নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ওমার হক

আজ না হয় কাল আমি হবো আমার

ওমার হক

আমি নবীন

ওমার হক › বিস্তারিত পোস্টঃ

গত কালের আঁধার নগরী

০২ রা নভেম্বর, ২০১৪ সকাল ৯:৩২

গতকাল বাংলাদেশে প্রায় বেশির ভাগ বাসায় ক্যান্ডেল লাইট ডিনার অনুষ্ঠানিত হয়েছে। এর আগে এরকম সিডোর দুর্যোগে দেখা গিয়েছিল তবে ফেসবুকে তেমন কোন আহামরি স্ট্যাটাস চোখে পরলোনা। এরপর ভেবে দেখলাম যে, স্ট্যাটাস কিভাবে পোস্ট হবে মোবাইলর চার্জ সঞ্চয়ে সকলেই ব্যস্ত ছিল তাই মনে হয় স্ট্যাটাস প্রকাশে লোপ পেয়েছে।

সহজ-সরল, সাদা-সিদে চরিত্রের উপমা হিসেবে "মোমের পুতুল" শব্দের ব্যবহার আমাদের জানা কিন্তু গতকাল মোমের চরিত্র ছিল "সোনার হরিণ"। দোকানে সুলভ পণ্য মোম দুর্লভ হবার কারণে অনেকেরই উৎসর্গ করতে হয়েছে সখের সাজানো মোমকে। পরে থাকা হারিকেনের পরিচর্যা না থাকায় সেটি লখল করতে পারেনি মোমের স্থান।

কূপ তথা কুয়া এখন ঢাকা শহরে হাট্রি মাটিম টিমের মতো অবাস্তব ছড়া। লেশহীন পানির মোটরের অক্ষমতার দরুন বাসা-বাড়িতে কূপ প্রচলন বাস্তবনা হয়ে ছিল। পানির অভাবে ভাবী সমাজ টিভি সিরিয়াল ছেড়ে সিরিয়ালে দাঁড়িয়েছিল কূপ অর্থাৎ রিজার্ভ ট্যাঙ্কের পাশে। বিপর্যয় ও ভোগান্তির মধ্য দিয়েও আধখানা চাঁদ মামার আনন্দ উপভোগ করেছিল অনেকেই। ডিজিটাল বাংলাদেশ আর এনালগে থির পেলনা।
ফিরে এলো বিদ্যুৎ। আঁধার নগরীতে আলো জ্বলার সাথে সাথে সরকারের সার্থকতা কিংবা ব্যর্থতা নিয়ে ছাপা হলো পত্রিকার লালচে শিরনাম।
আর হারিয়ে গেলো Thomas Edison এর যুগান্তরি কৃতিত্ব।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০২ রা নভেম্বর, ২০১৪ সকাল ১১:১০

সরদার হারুন বলেছেন: " সুখের দিনে আছে সবাই দৃ:খের দিনে নয়"







আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.