নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ওমার হক

আজ না হয় কাল আমি হবো আমার

ওমার হক

আমি নবীন

ওমার হক › বিস্তারিত পোস্টঃ

Remix_হরতাল-2014

৩০ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:১৮

হরতাল সাহেবি কামলাদের খুবই প্রিয় একটি দিন। সকাল সকাল কর্কশ অ্যালার্মে ঘুম ভাঙ্গার চিন্তা কম। ফোন না থাকলে জীবন অচল কিন্তু সকাল বেলার কর্কশে কাঁপুনি বাজনা বেদনায় সবাই ক্ষ্যপা তবে আজ হরতাল অতএব, নো অ্যালার্ম, ঘুম হবে জম্পেশ।

রিমিক্স গানের প্রতি আমার কোন বিশেষ ক্ষোভ নেই তবে রিমিক্স হরতালের প্রতি আজ আমি প্রচুর ক্ষ্যপা। সমস্ত রাস্তা ঘাটে আজকে সঙ্গীত মিসস্রঙ্কারী (ডিজে) বাহিনীর ঢল নেমেছে। একদল ঝুনঝুনি আর আর ড্রাম নিয়ে বেশ কিছুদিন আগে থেকেই প্রাকটিস শুরু করছে তাদের শব্দে যোগ হয়েছে ডিব্বা বোম আবার কিছুক্ষণ পর পর ভেঁপু বাজাচ্ছে পুলিশের গাড়ি আর কি লাগে? পুরনাঙ্গ একটি "রিমিক্স হরতাল ট্রাক" কিছুক্ষণ পর পর ধ্বনিত হয় জালিয়ে দাও... পুরিয়ে দাও... যেমন নাকি ডিজে পার্টি গুলতে শোনা যায় "Every Body Burn The Floor"
এলাকা জুড়ে খিচুরি পাকছে সেই সকাল থেকে, আশুরা পার্টি + জামাতি পার্টি + পুলিশ পার্টি। বদ হজম না হলেও আমার সাধের ঘুম পইজন হয়ে গেছে।
পার্টি চলতেছে না হরতাল কেই জানে?? আজকে বাংলাদেশ টিমের একটা ম্যাচ হলে মন্দ হত না, বিজয়ী দলের আর এক প্রকার মিছিল মিউজিকের অপূর্ণতাটিও পূরণ হয়ে যেত। মনে পরে গেলো বন্ধ থাকা কর্কশ অ্যালার্মের কথা /:) সেটি এখন অনেক মধুর এই রিমিক্স হরতালের তুলনায়। এবছরের আকর্ষণ: হরতাল রিমিক্স (ফিট জামাতি) ভলিউম আশুরা '10 নন স্টপ বাজাতে থাক.. X(X(

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.