নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\'আমাদের চাওয়া আর পাওয়ার মাঝখানে একটা দেয়াল আছে, এর একদিকে থাকে চাওয়া,আর একদিকে পাওয়া। মুখ্য সমস্যা হল দেয়ালটা স্বচ্ছ কাঁচের\'

যাযাবর জোনাকি

‘আমাদের চাওয়া আর পাওয়ার মাঝখানে একটা দেয়াল আছে, এর একদিকে থাকে চাওয়া,আর একদিকে পাওয়া। মুখ্য সমস্যা হল দেয়ালটা স্বচ্ছ কাঁচের’

যাযাবর জোনাকি › বিস্তারিত পোস্টঃ

গোলাম- ই-আযম

০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৩১

দু’শো বছর গোলামীর পর,কেটে গেছে আরও অর্ধশত বছরেরও বেশি;

চলছে টিকে থাকার লড়াই,

‘গোলামী’ নিজের লেবাস বদলেছে বিভিন্নভাবে,

সরকারী,ব্যাক্তিগত, দলীয়, ধর্মীয়,কর্পোরেট, কালচার,আরও বিভিন্ন লেবাস;

‘প্রতিযোগিতা’ এখন শুরু হয়েছে ‘পদলেহন’ থেকে ‘পোঁদ লেহন’এর।

অনুভূতি,নিষ্ঠা,সততা,দায়িত্ব, কর্তব্যের চোটি পাটি গোল করে,

চলছে সংগ্রাম উপরে চড়ার ,

চলছে সংগ্রাম পশ্চিমা বাতাসে গা ভাসিয়ে ‘কালচারাল’ হওয়ার,

সংগ্রাম চলছে,চলবে।

সকলে বেঁচে আছে‘অন-ক্রেডিট’ জীবন,

জিভের তলায় একটা তেঁতো স্বাদ নিয়ে।

আর ‘গণতন্ত্র’ আজ শুধুই ভোটাধিকার,

জনসভায় দাঁড়িয়ে জননেতা বলছেঃ

‘সর্বস্তরের মানুষকে জানাই শুভেচ্ছা’

ওদিকে ঘোমটার আড়ালে ফিচেল হাসি হাসছে আদি ‘ভিক্টরিয়ান মোরালিটি’।

কবিতা! তাকে তো সুকান্ত ছুটি দিয়েছে ,

বহুদিন আগে এই গদ্যময় পৃথিবী থেকে।

এইসব হল পচে যাওয়া বিবেকের,

ঝড়ে পড়া পুঁজ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.