নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\'আমাদের চাওয়া আর পাওয়ার মাঝখানে একটা দেয়াল আছে, এর একদিকে থাকে চাওয়া,আর একদিকে পাওয়া। মুখ্য সমস্যা হল দেয়ালটা স্বচ্ছ কাঁচের\'

যাযাবর জোনাকি

‘আমাদের চাওয়া আর পাওয়ার মাঝখানে একটা দেয়াল আছে, এর একদিকে থাকে চাওয়া,আর একদিকে পাওয়া। মুখ্য সমস্যা হল দেয়ালটা স্বচ্ছ কাঁচের’

যাযাবর জোনাকি › বিস্তারিত পোস্টঃ

জীবাণু [উপসংহার]

২৬ শে আগস্ট, ২০১৪ রাত ১১:২০

[বিশেষ কিছু পাঠকের আক্ষেপ/অনুরোধে আমার আগের লেখা জীবাণু গল্পের শেষ বা উপসংহার টানা জরুরী বোধ করছি, আসলে আমি কবিতা বা গল্প লিখি নিজের তাগিদে, Blog এ প্রকাশ করি অন্যদের প্রতিক্রিয়া নিজে উপভোগ করার জন্য,সেই নিজের তাগিদ থেকেই এই উপসংহার টানা। যারা জীবাণু গল্পটা পড়েননি তাদের পড়ার জন্য অনুরোধ করছি এবং উপসংহার সহ গল্পটা কেমন হল জানার অপেক্ষায় রইলাম ]





মনরোগ বিশেষজ্ঞ তাঁর ক্লিনিক থেকে বের হয়েছেন, ক্লিনিকের সদর দরজা দিয়ে বেরিয়ে গেছেন,এমন সময় পেছন থেকে তাঁর এসিস্ট্যান্ট তাঁকে ডাকলেন,মনরোগ বিশেষজ্ঞ বিরক্তির সাথে ঘড়ি দেখলেন একবার,ঘড়িতে ৪:০৫ বাজে, তাঁর একটা জরুরী মিটিং আছে ৪:৩০ শে, এসিস্ট্যান্ট বেশ কিছু দূর থেকেই তাঁকে ডেকেছেন,হেঁটে আসতে তাঁর সময় লাগছে। এসিস্ট্যান্ট মনরোগ বিশেষজ্ঞের হাতে একটা একটা হলুদ ছোট,মোটা আর্ট পেপারের খাম দিলেন,হাসি মুখে বললেনঃ ‘এইমাত্র পৌঁছেছে,দুঃখিত স্যার!’ মনরোগ বিশেষজ্ঞ খামটি হাতে নিলেন,খামের উপরে একজন প্রফেসরের নাম ঠিকানা লেখা,নামটা তাঁর পরিচিত মনে হল।গাড়িতে বসে ড্রাইভার কে ইশারা করলেন যাওয়ার জন্য,তারপর এসিস্ট্যান্ট কে বিদায় জানালেন হাতের ইশারায়,কোন অজানা আগ্রহে তখনই তিনি খামটি খুললেন, খামটি খুলতেই বের হল একটা পোলারয়েড রঙিন ছবি। ছবিটি হাতে নিয়ে মনরোগ বিশেষজ্ঞ ভালোভাবে দেখলেন,ছবিটি একটি পুরুষালী কাঁধের,শুধু নগ্ন বাম কাঁধ,লোমশ নগ্ন কাঁধ,ক্যামেরা কাঁধের দিকে ফোকাস করা। মনরোগ বিশেষজ্ঞক ঠোট বাঁকিয়ে হাসলেন,তাঁর ঠোটের হাসি ঠোটেই মিলিয়ে গেল,তিনি ছবিটি আবার খামে ঢুকিয়ে রাখলেন।



“The mind is everything; what you think, you become,”

-A Fake Buddha Quotes

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.