![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক দেশে ছিল এক শহর। সেই শহরের এক এলাকায় বাস করতো এক শিশু। শিশুটির নাম জিহাদ। জিহাদ একদিন খেলতে খেলতে এক গভীর গর্তে পড়ে যায়। গর্তটি ছিল নগরের পানি সরবরাহের পরিত্যক্ত কুপ। প্রায় চারশ ফুট গভীর। এলাকার লোকজন জড়ো হলো। অত গভীর আর চিকন কুপ থেকে শিশুটিকে উঠানো সহজ ছিল না। লোকজনের আহাজারিতে বাতাস ভারি হয়ে উঠল।
ফায়ার সার্ভিস ছুটে এলো। ওয়াসা ছুটে এলো। তারা ২০ ঘন্টা চেষ্টা করে শিশুটির সন্ধান পেল না। রাজ্যের মন্ত্রী ঘোষনা করলেন, এ কুপে মানব শিশুর অস্তিত্ব নেই। কিছু পোকামাকড় তাদের ক্যামেরায় ধরা পড়েছে। জিহাদের মা ডুকরে কেদে উঠল। তার মন বলছে তার সোনামানিক তীব্র শীতের রাতে ঐ গর্তে পড়ে আছে। মন্ত্রী বিরক্ত হলো। নিশ্চয় বাবা মা শিশুটিকে কোথাও লুকিয়ে রেখে অনাকাঙ্খিত পরিস্থিতি করে রাজাকে বিপাকে ফেলতে চাইছে। জিহাদের বাবাকে ধরে নেয়া হলো। থানায় নিয়ে কথা বের করার জন্য অত্যাচার করা হলো।
এদিকে এলাকার লোকেরা জোট বাঁধল যে করেই হোক শিশুটিকে বাঁচাতে হবে। দেরী করলে তা সম্ভব হবে না। কিন্ত ফায়ার সার্ভিস ও ওয়াসা উদ্ধার কাজে যুক্ত থাকায় সে সুযোগ ছিল না। ব্যবসায়ী ফারুক, ঠিকাদার বাবলুসহ কয়েকজন প্লান করলো কিভাবে শিশুটিকে বাঁচানো যায়। রানা প্লাজা ধ্বসের স্বেচ্ছাসেবক ইলেকট্রিক মিস্ত্রি মজিদকে দলে ভেড়াল তারা। দলে ভিড়ল সুজন দাস, মুন শরিফুল, স্কুল ছাত্র লিটু, আনোয়ার কাদেরসহ অনেকে। তারা লোহার খাঁচা বানিয়ে ফেলল। তাতে স্বয়ংক্রিয় ক্লিপ দিয়ে দেশীয় প্রযুক্তির অদ্ভুত এক যন্ত্র বানাল। বানালে কি হবে? ফায়ারসার্ভিস ও ওয়াসা তাদের ঢুকতে দিচ্ছে না। রাজকর্মচারী বলে তাদের সরানোও যাচ্ছে না। মানুষ রূদ্দশ্বাসে অপেক্ষা করছে। ২০ঘন্টা পর মহান রাজকর্মচারীরা যখন হাল ছেড়ে দিল। তখন এলাকার সাধারন মানুষজন খুব সহজেই শিশুটিকে উদ্ধার করল। কিন্তু ততক্ষনে শিশুটি মারা গেছে।
গল্পটির মরাল:
১। জিহাদের মত দেশটির পাবলিক সরকারের ব্যর্থতার গভীর গর্তে পড়ে যাচ্ছে প্রতিদিন।
২। শাসক দলের (বর্তমান বা সাবেক) রাজকর্মচারীরা লুটপাট করতে করতে একটা অদক্ষ জনশক্তিতে পরিনত হয়েছে। উপকারের চেয়ে এরা অপকারেই দক্ষ।
৩। তারা থানায় নিয়ে পেটানোর কাজটাই সবচেয়ে ভাল পারে। মানুষের উদ্যোগে প্রতিবন্ধক হয়ে দাঁড়াতে এরা তুলনাহীন।
৪। শাসক শ্রেনীর প্রতিনিয়ত ব্যর্থতায় সাধারন মানুষ ইতোমধ্যে বিকল্প দাঁড় করিয়ে ফেলেছে। দ্রুত বিভিন্ন বিপর্যয়ের স্বেচ্ছাসেবকদের মধ্যে লিয়াঁজো তার প্রমান। (এই শিক্ষাটি প্রগতিশীল রাজনীতিবিদদের জন্য গুরুত্বপূর্ণ)।
©somewhere in net ltd.