্যস আর কিছু জানিনা তার সম্পর্কে। অবাক হবার বিষয় হলো উনি প্রথম বাঙ্গালি যিনি চাঁদে গিয়াছেন। বিশ্বাস হল না? মজা করলাম; কিন্তু তার পোস্টের উপস্থাপন ভঙ্গি অনেকটা এমনই। তিনই লিখেছেনঃ "Lyf e fst tym nije nije shari porsee " আরে বাবা উনি কি প্রথম বাঙ্গালি যিনি এই প্রথম নিজে নিজে শাড়ী পরেছেন শুধু তাই নই, তার প্রমাণ সরূপ স্বীয় চিত্র মানে চেলফিও প্রকাশ করেছেন। আচ্ছা একটি কিশোর ছেলে সেও তো তাহলে পোস্ট করতে পারে "এই ফাস্ট নিজে নিজে লুঙ্গি পরলাম" তারপর ট্যারা-ব্যাকা লুঙ্গি পরে একটি চেলফি মেরে দিলাম, উফফ ভাবতেই তো কেমন অরুচি বোধ হয়। আমি তো তাকে নিয়ে বেশ ভয়ে আছি দেখা যাবে কোন একদিন দেখব উনি পোস্ট করবেনঃ "লাইফে ফাস্ট নিজে নিজে শাড়ী খুললাম" এরপর প্রমাণ সরূপ বাঁকা কাঁধে একটি চেলফি।।
২৮ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:২২
ওমার হক বলেছেন: ধন্যবাদ
২| ২৮ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:২৫
রুমি৯৯ বলেছেন: আজিব চিজ হ্যায় ইয়ে মাগার মাছ
যিতনা ভি খাতা হ্যায়
উতনা ভি ভুখা রেহতা হ্যায়
৩| ২৮ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৩০
অগ্নি সারথি বলেছেন: হুমম হট পুস্ট।
৪| ২৮ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৪৫
শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: ছেলফির জমানাতো ভাই আর কি করবেন???
২৮ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:২৩
ওমার হক বলেছেন: হমম সেটাই
৫| ২৮ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৪৬
ইমতিয়াজ ১৩ বলেছেন: মজা পাইছ । কিন্তু শাড়ী আর লুঙ্গি পরা কিন্তু এক কথা না।
"লাইফে ফাস্ট নিজে নিজে শাড়ী খুললাম" এরপর প্রমাণ সরূপ বাঁকা কাঁধে একটি চেলফি। চরম ভাবে ১৮++
২৮ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:২১
ওমার হক বলেছেন: আপনার মন্তব্যে আনন্দিত হলাম। এভাবেই সম্পাদনা হয়ে থাকে লেখা-লেখির
©somewhere in net ltd.
১|
২৮ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:১৩
ভূতের কেচ্ছা বলেছেন:

বহুত মজার তো..